সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
কিন্তু ভাবলে অবাক লাগে আজ থেকে প্রায় একশো বছরেরও বেশি আগে প্রকৃতি ও পরিবেশ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নিরবচ্ছিন্ন নগরায়ণের কুফল নিয়ে তিনি ভেবেছিলেন। লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর’। প্রকৃতি যে তার ওপর এই অত্যাচারের প্রতিশোধ একদিন তুলতে পারে তা তাঁর মনে হয়েছিল। রবীন্দ্রনাথের নাটক মুক্তধারা, রক্তকরবী, উপন্যাস গোরা ও তাঁর একাধিক কবিতায় এই পরিবেশ ভাবনার পরিচয় পাওয়া যায়। এসব নিয়ে দেবারতি বন্দ্যোপাধ্যায় একটি বই লিখেছেন। বইটি ইংরেজি ভাষায় লেখা। নাম ‘রবীন্দ্রনাথ টেগোর এ লাইফ অব ইন্টিম্যাসি উইদ নেচার’। দেবারতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ান। রবীন্দ্রনাথকে নিয়ে দেশে-বিদেশে নানা সংস্থায় তিনি কাজও করেছেন। বইটির প্রকাশক রূপা। দাম ২৯৫ টাকা।