কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
এরপরেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গ তুলে এই ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর নেতৃত্বদান এবং রাজনৈতিক স্থিতাবস্থার ফল। এক লক্ষ কোটি ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে ভারতের সময় লেগেছে ৬০ বছর। ১২ বছর লেগেছে দু’লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে উন্নীত হতে। আর ২০১৪ থেকে ২০১৯, মাত্র পাঁচ বছরে ভারত পৌঁছে গিয়েছে তিন লক্ষ কোটি ডলারের অর্থনীতির দেশে।’ এখানেই থেমে না থেকে আগামী পাঁচ বছরের মধ্যে আরও দু’লক্ষ কোটি ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে বলেও আশাপ্রকাশ করেছেন শ্রিংলা।
অন্যদিকে, সাম্প্রতিক অতীতের কর্পোরেট কর ছাড়ের পক্ষে এদিন সওয়াল করেছেন দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম। বিনিয়োগের পালে হাওয়া তুলতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। সোমবার রাজধানী দিল্লিতে বণিকসভা ফিকি আয়োজিত ‘ইয়ং লিডার্স সামিট’-এ যোগ দেন সুব্রহ্মণ্যম। সেখানে তিনি বলেন, ‘দেশের আর্থিক বৃদ্ধিতে বেসরকারি বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ। আমরা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছি, তা সে কর্পোরেট কর ছাড়ই হোক বা শ্রম ও শিল্প আইনে পরিবর্তন, সেগুলি সবই বিনিয়োগের অনুকুল পরিবেশ তৈরি করতে করা হচ্ছে।’