কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
শিবমের ব্যাটিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। অনেকে মন্তব্য করেছেন নতুন ‘যুবি’ পেতে চলেছে ভারতীয় ক্রিকেট। তবে এখনই এ সব আলোচনায় কান দিতে রাজি নন শিবম। তিনি জানিয়েছেন, ‘সবেমাত্র আমি আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছি। এখনও অনেক পথ যেতে হবে। তাই একটা অর্ধশতরানের ইনিংস খেলে আত্মতুষ্ট হয়ে পড়ার কোনও কারণ নেই। উন্নতির ধারা বজায় রেখে এগিয়ে যাওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য।’ নিজের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রেখে সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, তিরবনন্তপুরমের এই মাঠ যথেষ্ট বড়। তবু বেশ কয়েকটা ছক্কা মারতে পেরে ভালো লাগছে। বিশ্বের যে কোনও বড় মাঠেই ছয় মারার ক্ষমতা আমার রয়েছে। পাওয়ারই আমার শক্তি। আর তা কাজে লাগিয়ে আমি এ ভাবেই খেলে যাব।’
ইনিংসের শুরুতে টাইমিংয়ের খানকিটা সমস্যা হলেও রহিত শর্মার পরামর্শে দ্রুত তা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন বলে শিবম জানান। তাঁর কথায়, ‘তিন নম্বরে ব্যাট করতে নামা একটা বড় সুযোগ। সেটা কাজে লাগাতে মরিয়া ছিলাম আমি। শুরুতে অবশ্যই চাপ ছিল। আন্তর্জাতিক ম্যাচে তা থাকবেই। আর সেটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে রহিত ভাই আমাকে সাহায্য করেছে। শান্ত থাকার পরামর্শ দিয়েছে। একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এমন মোটিভেশনেরই দরকার ছিল। মানসিক জড়তা কেটে যেতেই ব্যাটে-বলে সংযোগ হতে থাকে।’ উল্লেখ্য, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন শিবম দুবে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স দারুণ উজ্জ্বল। বড় শট খেলার জন্য দারুণ খ্যাতি রয়েছে তরুণ অলরাউন্ডারটির। রনজি ট্রফিতে একবার পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে নজির গড়েছিলেন শিবম।