Bartaman Patrika
আমরা মেয়েরা
 

অল ইন ওয়ান মৈত্রেয়ী 

তারিখটা ছিল ৩ নভেম্বর, ১৯৭৯। বয়স তখন সবে মাত্র ১০ বছর ছাড়িয়েছে। কলকাতার রাশিয়ান কনস্যুলেট জেনারেলের অফিসের সাংস্কৃতিক বিভাগ থেকে তাকে চিঠি দিয়ে ডেকে পাঠানো হল গোর্কি সদনে। উপলক্ষ ছিল আঁকা প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা। সারপ্রাইজ হিসেবে প্রতিযোগিতাতে শিল্পীর স্থান উল্লেখ করা হয়নি ওই চিঠিতে। শিশু শিল্পীটি যথাসময় বাড়ির লোকের সঙ্গে হাজির হল সেদিন। ঘোষণা হওয়ার পর সে শুনল তার স্থান ওই প্রতিযোগিতায় ‘প্রথম’। মঞ্চে উঠে সে পুরস্কার নিল। কালো একটা বাক্স রঙিন কাগজে মুড়ে তার হাতে তুলে দিলেন উদ্যোক্তারা। একে একে দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীরাও পুরস্কার নিল। কিন্তু প্রথম হওয়া শিশুশিল্পীটি মঞ্চ থেকে নেমে অন্যদের হাতে পুরস্কার হিসেবে ওয়াকিং টকিং ডলগুলি দেখে হাপুস নয়নে কাঁদতে শুরু করল। কারণ সে নিশ্চিত ছিল, সেদিন অন্য শিশুদের মতো ওই পুতুল না দিয়ে কালো বাক্সে উদ্যোক্তারা তাকে ব্যালেরিনা স্কুল শ্যু ভরে দিয়েছে। তাই প্রথম হয়েও জুতো পেয়ে কান্না আর চেপে রাখতে পারেনি শিশুটি। পরে বাড়িতে এসে পুরস্কারের মোড়ক খুলে সেই শিশুটিই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কারণ ততক্ষণে তার ভুল ভেঙে গিয়েছে। বাক্সে জুতো ছিল না। ছিল একটা রাশিয়ান ক্যামেরা।
নিজের ছোটবেলায় এই স্মৃতি রোমন্থন করতে গিয়ে যিনি সেদিন হেসে কুটোপাটি খাচ্ছিলেন, তিনি এখন পেরিয়ে এসেছেন ৫০টি বসন্ত। নাম মৈত্রেয়ী শোভাকর। যিনি একই সঙ্গে ছবি আঁকেন, গল্প-কবিতা লেখেন, কোরিওগ্রাফি করেন, পোশাক পরিকল্পনা ও নাট্য নির্দেশনার কাজও করেন।
ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি অদম্য ঝোঁক ছিল মৈত্রেয়ীর। নামকরা আর্ট কলেজে অবশ্য আঁকা শেখেননি। ছবি আঁকার অ আ ক খ তাঁকে শিখিয়েছিলেন শিল্পী গোপীনাথ দাস। তাঁর কাছেই জলরং, তেলরঙে ছবি আঁকার প্রাথমিক পাঠ।
সেই সময় ১৯৭৭ সাল থেকে ১৯৮৪ সাল অবধি নেহরু ট্যালেন্ট সার্চ, ইউথ পাপেট থিয়েটার ইন্ডিয়া, রবীন্দ্রভারতী সোসাইটি, পশ্চিমবঙ্গ সরকারের শিশু উৎসব, সিনে সেন্ট্রালের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, ক্যালকাটা আলিপুর রাউন্ড টেবিল, ক্যামেল আর্ট এবং ওয়াই এমসিএ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ এবং পুরস্কার জয় ছিল মৈত্রেয়ীর অভ্যাস।
তবে এইসব পুরস্কার প্রাপ্তিকে ছাপিয়ে গিয়েছিল ১৯৮২ সালের ‘শঙ্করস ইন্টারন্যাশনাল চিলড্রেনস কম্পিটিশন’-এর সিলভার মেডেল প্রাপ্তি। দিল্লি থেকে এন্টালির বাড়িতে এসে পৌঁছেছিল সেই পুরস্কার। তাঁর আগে ’৭৯ সালে ও ’৮৩ সালেও ওই প্রতিযোগিতা থেকে ‘সার্টিফিকেট অব মেরিট’-এর সম্মানে ভূষিতা মৈত্রেয়ী।
এই পুরস্কার প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি নিজে হাতে তুলে দিতেন দেশ-বিদেশের শিশুশিল্পীদের হাতে। মৈত্রেয়ীর কাছেও আমন্ত্রণ এসেছিল দিল্লি গিয়ে তখনকার রাষ্ট্রপতি জৈল সিংয়ের হাত থেকে পুরস্কার নেওয়ার। কিন্তু বাড়ি থেকে সেই সময় রাজধানী শহরে কিশোরী মৈত্রেয়ীকে নিয়ে যাওয়ার কেউ ছিল না। তাই রাষ্ট্রপতির হাত থেকে সরাসরি পুরস্কার নেওয়ার সুযোগ হাতছাড়া হয় শিল্পীর।
চারবার মৈত্রেয়ী শঙ্করস ইন্টারন্যাশনাল চিলড্রেনস কম্পিটিশনে পুরস্কৃত হয়েছিলেন, প্রতিবারই ডাক বিভাগের এক মহিলা কর্মী দিল্লি থেকে প্রেরিত পুরস্কারগুলি পৌঁছে দিয়ে গিয়েছিলেন মৈত্রেয়ীদের বাড়িতে। তাঁর সৌজন্যে এন্টালির এই শিশুশিল্পীর অঙ্কন পারদর্শিতার কথা জেনে গিয়েছিলেন এন্টালি পোস্ট অফিসের অন্য কর্মীরাও। প্রতিটি কর্মীকে মিষ্টি খাওয়ানোর আবদার তাই মেটাতে হয়েছিল মৈত্রেয়ীর দাদুকে।
মৈত্রেয়ীর বাবা তারাশঙ্কর শোভাকর ছিলেন সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্করের ছাত্র। স্ট্যান্ডার্ড লিটারেচার কোম্পানির কর্মী তারাশঙ্করবাবু ছিলেন সংসারের প্রতি উদাসীন। কলেজ স্ট্রিটের বাড়িতে বুঁদ হয়ে থাকতেন নিজের সুরের সাধনাতে। বাবা তারাশঙ্কর শোভাকর এবং মা কৃষ্ণা চক্রবর্তীর সাহচর্য ছাড়াই মৈত্রেয়ীর বেড়ে ওঠা। তাই কলেজ স্ট্রিটে নয়, দাদু-দিদা বিভূতিভূষণ-বিজলীলতা চক্রবর্তী ও দুই মাসি অরুণা এবং দীপ্তি চক্রবর্তীর সান্নিধ্যে, এন্টালির বাড়িতে।
ক্যালকাটা গার্লস, লেডি ব্রেবোর্ন কলেজ ও রাজাবাজার সায়েন্স কলেজের প্রাক্তনী মৈত্রেয়ী পড়াশোনাতেও আগাগোড়াই ছিলেন ভালো। অঙ্কে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর। ইচ্ছে ছিল গবেষণার, কিন্তু নানা পারিবারিক বিপর্যয়ে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। ছবি আঁকাও বন্ধ ছিল প্রায় বাইশ বছর। সম্প্রতি আবার নতুন উদ্যমে ক্যানভাসে তুলির আঁচড় দেওয়া শুরু হয়েছে।
একসময় অ্যাকাডেমি, আশুতোষ সেন্টিনারি হল, দেবভাষা, আলতামিরা ইত্যাদি জায়গাতে একাধিক প্রদর্শনী হয়েছে শিল্পীর।
একাধারে অঙ্কের মেধা এবং অন্যদিকে শিল্পকলার একাধিক শাখায় চর্চার নিখুঁত মিশেল তাঁর জীবনে হল কীভাবে তা জানতে চাইলে মৈত্রেয়ী বললেন নিজেদের পারিবারিক ঐতিহ্যের কথা। শোভাকর পরিবারের পূর্বপুরুষরা রাজা বল্লাল সেনের আমলে লখনউ থেকে এসে উঠেছিলেন এই বাংলায়। যাঁদের মধ্যে কোনও একজন কবি ছিলেন নবরত্ন সভার অন্যতম এক রত্ন। সেই কবি রাজসভার শোভাবর্ধন করেছিলেন বলে খুশি হয়ে রাজা দিয়েছিলেন ‘শোভাকর’ উপাধি। সেই থেকে মৈত্রেয়ীদের পরিবার ‘চট্টোপাধ্যায়’-এর পরিবর্তে শোভাকর পদবি ব্যবহার করে আসছে। বললেন, ‘আমার পিতৃকুলের পূর্বপুরুষদের অধিকাংশই ছিলেন কবি, ব্যাকরণবিদ, অঙ্কনবিদ। দাদু রায়বাহাদুর ভূদেবশঙ্কর শোভাকর ছিলেন ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। যিনি নিজের কর্মজীবনে বিহারের শোন নদীর উপর তৈরি করেছিলেন সেতু। নির্মাণ করেছিলে লখনউ ও দেওঘর স্টেশন। ছাত্রজীবনে এই ভূদেবশঙ্কর ছিলেন অঙ্কে তুখোড়। অন্যদিকে, মায়ের দাদু মন্মথনাথ চক্রবর্তী ছিলেন একজন ভাস্কর। এবং ইন্ডিয়ান আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।’
বোঝা গেল বিজ্ঞান এবং কলা চর্চার বংশানুক্রমিক স্রোত এসে মিশেছে মৈত্রেয়ী শোভাকরের রক্তে।
ছবি আঁকার জীবন নতুনভাবে শুরু করার পর তিনি গড়ে তোলেন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান— ‘জেনেসিস ডায়াস’। সমস্ত ধারার শিল্পীদের তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করতেই এমন উদ্যোগ। শুধু শিল্পচর্চাই নয়, পোষ্যপ্রীতিও প্রবল মৈত্রেয়ীর। নিজের পোষ্য সারমেয় ‘প্লুটো’ তো আছেই, পাশাপাশি রাস্তা থেকে তুলে নিয়ে অসুস্থ ও আহত সারমেয় হর্ষকেও তিনি নিয়ে গেছেন পশুচিকিৎসালয়ে। তার খরচ সামলানোর দায়িত্বও স্বেচ্ছায় নিয়েছেন এই শিল্পী।
কৌশিক বসু 
23rd  November, 2019
মায়া প্রকৃতির সঙ্গে বিয়ে হয় মহুল গাছের ছাদনাতলায় 

আজও আদিবাসীদের বিয়েতে গাছ ও জলের সঙ্গে বিয়ে হয় প্রথমে, পরে হয় মানুষে মানুষে বিয়ে। লৌকিক বিশ্বাসের রীতি আজও ধরে রেখেছে আদিবাসী সমাজ। তারা তাদের জীবনে আম ও মহুল গাছকে ঈশ্বর জ্ঞানে বিশ্বাস করে, পূজা করে।   বিশদ

07th  December, 2019
বিয়ের ধর্মাধর্ম! 

ধর্মেও আছি, জিরাফেও আছি। এই প্রবচন বিলকুল খেটে যায় বিয়ের ব্যাপারে। খানিক খোলসা করে বলা যাক। বংশবিস্তার বা রাজ্যবিস্তারের মোক্ষম রাজনৈতিক চাল হিসেবে বিয়ের কথা প্রচলিত।  বিশদ

07th  December, 2019
পুরাণে পরিণয় 

হিন্দু পুরাণ হল ঐতিহ্যবাহী কথামালার এক বৃহৎ রূপ। রামায়ণ, মহাভারত সহ অষ্টাদশ পুরাণে নানা কথামালা গভীর ও সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। নানা রূপে এই সব আখ্যান পুরাণকথাকে সমৃদ্ধ করেছে। আজ আমরা দেখব পুরাণের পরিণয় কথা।  বিশদ

07th  December, 2019
ভলিবলে বিজয়িনী তারকেশ্বরের দুই কন্যা তিথি ও অনন্যা 

গ্রামবাংলার মেয়েরাও ক্রীড়াজগতে আজ পিছিয়ে নেই। বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আসরে অংশগ্রহণ করে ক্রীড়াচাতুর্যে বিজয় ডঙ্কা বাজিয়ে বিজয়িনী হয়ে তারা সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। এমনই দুই মহিলা ভলিবল খেলোয়াড়ের সাফল্যের ইতিবৃত্ত সংবাদের শিরোনামে উঠে এসেছে। 
বিশদ

30th  November, 2019
নারীদের সূর্যপূজা 

ভারতের মেয়েরা সামাজিক তথা দেশীয় নির্দেশানুসারে ধর্মীয় অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বহুকালই বঞ্চিত ছিলেন। তাই তাঁরা বিভিন্ন ব্রত পালনের মধ্য দিয়ে তাঁদের আশা-আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টা করতেন।  
বিশদ

30th  November, 2019
কন্যাসন্তানকে রুখে দাঁড়াতে শেখান, মানিয়ে নিতে নয় 

ঘরে বাইরে নারীর এত উন্নতি তবু দিনে দিনে বাড়ছে নারী নির্যাতন। আ‌জকের উন্নত সমাজেও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। কিন্তু কেন? কীভাবেই বা নারীর নিরাপত্তা বাড়িয়ে তোলা সম্ভব? প্রশ্ন তুললেন কমলিনী চক্রবর্তী। 
বিশদ

30th  November, 2019
লাল রং জোরিকার মনে শক্তি জাগায় 

গোটা জীবনই লালের মধ্যে কেটেছে বসনিয়ার জোরিকা রেবার্নিকের। মৃত্যুর পরও তিনি ঠিক এভাবেই থাকতে চান। গত চার দশক ধরে মাথা থেকে পা পর্যন্ত লাল রঙা পোশাক পরছেন জোরিকা। তাঁর স্বামী জোরানের সঙ্গে বিয়েটাও হয়েছিল লাল রঙের গাউন পরেই।  বিশদ

23rd  November, 2019
চা-বাগানে প্রথম মহিলা ম্যানেজার 

উত্তরপূর্ব ভারতের অসমে চা বাগানের ২০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও একজন নারী ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছেন। ৬৩৩ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে থাকা বাগানের আনাচে-কানাচে মোটরবাইক বা সাইকেল অথবা জিপে চেপে ঘুরে দেখাশোনার কাজ করবেন ৪৩ বছর বয়সি মঞ্জু বড়ুয়া।  বিশদ

23rd  November, 2019
অবসরের পর অবসাদ নয় 

শিক্ষা আর স্বনির্ভরতা—এই দুটি ডানায় ভর করে এখন মেয়েরা অনেক বেশি বাইরে কাজ করেন। সেই কাজ অত্যন্ত দায়িত্ব নিয়ে যোগ্যতার সঙ্গে তাঁরা পালন করেন। বহু বছর সেই কাজ দায়িত্ব নিয়ে পালন করার পর হঠাৎ সেই কর্মজগৎ থেকে সরে আসায় একটা মানসিক সমস্যায় অনেককেই ভুগতে দেখা যায়।  বিশদ

23rd  November, 2019
অ্যাডভেঞ্চার প্রিয় রাকুল 

রাকুল প্রীত সিংয়ের কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। এখন তিনি দক্ষিণের এবং বলিউডের ব্যস্ততম নায়িকা। নিজের লাইফস্টাইেলর কথা জানালেন রাকুল। 
বিশদ

16th  November, 2019
অ্যাথলেটিক্সে নয়া নজির
দুই মায়ের বিশ্বরেকর্ড 

অ্যাথলেটিক্সের ইতিহাসে দাপট এখন মেয়েদের, বলা চলে দুই মায়ের। যারা অসম্ভবকে সম্ভব করলেন। সম্প্রতি দোহায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জামাইকার ‘স্প্রিন্ট কুইন’ শেলি অ্যান ফ্রেজার প্রাইস ১০০ মিটার দৌড়ে চার নম্বর সোনা জিতলেন দুর্দান্তভাবে।  বিশদ

16th  November, 2019
দুয়ের বেশি সন্তান মায়েদের
জন্য অশনিসংকেত 

দুয়ের বেশি সন্তান যে সব মায়েদের, তাঁদের জন্য আশঙ্কার খবর শুনিয়েছেন বিজ্ঞানীরা। যাঁদের সন্তান সংখ্যা দুই বা তার বেশি তাঁরা স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছেন। সাম্প্রতিক এক গবেষণার শেষে বিজ্ঞানীরা জানিয়েছেন, নারীরা দুয়ের বেশি কয়টি সন্তানের জননী, তার ওপর নির্ভর করে তিনি কতটা স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছেন।   বিশদ

16th  November, 2019
পুরুষের তুলনায় ঘুমের
বেশি প্রয়োজন নারীদের 

নারী ও পুরুষের শারীরিক চাহিদা যে আলাদা সে কথা প্রায় সবারই জানা। যেমন পুরুষের তুলনায় নারীর ঠান্ডা লাগে বেশি। তেমনই ঘুম ব্যাপারটি পুরুষের তুলনায় নারীরই বেশি প্রয়োজন। সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। সেখানে বলা হয়েছে নারীদের ঘুমের প্রয়োজন বেশি হওয়ার মূল কারণ দুটি। বিশদ

16th  November, 2019
নারীবাদ ও নারীমুক্তি  

মহিষাসুরের কবল থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য দেবতাগণ দেবী দুর্গার আবাহন করেছিলেন। তিনি দশভুজা, অসুরদলনী এবং সর্বোপরি তিনি মা। নারীকে তুলনা করা হয় দেবী দুর্গার সঙ্গে। ঋগ্‌বেদের যুগে সমাজ ছিল মাতৃতান্ত্রিক। সেই সমাজে নারীই ছিল প্রধান।  বিশদ

16th  November, 2019
একনজরে
জম্মু, ৯ ডিসেম্বর (পিটিআই): কয়েকদিন বন্ধ থাকার পর ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাক সেনা। সোমবার ভোর পৌনে চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনার চৌকি লক্ষ্য করে তারা গুলি চালায়। ...

তিরুবনন্তপুরম, ৯ ডিসেম্বর: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলি নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিয়েছিলেন শিবম দুবেকে। তিন নম্বরে ব্যাট করার সুযোগটা দারুণভাবে কাজে ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, ১০ ডিসেম্বর থেকে নিজেদের মার্জিনাল কস্ট অব ফান্ডস বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এক প্রেস বিবৃতিতে তারা একথা জানিয়ে বলেছে, আগে তাদের বার্ষিক এমসিএলআর ছিল আট শতাংশ। ...

সংবাদদাতা, পুরাতন মালদহ: ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে চাঁচলে। এই সপ্তাহেই চাঁচলের খরবা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব মানবাধিকার দিবস,
১৮৭০- ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম,
১৮৮৮- শহিদ প্রফুল্ল চাকীর জন্ম,
২০০১- অভিনেতা অশোককুমারের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৪ টাকা ৭২.১৪ টাকা
পাউন্ড ৯২.০৭ টাকা ৯৫.৩৭ টাকা
ইউরো ৭৭.৩৪ টাকা ৮০.২৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ অগ্রহায়ণ ১৪২৬, ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ১১/২৬ দিবা ১০/৪৪। কৃত্তিকা ৫৯/২৯ শেষ রাত্রি ৫/৫৭। সূ উ ৬/৯/৩১, অ ৪/৪৮/৪৩, অমৃতযোগ দিবা ৬/৫২ মধ্যে পুনঃ ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে। রাত্রি ৭/২৯ গতে ৮/২২ মধ্যে পুনঃ ৯/১৬ গতে ১১/৫৬ মধ্যে পুনঃ ১/৪৩ গতে ৩/৩০ মধ্যে পুনঃ ৫/১৭ গতে উদয়াবধি, বারবেলা ৭/২৮ গতে ৮/৪৮ মধ্যে পুনঃ ১২/৪৮ গতে ২/৮ মধ্যে, কালরাত্রি ৬/২৮ গতে ৮/৮ মধ্যে। 
২৩ অগ্রহায়ণ ১৪২৬, ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ১০/২/৪৮ দিবা ১০/১২/৫। কৃত্তিকা ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৬/১০/৫৮, অ ৪/৪৯/১৩, অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ১১/৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ৮/২৯ মধ্যে ও ৯/২৩ গতে ১২/৪ মধ্যে ও ১/৫২ গতে ৩/৩৯ মধ্যে ও ৫/২৭ গতে ৬/১২ মধ্যে, কালবেলা ১২/৪৯/৫৩ গতে ২/৯/৩৯ মধ্যে, কালরাত্রি ৬/২৯/২৬ গতে ৮/৯/৩৯ মধ্যে।
 
মোসলেম: ১২ রবিয়স সানি 

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
বিশ্ব মানবাধিকার দিবস ১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি লন্ডনের প্যালেস অব ...বিশদ

04:28:18 PM

আজকের রাশিফল  
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। বৃষ: অর্থভাগ্য খুব ভালো না হলেও ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব মানবাধিকার দিবস১৮৭০- ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম,১৮৮৮- শহিদ প্রফুল্ল চাকীর ...বিশদ

07:03:20 PM

ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত স্কুলছাত্র 
চিনা মাঞ্জার বলি স্কুলছাত্র। সুতোর ধারে গলা কেটে মৃত্যু হল ...বিশদ

06:20:33 PM

২৪৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:02:02 PM

আইলিগ: ইস্ট বেঙ্গল ৪-১ গোলে হারাল নেরোকাকে 

04:01:36 PM