উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
আইএনআইএফডি (সল্টলেক)-র বার্ষিক গ্র্যাজুয়েটিং ফ্যাশন শো দ্য ওয়েস্টিন কলকাতায় হয়ে গেল। ইলিক্সি’র ২০১৯ শীর্ষক এই ফ্যাশন শোতে বিচারক হিসাবে হাজির ছিলেন রাশিয়ান কনসাল জেনারেল (কলকাতা) অ্যালেক্সি এম ইডামকিন, ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত, অভিষেক রায়, অভিনেতা অরিজিৎ দত্ত প্রমুখ।
এই শো’র থিম ছিল ই এনার্জি, পোলারমিং, রাপচার অফ ক্রাসট, আনডার ওয়াটার অরা, বার্ডস ফ্রেমওয়ার্ক, মাই কিচেন গার্ডেন, লায়ন ফিশ, জেনাস অফ হারবিভোর স্মগ, রিমপোজিং অটম, রয়্যাল ইমপ্রিন্টস, লোবেলিয়া ডেকেনিল, ব্লু মার্স, রয়্যাল ইমপ্রিন্টস, ব্রেকডাউন অফ আর্থ, রোমান সিমপোসিয়াম, নেকটার, স্কেয়ারড নটস, হাইড্রলিউশন ইত্যাদি। এই থিমে সিল্ক, কটন, খাদি, টাফেটা, ডেনিম ছাড়াও নানা রকমারি ন্যাচারাল ফ্যাব্রিক চোখে পড়ে। পোশাকে ডিজিটাল প্রিন্ট, আওয়ার গ্লাস, এ লাইন সিলোয়েট, রেশম থ্রেড এমব্রয়ডারিরর পাশাপাশি প্রচুর লেয়ারড এবং ফ্লেয়ারড ডিজাইন নজর কাড়ে। এদিনের মেকআপ ও স্টাইলিং-এর দায়িত্বে ছিলেন কৌশিক রজত। কোরিওগ্রাফার শুভা কেনওয়ার্থি। শো স্টপার হিসাবে হাজির ছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া (পশ্চিমবঙ্গ) ২০১৮ প্রার্থনা সরকার। এদিন দুই অভিনেতা অভিনেত্রী আরিয়ান ভৌমিক ও এনা সাহা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেন।
এদিনের বিচারকদের বিচারে বিভিন্ন ক্যাটাগরিতে যাঁরা জয়ী এবং পুরস্কৃত হলেন— মেধা ফতে পুরিয়া (বেস্ট স্টুডেন্ট ইনটিরিয়াল ১৯), পুনম গানেরিয়ালা (বেস্ট স্টুডেন্ট ফ্যাশন ১৯), জায়েন্ট মাউনটেন লাভলিয়া (বেস্ট ট্রেন্ডসেটার), স্মগ (বেস্ট থিম ইন্সপিরেশন), হানি কম্ব (ডিরেক্টরস চয়েস), খাদি (ওভার অল বেস্ট কালেকশন) ইত্যাদি।
এমিরেটসের রমজান সার্ভিস
রমজান মাস উপলক্ষে এমিরেটস তাদের বিশেষ পরিষেবা চালু করল গত ৫ মে। উড়ান সংস্থাটির দাবি, তারা এই বিশেষ পরিষেবায় ১০ লক্ষ খেজুর বিলি করবে তাদের গ্রাহকদের। ইফতার উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ মিলও দেওয়া হবে। থাকবে বিশেষ মনোরঞ্জনের ব্যবস্থাও। ইফতার মিল বক্সে থাকবে গ্রিলড চিকেন, স্যালাড, রোস্টেড চিকেন, স্যান্ডউইচ, স্পিনাচ অথবা টম্যাটো, পেঁয়াজের প্রিপারেশন, মিষ্টান্ন, খেজুর, জল প্রভৃতি। এই পরিষেবা শুধুমাত্র ইফতারের সময়ে কয়েকটি উড়ানে মিলবে এবং বিমানের সকল শ্রেণীর যাত্রীদের জন্যই এই পরিষেবা প্রযোজ্য।
স্ট্রিক্স প্রফেশনাল হেয়ার শো
তাজবেঙ্গল হোটেলে স্ট্রিক্স প্রফেশনাল হেয়ার অ্যান্ড বিয়ন্ড নামে এক হেয়ার শো আয়োজিত করে। এই শোতে রেট্রো রিমিক্স-এ ভিনটেজ স্টাইলের রকমারি হেয়ার স্টাইল এবং হেয়ার কালার (২০১৯) দেখানো হয়। উল্লেখযোগ্য হেয়ার স্টাইল হল— জিপসি হার্ট শেপড ব্রেড, আনডান বেজ ওয়েভস আপস্টাইল, রোমান্টিক আম্বার রেট্রো চিগনোন, সামুরাই প্রিসিশন বব, বুফান্ট স্লিক ইত্যাদি। এছাড়া আরগান সিকরেটস হেয়ার কালার, ক্যানভোলিন স্ট্রেটনিং ক্রিম, হোল্ড অ্যান্ড প্লে স্টাইলিং রেঞ্জ, গোল্ড অ্যান্ড কপার ব্লন্ড, ব্রাউন শেডস যা ভারতীয় মহিলাদের রেট্রো স্টাইলিং এ অনবদ্য।
হেয়ার স্টাইলিং-এর নতুন কালেকশন লঞ্চিং উপলক্ষে রচেন ছাবড়া (প্রফেশনাল ডিভিশন হেড, হাইজেনিক রিসার্চ ইনস্টিটিউট) বলেন, ব্রাউন প্যালেট বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যা ভারতীয় মহিলাদের জন্য আদর্শ।’
এদিনের শো স্টপার ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মডেলদের মেক আপের দায়িত্বে কৌশিক রজত থাকলেও হেয়ার স্টাইলিং-এর দায়িত্বে এদিন সংস্থার হেয়ার স্টাইলিস্ট ছিলেন।
নাইকা ডট কমের প্রোডাক্ট
দূষণের হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে নাইকা ডট কম একটি বিশেষ ধরনের অ্যান্টি-পলিউশন ফাউন্ডেশন প্রোডাক্ট বাজারে এনেছে। প্রোডাক্টটির নাম স্কিনসিল্ডইন ১৫ শেড। এর ‘ট্রিপল অ্যাশন’ এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে ক্ষতিকারক ধুলো ও মাইক্রোপার্টিকেলের হাত থেকে রক্ষা করবে। এটি ব্যবহার করলে ত্বক হবে মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল। আফ্রিকার ন্যান্টিয়া ক্লোরান্তা বার্কের নির্যাস দিয়ে তৈরি এই প্রোডাক্ট ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাবকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত এবং একশো শতাংশ খনিজ ও প্যারাবেন মুক্ত। প্রোডাক্টটি রোজ বেজ, পিওর অলিভ, ট্রু টফি প্রভৃতি ১৫ রকম শেডে রয়েছে। এটি www.nykaa.com এবং সংস্থার নিজস্ব শোরুমে পাওয়া যাবে। দাম ৭৯৯ টাকা।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শহীদদের সম্মাননা
পুলওয়ামা’তে যেসব সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন তাঁদেরকে স্মরণ করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আইটিসি হোটেলে অ্যান ওড টু দ্য নেশন নামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন উপস্থিত সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন বলেন, ‘এই সাহসী জওয়ানরা নিজের জীবন বিপন্ন করে আমাদের এবং আমাদের দেশকে রক্ষা করে চলেছেন। সেইসব শহীদ যাঁরা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবনদান করেছেন তাঁদেরকে কুর্নিশ জানাতে এই আয়োজন।’ এরকম ৬জন শহীদের পরিবারের হাতে এদিন এই সংস্থা উত্তরীয়, ফুল এবং উপহার দিয়ে সম্মাননা জানান।
অ্যাক্রোপলিস জ্যাকপট কার্নিভাল
অ্যাক্রোপলিস মল ‘অ্যাক্রোপলিস জ্যাকপট কার্নিভাল’-এর আয়োজন করেছিল। মল-এর নির্দিষ্ট কিছু স্টোরে কেনাকাটা করলে সংস্থাগুলি ক্রেতাদের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিচ্ছিল লাকি ড্রয়ের মাধ্যমে। এছাড়াও অ্যাক্রোপলিস মল ক্রেতাদের জন্য মেগা লাকি ড্রয়ের ব্যবস্থা করেছিল। লাকি ড্র হয়েছিল গত ৩ মে। উপস্থিত ছিলেন সঞ্চালক ও অভিনেতা মীর, মার্লিন গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা প্রমুখ। লাকি ড্রয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে গাড়ি, রয়াল এনফিল্ড বাইক ও আইফোন এক্স আর স্মার্টফোন। এছাড়াও বড় আকর্ষণ ছিল বিশালাকৃতির কেক-সন্দেশ। তৈরি করেছিল বাঞ্ছারাম।
ওঙ্কারনাথ মিশনের ত্রাণ
ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথ প্রতিষ্ঠিত মহামিলন মঠে, নব নব লোককল্যাণকারী কর্মযজ্ঞের হোতা তাঁরই উত্তরসুরী সর্ব্বাধীশ কিংকর বিঠ্ঠল রামানুজ মহারাজজি প্রতিষ্ঠিত ওঙ্কারনাথ মিশন অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের সহযোগিতায় বর্তমানে বৃহৎ লোককল্যাণ কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করেছে। গত ১ বৈশাখে শ্যামবাজার থেকে মহামিলন মঠ, ডানলপ পর্যন্ত হয়েছিল বিশাল নামপ্রচার মহামিছিল। গত ২৪ এপ্রিল পুরীতে আয়োজন হয়েছিল ধর্মসভার। এই মুহূর্তে মঠের অন্যান্য সংঘগুলির সহযোগিতায় ওঙ্কারনাথ মিশনের সাহায্যকারী ইউনিটগুলি সাহায্যদানে নিয়োজিত রয়েছে ‘ফণী’ বিধ্বস্ত এলাকাগুলিতে। পুরী, ভুবনেশ্বর, কাঁথি ও গঙ্গাসাগরে তারা নিরলসভাবে সেবা করছে। বিলি করা হচ্ছে ওষুধ, জল, শুকনো খাবার, প্লাস্টিক ও বস্ত্র।
স্বস্তিনাথ শাস্ত্রী, স্নেহাশিস সাউ, চৈতালি দত্ত
ছবি: সুফল ভট্টাচার্য