দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ
সংস্থার কর্ণধার রূপক সাহা জানান, ত্রিপুরায় ১৯৬০ এ রথযাত্রার দিন এই সংস্থার পথচলা শুরু। এই সুদীর্ঘ পথ অতিক্রম করে আজ আমরা ৬০তম বর্ষে অর্থাৎ রজত জয়ন্তীতে পা রাখলাম। ভগবান ও গুরুজনদের আশীর্বাদ এবং গ্রাহকদের অফুরন্ত উৎসাহ, অনুপ্রেরণা যা আমাদের চলার পথকে মসৃণ করেছে। তবে সেইসঙ্গে বলব ৬০ বছরে দাঁড়িয়ে এই সংস্থা আজ আর স্বর্ণ ব্যবসায়ের মধ্যে শুধুমাত্র নিজেকে সীমাবদ্ধ রাখেনি, যেখানে মনন, শিল্প, সংস্কৃতি রয়েছে এই সংস্থা চেষ্টা করেছে সেই কাজকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেখান থেকেই হয়তো দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস, স্বর্ণগ্রাম, সান্ধ্যনীড় করার সাহস ও শক্তি আমরা পেয়েছি। আমাদের মনে হয়েছে ৬০তম বছরকে যদি সেলিব্রেট করতে হয় তবে বাংলাকে বিভিন্ন ক্ষেত্রে যে সব উজ্জ্বল জ্যোতিষ্ক সমগ্র পৃথিবীর কাছে গৌরবময় করে তুলেছে তাঁদেরকে নিয়ে সেলিব্রেট করা উচিত। তাঁদের অনুপ্রেরণা হবে আমাদের আগামীদিনের পথ চলার পাথেয়। আগামীদিনে যাতে সর্বোচ্চ পরিষেবা দিতে পারি সেটার পরিকল্পনা রয়েছে।’ এই মুহূর্তে এই সংস্থার ত্রিপুরায় ৪টি এবং কলকাতায় ৩টি শোরুম আছে।