উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
আভামা’র কালেকশন
আভামা জুয়েলার্সের ফাইন কালেকশন মাতৃদিবসে মায়েদের উপহারের জন্য ভাবতে পারেন। এই কালেকশনে সোনা ও হীরের কুন্দন, পোলকি, এমারেল্ড, নবরত্ন প্রতৃতি চোখ ধাঁধানো ডিজাইনের গয়নার সম্ভার পাবেন। এরা ক্রেতাদের জন্য চারটি আকর্ষণীয় অফার শুরু করেছে। অফারে সোনা বা হীরের গয়নার মজুরি শুরু হচ্ছে এক টাকা থেকে। অফার অন্তত এক লক্ষ টাকার হীরে ও পোলকি গয়না কেনাকাটা করলে বিনামূল্যে সোনা পাওয়া যাবে। আবার ৫০ হাজার টাকার ওপর কেনাকাটা করলে বিনামূল্যে গিফট ভাউচার মিলবে। আবার এক লক্ষ টাকার ওপর কেনাকাটা করলে আইরা রেস্তঁরাতে লাঞ্চের অফার পাওয়া যাবে। ঠিকানা: ২৫এ, ক্যামাক স্ট্রিট, বরদান মার্কেট, কলকাতা
মাতৃদিবসে ফেবেলের চকোলেট
মাতৃদিবসে মাকে বিশেষ উপহার দিতে চান? তাহলে ফেবেলসের সুস্বাদু চকোলেট ভলকানোসের কথা ভাবতে পারেন। আই টি সি’র ফেবেল এই সিগনেচার চকোলেট স্বাদে অতুলনীয়। বিশেষভাবে তৈরি এই ভলকানোস চকোলেট—অ্যাপল ক্রাম্বল পাই ভলকানো, সল্টেড ক্যারামেল এবং ল্যাভেন্ডার ভলকানো এই তিনটি লোভনীয় স্বাদে পাবেন। এছাড়াও রয়েছে মাদাগাস্কারন ভ্যানিলা বিন এবং রুবি ভলকানো চকোলেট। ফেবেল ভলকানো পাওয়া যাচ্ছে ৩টি এবং ৬টির বিশেষ বক্সে। দাম যথাক্রমে ৪২৫ টাকা এবং ৬৪৫ টাকা। ক্রেতারা ফেবেলসের বিশেষ মাতৃদিবস উপহার www.itcstore.in/fabelle/mothersday ওয়েবসাইটে গিয়েও অর্ডার বুক করতে পারেন। এছাড়া আই টি সি হোটেলের চকোলেট বুটিকেও পাওয়া যাবে। ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, চেন্নাই এবং দিল্লির বাসিন্দারা অর্ডার বুক করলে ফেবেল চকোলেট ভলকানোস আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
করমা কেটলি’র উপহার
করমা কেটলি মাতৃদিবস উপলক্ষে সুস্বাদু চায়ের কালেকশন এনেছে। এই কালেকশনে চারটি ভিন্ন স্বাদের মনমাতানো চা পাওয়া যাবে। সংস্থার মতে জেন, সিঙ্গালিলা, বেনারেস ও ব্লিস চা— মায়েদের জন্য উপহার হিসেবে আদর্শ। করমা’র স্টোর, www.karmakettle.com এবং অ্যামাজনে এই চা পাওয়া যাবে। তবে আগামী ১২ মে’র মধ্যে কিনতে হবে। দাম ৩০০ টাকা করে। এছাড়াও ১২ মে’র মধ্যে এক হাজার টাকার কেনাকাটা করেন তাহলে ৩০০ টাকা মূল্যে উপহার পেয়ে যাবেন। এই অফারটি শুধু করমা কেটলি টিরুম, ৪ সুইনহো স্ট্রিট, কলকাতা-১৯ ঠিকানায় পাওয়া যাবে।
প্রিটিওসের সিলভার কালেকশন
প্রিটিওস বাই দ্বিতি ভুয়ালকা মাতৃদিবসে সিলভারের অসাধারণ কালেকশন নিয়ে এসেছে। পাঁচ হাজার টাকার ওপর কেনাকাটা করলে ১০ শতাংশ ছাড়ও পাওয়া যাবে। সরস্কি, পোলকি, পার্ল ও জেমস স্টোন, কানের দুল, নাকছাবি, ব্রেসলেট প্রভৃতি নানা রকমের আকর্ষণীয় গয়না মায়ের জন্য বেছে নিতে পারবেন। অফার চলবে আগামী ১২ মে পর্যন্ত। ঠিকানা: রোজকেন্ডি অফিস, ১২ প্রিটোরিয়া স্ট্রিট, কলকাতা-৭১
ফিয়োরেল্লা’র ফুলের বোকে
মা’কে যদি একুট অন্য ধরনের কোনও কিছু উপহার দিয়ে চমকে দিতে চান তাহলে ফিয়োরেল্লা’র বিশেষ গিফট বক্সের কথা ভাবতে পারেন। ফিয়োরেল্লা গিফট বক্স হল সুন্দর দেখতে একটি বোকে। ইনফিনিটি রোজ, লিলি, টিউলিপ প্রভৃতি রকমারি ফুল দিয়ে সাজানো থাকবে একটি গিফট বক্স। আকর্ষণীয় দেখতে এই সোয়েড ফিনিশড বক্স পিঙ্ক, গ্রিন, ম্যাজেন্টা ও টিল রঙে পাওয়া যাবে। পছন্দসই বোকে ইনস্টাগ্রামে বুক করতে হবে। দাম শুরু ১৪০০ টাকা থেকে। ডেলিভারি চার্জ অতিরিক্ত। এই ধরনের বিশেষ বোকে পাওয়া যাবে ১২ মে পর্যন্ত।