কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
এদিকে, তৃণমূলের অন্দরের কোন্দল যে মিটছে না তা বৈঠক থেকে ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে। রবিবারের বৈঠকের মধ্যে একাধিক নেতৃত্ব ধুন্ধুমার তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। যা সামাল দিতে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী একসময় এক বিধায়ককে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দেন। জেলা পরিদর্শক বৈঠকে এনিয়ে আক্ষেপ করে বলেন, এভাবেই লোকসভা হাতছাড়া হয়েছে। দলনেত্রী হুগলি নিয়ে খুবই অসন্তুষ্ট। যা চলছে, তা চলতে থাকলে পুরসভায় ভালো ফল অসম্ভব।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ববি হাকিম পরিদর্শকের দায়িত্ব পাওয়ার পরে জেলায় এসে এই প্রথম বৈঠক করলেন। এর আগে তিনি একবার তাঁর আলিপুরের বাড়িতে বৈঠক করেছিলেন। হুগলিতে রবিবারের বৈঠকে দলের প্রায় সমস্ত স্তরের নেতাদের ডাকা হয়েছিল। সেখানে প্রথমেই আলোচনা আসে বিধায়ক বা মন্ত্রীদের এড়িয়ে তাঁর এলাকায় দলীয় কমিটি তৈরি নিয়ে। তখন একাধিক মন্ত্রী ও বিধায়ক দলের সভাপতির বিরুদ্ধে এনিয়ে অভিযোগ তোলেন। সেখান থেকেই বৈঠক সরগরম হয়ে ওঠে। সদর মহকুমার এক বিধায়কের সঙ্গে তুমুল তর্কবিতর্কের জেরে তাঁকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকিও দেন দলের পর্যবেক্ষক। শেষপর্যন্ত বিধায়কদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি তৈরি করে তাঁর কাছে পাঠাতে বলে দেন। সেই সঙ্গে নেতৃত্বকে নিজেদের মধ্যে লড়াই বন্ধ করার জন্যে সতর্ক করেন। গোটা বিষয়টি যে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো দেখছেন না তাও জানিয়েছেন পুরমন্ত্রী।
তবে পুরসভা নিয়ে সতর্কবাণী ঘরে-বাইরে আলোড়ন ফেলেছে। রবিবার পুরভোটে দলকে প্রস্তুত হতে বলার পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন যে, কোনওভাবে ভোট দখলের রাজনীতি করা যাবে না। মানুষের সমর্থন নিয়েই জিততে হবে। এজন্য তিনি এমাস থেকে পুরসভাভিত্তিক বৈঠক করার নির্দেশ দিয়েছেন। দলীয় বৈঠক থেকে পরবর্তী পরিকল্পনা তৈরি করতে বলেছেন। মন্ত্রীর দাবি, জোর করে ভোট করালে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া হয়। মানুষের আস্থার মর্যাদা দিতে হবে। বাংলার মানুষের কাছে তৃণমূলের বিকল্প তৃণমূলই। তাই নেতৃত্বকে সদর্থক পদক্ষেপ করতে হবে। দলের এক নেতা বলেন, ফিরহাদ যেমন জনবিচ্ছিন্ন, কামাই করতে অভ্যস্ত নেতাদের বার্তা দিয়েছেন তেমনি সভাপতির বাড়বাড়ন্তও রুখে দিয়েছেন। দলের সভাপতি দিলীপ যাদব অবশ্য বলেন, দলের বৈঠকের বিষয়ে বাইরে কথা বলা সমীচীন নয়। তবে দলের নির্দেশেই আগেও পদক্ষেপ করেছি এখনও করব।