প্রায় এক দশক হয়ে গেল ক্যামেরার সামনে দেখা যায় না সুস্মিতা সেনকে। যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি কিন্তু তাঁর ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়, তিনি কীভাবে তাঁর দুই মেয়ে আলিশা এবং রিনির সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন। এরই মধ্যে প্রাক্তন মিস ইউনিভার্স তাঁর অনুগামীদের জন্য স্পেশাল কিছু শেয়ার করলেন। বিশেষ করে যাঁরা সুস্মিতাকে আবার বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। প্রায় ১০ বছর বাদে সুস্মিতা আবার বড়পর্দায় ফিরতে চলেছেন। সেরকমই আভাস পাওয়া গেল অভিনেত্রীর নতুন ইনস্টাগ্রাম পোস্টে। তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে সুস্মিতা বিরাট একটি জানলার দিকে তাকিয়ে রয়েছেন। এই ছবির সঙ্গে তিনি লিখেছেন, যাঁরা দীর্ঘ দশ বছর আমাকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষা করেছিলেন এবং আমার জীবনের প্রতিটা পর্যায়ে তাঁরা আমার পাশে ছিলেন, আমি শুধুমাত্র তাঁদের জন্য আবার ফিরতে চলেছি।
এই পোস্ট দেখার সঙ্গে সঙ্গে তাঁর অনুগামীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে।