মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুস্মিতা মণ্ডল রায়(২৫)। বাপেরবাড়ি নলহাটি থানার মিঞাপুরে। বছর দশেক আগে পাশের রঘুনাথপুর গ্রামের পেশায় গ্রিল ব্যবসায়ী সুব্রত রায়ের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়। বর্তমানে তাঁদের পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে। গত মঙ্গলবার ওই গূহবধূকে বিষ খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুব্রত ও সুস্মিতার সুখের সংসার ছিল। মাস তিনেক আগে তাঁরা মেয়েকে কুরুমগ্রামের একটি বেসরকারি স্কুলে ভর্তি করেন। মেয়েকে স্কুল নিয়ে যেতেন সুস্মিতা। একদিন তিনি বাড়িতে এসে ডিভোর্সের কথা তোলেন। যা শুনে আকাশ থেকে পড়েন সুব্রত। আচমকা কেন ডিভোর্স চাওয়া নিয়ে তাঁদের মধ্যে ব্যাপক অশান্তি হয়।
সুব্রত বলেন, খোঁজ নিয়ে জানতে পারি বিয়ের আগে স্ত্রীর সঙ্গে বাপেরবাড়ির গ্রামের এক যুবকের সম্পর্ক ছিল। মাস তিনেক আগে মেয়েকে স্কুল নিয়ে যাওয়া আসার পথে ওই যুবকের সঙ্গে দেখা হয় সুস্মিতার। ওদের পুরনো প্রেম জেগে ওঠে। ওই যুবকও বিবাহিত। তারও সন্তান রয়েছে। তারপরও সে আমার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে। তার কথায় ফেঁসে স্ত্রী আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বলে। এনিয়ে অনেক অশান্তি হয়। ওর বাপের বাড়ির লোকজনও বোঝায়। তাঁরাও ডির্ভোসের বিপক্ষে বলে জানিয়ে দেন। আমিও পুরনো কথা ভুলে সংসারে মন দেওয়ার জন্য স্ত্রীকে বলি। কিন্তু ও মনমরা হয়ে থাকত। খুব প্রয়োজন ছাড়া কথা বলত না। মনোরোগ চিকিৎসককে দেখাচ্ছিলাম। এরই মধ্যে গত মঙ্গলবার দুপুরে স্ত্রী বাড়ির সকলের অলক্ষ্যে বাড়িতে থাকা ইঁদুর মারা বিষ খেয়ে ফেলে। কিন্তু অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না। আমার মেয়ে এই বয়সে মা হারা হয়ে পড়ল। আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার আগে ছোট মেয়েটার কথা একবার হলেও ওর ভাবা দরকার ছিল।
মৃতার পিসেমশাই সুকুমার মণ্ডল বলেন, জামাই ও ওদের পরিবার খুবই ভালো। সেজন্য সুস্মিতার বোনের বিয়েও সুব্রতর ভাইয়ের সঙ্গে দিয়েছি। ওই পরিবারের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে আমরা বেঁকে বসায় সুস্মিতা মানসিক অবসাদে ভুগছিল। তা থেকেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।
পুলিস জানিয়েছে, মৃতার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে।