সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
দেবশঙ্কর হালদার বর্তমান বাংলা নাট্যজগতের বিরল প্রতিভা। তাঁর জীবন ও থিয়েটারকে নিয়ে শোভন গুপ্তের সংকলন ও সম্পাদনায়, বীজেশ সাহার প্রকাশনায় ‘প্রতিভাস’ সম্প্রতি প্রকাশ করেছে এক অনবদ্য বই, ‘নগরনট দেবশঙ্কর’। বইটি সমৃদ্ধ হয়েছে বর্তমানকালের বিশিষ্ট ব্যক্তিত্বদের রচনায়। সে তালিকায় কে নেই! সৌমিত্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, উস্তাদ আমজাদ আলি খান, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মোহিত চট্টোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, ব্রাত্য বসু, জয় গোস্বামী, স্বাতীলেখা সেনগুপ্ত, কৌশিক সেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, বিজয়লক্ষ্মী বর্মন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গৌতম হালদার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, জয় সেন, হিরণ মিত্র, সুমন মুখোপাধ্যায় ও আরও অনেকে। বইটিতে ব্যক্তি দেবশঙ্কর যেমন ধরা পড়েছেন, তেমনই উঠে এসেছেন নাট্য অভিনেতা ও সেইসঙ্গে চলচ্চিত্র, অভিনেতা দেবশঙ্করও। আছে কয়েকটি তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার। রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে দেবশঙ্করের দেওয়া স্মারক বক্তৃতা। টেলিভিশনের জনপ্রিয় চ্যানেলের অনুষ্ঠানের ‘অ্যাঙ্কর’ হিসেবেও দেবশঙ্করের সাফল্যের কথা ধরা আছে। স্থান পেয়েছে সামগ্রিকভাবে দেবশঙ্করের জীবনপঞ্জী, সঙ্গীত নাটক অ্যাকাডেমি সহ প্রাপ্ত বিভিন্ন পুরস্কারের তালিকা এবং বিদেশে তাঁর অভিনয়ের সালতামামি। ‘নান্দীকার’-এর শিশু নাট্যকর্মের সময় দেবশঙ্কর রচিত ছোটদের নাটক ‘ক্ষমা চাওয়াটাই সোজা’র স্ক্রিপ্ট ও সংযোজিত হয়েছে এই বইটিতে। নাটকটির পরিচালনার ভারও ছিল তাঁরই ওপর। বইটির আর এক বিরাট প্রাপ্তি নানান সাজে সজ্জিত, বিভিন্ন চরিত্রে অভিনয়ের সময়ের দেবশঙ্করের রঙিন ও সাদাকালো ছবির সম্ভার। এক কথায় এ বই শুধু নাট্যপ্রেমীদেরই নয়, সকলেরই সংগ্রহে রাখার মতো।
প্রকাশক: প্রতিভাস, দাম: ১০০০ টাকা
চকিতা চট্টোপাধ্যায়
অভিনব অরিন্দম
সম্প্রতি স্টারমার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রকাশিত হল অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের পঁচিশটি অভিনব গল্পের সংকলন ‘অভিনব অরিন্দম’। অরিন্দম গঙ্গোপাধ্যায় একাধারে ছোটপর্দা, বড়পর্দা ও মঞ্চের সফল অভিনেতা। একইসঙ্গে তাঁর নাটক লেখা ও পরিচালনার দক্ষতাও সর্বজনবিদিত। কিন্তু ছোটগল্পও যে তাঁকে টানে তা কমজনই জানতেন। ছোটগল্পর প্রতি ভালোবাসা থেকেই তাঁর এই প্রচেষ্টা। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন বাংলা সিনেমার অন্যতম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন সব্যসাচী চক্রবর্তী ও খেয়ালী দস্তিদার। নেহাত মনের তাগিদে এবং ভালোলাগার কারণেই গল্পগুলি লিখেছিলেন তিনি। প্রতিটি গল্পই জীবন থেকে নেওয়া। অভিনয় জীবনের সাথীদের উৎসর্গ করেছেন বইটি। প্রকাশক পত্রভারতী, দাম ২২৫ টাকা।
স্বস্তিনাথ শাস্ত্রী