কার্তিক আরিয়ান এবং সারা আলি খানের প্রণয়ের সম্পর্ক নিয়ে একটা সময় মিডিয়া উত্তাল হয়েছিল। ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়েল ছবির শ্যুটিংয়ের সময় তাঁদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁরা তাঁদের ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেন। সব ঠিকঠাকই ছিল। হঠাত্ করেই কোথায় যেন তাল কাটল। শোনা যাচ্ছে, তাঁদের প্রেম ভেঙে গিয়েছে। সেই থেকেই এই দুই অভিনেতা একটা দূরত্ব বজায় রেখে চলেছেন। তাঁদের আর একসঙ্গে দেখা যায় না। এমনকী অতীত জীবন নিয়েও তাঁরা খুব বেশি আলোচনা করতে চাইছেন না। সম্পর্কে তিক্ততা এমন জায়গায় পৌঁছেছে যে, ‘লাভ আজ কাল’ ছবির একটি দৃশ্য রিশ্যুট করার কথা ছিল। কিন্তু কার্তিক তা করতে চাননি। না চাওয়ার একমাত্র কারণ হল সারা।
খবর পাওয়া যাচ্ছে, কার্তিক নাকি ইমতিয়াজকে বলেছেন, ছবি থেকে এই দৃশ্য যদি বাদ দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা। সম্পর্ক এতটাই তিক্ততার পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, কাজের উপরেও সেই প্রভাব পড়ছে।