উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শপ মৌলালিতে এক অভিনব ফ্যাশন শো হয়ে গেল। এই শোতে ইস্টার্নের ১৩টি রাজ্যের এফবিবি কালারস ফেমিনা মিস ইন্ডয়া ইস্ট ২০১৯-এর জয়ীদের র্যাম্পে হাঁটতে দেখা যায়। এই সংস্থায় অক্ষয় তৃতীয়াকে মাথায় রেখে এখন ব্যাঙ্গেল উৎসব চলছে। ১০ মে পর্যন্ত এই উৎসব চলবে। তাই নানা ধরনের হাতের, গলার ও কানের গয়নার পাশাপাশি সোনা, হীরে ও প্ল্যাটিনামের এক্সক্লুসিভ রেঞ্জের ব্যাঙ্গেল পরে বিজয়িনীরা র্যাম্প শো-তে হাঁটেন। পূর্বের পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে এফবিবি কালারস ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯ বিজেতারা যথাক্রমে— সুস্মিতা রায়, জোতিষমিতা বরুয়া, রোশনি দাদা, উর্মিলা শাগোলসেম, সঙ্গীতা দাস, লালনুনথারি রললেংগ, মারিনা কিহো, সাং ডোমা তামাং, জয়ন্তী রিয়াং, শিবাণী যাদব, শ্রেয়া শঙ্কর, চিত্রপ্রিয়া সিং, শীতল সালু এদিন র্যাম্প উজ্জ্বল করেন। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার শুভঙ্কর সেন এদিন উপস্থিত ছিলেন।
হ্যামলিজের দ্বিতীয় স্টোর
লন্ডনের অন্যতম জনপ্রিয় খেলনা সংস্থা হ্যামলিজ কলকাতায় আরও একটি স্টোর খুলল। এটি তাদের দ্বিতীয় স্টোর। এর আগে কোয়েস্ট মলে একটি স্টোর খুলেছিল হ্যামলিজ। দ্বিতীয় স্টোরটির গত ৯ এপ্রিল সাউথ সিটি মলে উদ্বোধন হয়েছে। ছোটদের জন্য কালারফুল ও অসাধারণ দেখতে টেডি বিয়ার, টয় সোলজার, উডেন টয়, বাথ টয় প্রভৃতি অনেক ধরনের আকর্ষণীয় খেলার সন্ধান পাবেন এখানে। নতুন স্টোরটিতে প্রায় তিন হাজার রকমের খেলনা সাজানো রয়েছে। ছোটদের মনোরঞ্জনের জন্য কত ধরনের যে খেলনা পাওয়া যেতে পারে তা এই স্টোরে না গেলে আন্দাজ করা সম্ভব নয়।
চেসমির নতুন সাবান
চেসমি এই গরমে গায়ে মাখার জন্য নতুন তিনটি সাবান বাজারে নিয়ে এসেছে। সাবানগুলি হল—চেসমি অরেঞ্জ ফ্রেশ, চেসমি লাইম ফ্রেশ এবং চেমসি অ্যালোভেরা। তিনটি সাবানই তিন ধরনের মনমাতানো সুগন্ধিযুক্ত। এখন কেনাকাটা করলে ১০ টাকা দামের সাবানে ১০ শতাংশ অতিরিক্ত পাওয়া যাচ্ছে। আর চারটি সাবান একসঙ্গে কিনলে ৩৬ টাকায় পাওয়া যাবে। বিশেষভাবে প্রস্তুত এই সাবানগুলিতে কমলালেবু, অ্যালোভেরা প্রভৃতি প্রাকৃতিক উপাদানের সঙ্গে ময়েশ্চারাইজার প্লাস ও গ্লিসারিন ফর্মুলা ব্যবহার করা হয়েছে।
লেনোভো’র নতুন স্টোর
অন্যতম কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা লেনোভো চারটি নতুন এক্সক্লুসিভ স্টোর খুলল। চারটির মধ্যে ই মল ও রাজারহাট সিটি সেন্টারে একটি করে এবং হাওড়াতে দুটি স্টোর খোলা হয়েছে। ই মল-এ স্টোরটির নাম ভেলোসিটি আই টি স্টোর। রাজারহাটের নাম চিলি ইনফোটেক। আর হাওড়ার দুটি স্টোর হল দুর্গা কম্পিউটারস ও ইস্টার্ন লজিকা। গত ৩০ এপ্রিল ই মল-এ ভেলোসিটি আই টি স্টোরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্টোর উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন লেনোভো ইন্ডিয়ার ইস্টার্ন রিজিওন এবং ওভারসিজের জেনারেল ম্যানেজার-কনজিউমার নবীন কেজরিওয়াল প্রমুখ। উল্লেখ্য, আমাদের রাজ্যে লেনোভোর ২২.৭ শতাংশ এবং আর পূর্ব ভারতে ২৩.৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে।
ডাঃ দেবী শেঠিকে পি সি চন্দ্র পুরস্কার
এবার পি সি চন্দ্র পুরস্কার পেলেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী প্রসাদ শেঠি। গত ২৮ এপ্রিল অনুষ্ঠানটি হয়েছিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ দেবী প্রসাদ শেঠি, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ, পি সি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে চন্দ্র, চন্দ্র’জ কেমিকেল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেকটর অরবিন্দ আঢ্য, পি সি চন্দ্র জুয়েলার্সের ডিরেক্টর উদীপ্ত চন্দ্র প্রমুখ। উল্লেখ্য, এর আগে ডাঃ দেবী প্রসাদ শেঠি ২০০৩ সালে পদ্মশ্রী, ২০১৩ পদ্মভূষণ সম্মান সহ একাধিক পুরস্কার পেয়েছেন।
ডাঃ শেঠির আগে এই সম্মান পেয়েছেন অধ্যাপক ইউ আর রাও, সুনীল গাভাস্কার, পি টি ঊষা, মৃণাল সেন, গুলজার, উস্তাদ বিসমিল্লা খাঁ, অঞ্জু ববি জর্জ, সৌরভ গাঙ্গুলি, হেমা মালিনী, পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ড. কে রাধাকৃষ্ণন, বিশ্বনাথন আনন্দ, কৈলাস সত্যার্থী, আশা ভোঁশলে প্রমুখ।
হায়ারের নতুন ফ্রিজার
হায়ার দুটি অত্যাধুনিক প্রযুক্তির ফ্রিজার বাজারে নিয়ে এসেছে। মডেল দুটি হল, বিডি৮৮ডিইএম এবং বিডি১৬৮ডবলিউএল। বিডি৮৮ডিইএম মিনি-ভার্টিক্যাল ফ্রিজার। আর বিডি১৬৮ডবলিউএল প্রিমিয়াম ভার্টিক্যাল ফ্রিজার। মিনি-ভার্টিক্যাল ফ্রিজার রান্নাঘরের জন্য আদর্শ। এই ফ্রিজার ৮৮লিটারের। জায়গা অনুযায়ী যেখানে খুশি রাখা যায়। ছোট পরিবারের জন্য আদর্শ। বিডি১৬৮ডবলিউএল মডেলটি ডিজাইন করা হয়েছে মূলত বড় পরিবারের কথা মাথায় রেখে। ফস্ট ফ্রি এই ফ্রিজার ১৬৮ লিটারের। প্রিমিয়াম গোল্ড ফিনিশের এই ফ্রিজার দেখতে খুব সুন্দর। দুটি ফ্রিজারের সেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মিনি-ভার্টিক্যাল ফ্রিজারের দাম ১৯ হাজার টাকা। আর প্রিমিয়াম বিডি১৬৮ডবলিউএল মডেলের দাম পড়বে ২৭ হাজার টাকা। সর্বত্র পাওয়া যাচ্ছে।
হিন্দওয়্যার স্নোক্রিস্টের এয়ারকুলার
এই প্যাচপ্যাচে গরম থেকে রক্ষা পেতে এয়ারকুলার কেনার পরিকল্পনা করছেন? ভাবছেন অল্প জায়গায় কীভাবে এয়ারকুলার রাখা যায় ভাবছেন? তাহলে ভালো খবর আছে। হিন্দওয়্যার স্নোক্রিস্ট এয়ার কুলারস দুটি পার্সোনাল এয়ার কুলার তৈরি করেছে। স্টাইলিশ ও স্লিক ডিজাইনের ২৩এল এবং ২৪এল মডেল দুটি খুব সুন্দর দেখতে। খুব কম জায়গার মধ্যে একে রাখা সম্ভব হবে। উচ্চমানের এই কুলার ঘণ্টায় ১৬০০ এম৩ শীতল হাওয়া ছড়িয়ে দেবে। ডাস্ট ও ময়েশ্চার প্রোটেকটেড এই কুলার ইনভার্টারেও চলবে। এতে ‘হিউমিডিটি কন্ট্রোল’-এর প্রযুক্তি রয়েছে। ২৩এল এবং ২৪এ-এর দাম ৯৪৯০টাকা।
ওয়ার্লপুলের কিচেন অ্যাপ্লায়েন্সেস
সম্প্রতি বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্ততকারী সংস্থা ওয়ার্লপুল দুটি কিচেন অ্যাপ্লায়েন্সেস নিয়ে এসেছে। একটি হুডস, অন্যটি হবস। হুডস হল অত্যাধুনিক প্রযুক্তির চিমনি। আর হবস হল ইন্টেলিকুক ব্রাশ বার্নার হবস। হুডসের কার্যকারীতাকে আরও উন্নততর করতে এতে অ্যাডভান্স থ্রি ডি অ্যালুমিনিয়াম ফিল্টার, সিক্সথ সেন্স টার্বো কুইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর সাকশান ব্লোয়ার ঘণ্টায় ১১৫০এম৩ পর্যন্ত কাজ করবে। সেন্সো ফ্রেশ, প্রো ফ্রেশ এবং অ্যাক্টি ফ্রেশ এই তিনটি আইটেমে মোট ৪৩টি বিভিন্ন ধরনের মডেল রয়েছে। সঙ্গে বারো বছরের ওয়্যারেন্টি।
ইন্টেলিকুক ব্রাশ বার্নার হবসেও সিক্সথ সেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তাকে। এর নব হিট রেজিস্ট্যান্স, তাই নিরাপদ ও আরামদায়ক। নিত্যনতুন ডিজাইনের ১৫ ধরনের হবস পাওয়া যাবে। এর টাইটেনড গ্লাসে ১০ বছর এবং বার্নার ও ভালভে ৫ বছরের ওয়্যারেন্টি পাওয়া যাবে।
প্ল্যাটিনাম গিল্ডের অক্ষয় তৃতীয়া সম্ভার
প্ল্যাটিনাম গিল্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ কালেকশন নিয়ে এসেছে। প্রতিটি গয়নাই আলাদা করে নজর কাড়বে। ডিজাইনও অসাধারণ। এই কালেকশনের এলিগ্যান্ট লুকের চেন, পেন্ডেন্ট, ব্রেসলেট, পুরুষদের জন্য চেন প্রভৃতি পাওয়া যাবে। সংস্থার মতে, রোজ বা উৎসব অনুষ্ঠানে পরার জন্য এই ধরনের জুয়েলারি খুব ভালো।
স্নেহাশিস সাউ, চৈতালি দত্ত
ছবি: সুফল ভট্টাচার্য