কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
কোচবিহার পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের ভূষণ সিং বলেন, যারা এই কাজ করেছে তাদেরই ওই রাস্তা ঠিক করে দেওয়ার কথা। এর জন্যে টাকাও ধরা আছে। কিন্তু সেই কাজ এখনও করা হয়নি। এই বিষয় নিয়ে বিদ্যুৎ দপ্তরকেই জিজ্ঞাসা করা উচিত। এর জন্য সারা শহরেই একটা ক্ষোভ তৈরি হচ্ছে। আমরাও অনেকবার এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে বলেছি। কিন্তু কোনও কাজ হচ্ছে না।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রিজিওনাল ম্যানেজার স্বাধীন রায় বলেন, কাজ এখনও চলছে। একটু দেরি হচ্ছে একথা ঠিক। তবে বাড়ি বাড়ি বিদ্যুতের সংযোগ দেওয়ার পর রাস্তা সারিয়ে দেওয়া হবে। আশা করছি জানুয়ারির মধ্যে এই কাজ করা যাবে।
কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দিয়ে মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্য রাস্তার দুই ধারে গর্ত খোঁড়া হয়েছিল। সেই গর্তে তার বসিয়ে তা আবার বন্ধ করে দেওয়া হয়। যখন রাস্তার ধারগুলি খোঁড়া হয়েছিল তখন দীর্ঘ দিন গর্ত থাকার কারণে মানুষকে বিপাকে পড়তে হয়েছিল। এরপর বর্ষার সময়ে রাস্তার ধারে গর্ত থাকার কারণে যানবাহন চলাচল থেকে শুরু করে পথ চলা দুষ্কর হয়ে উঠেছিল। এলাকায় এলাকায় কাজ এগনোর সঙ্গে সঙ্গে ওই গর্তগুলি বুজিয়ে দেওয়ার পর রাস্তার ধারগুলি অসমান হয়ে পড়ে। বর্তমানে অধিকাংশ রাস্তার ধার দিয়েই চলাচল করা যায় না। কোথাও বিদ্যুতের তার বেরিয়ে আছে। কোনও জায়গা এতটাই অসমান যে সেখান দিয়ে চলাচল করা যায় না। ওয়ার্ডগুলির ভিতরের রাস্তার পাশাপাশি শহরের জনবহুল এলাকার রাস্তার ধারগুলিরও একই বেহাল দশা। এই পরিস্থিতিতে বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই রাস্তার ধারগুলিকে মেরামত করা হোক। কিন্তু বিদ্যুৎ দপ্তরের কাজ শেষ না হওয়ায় রাস্তার ধারগুলি এখনও বেহাল হয়েই রয়েছে।