কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
রবিবার সকাল থেকেই হাওড়া ব্রিজে শ্যুটিং হওয়ার কথা ছিল। সেই মতো কাকভোরে সেখানে পৌঁছে দেখা গেল ইউনিট রেডি। পুলিসে পুলিসে ছয়লাপ। হাওড়া ব্রিজের একাংশ ঘিরে ফেলা হয়েছে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ যথাসময়ে গাড়ি থেকে নামলেন আমির। মাথায় ছাই রঙা টুপি। মাথা ভর্তি লম্বা চুল ও একগাল দাড়ি, হাতে কড়া। তাঁর পরনে ঢিলে টিশার্ট ও ট্র্যাক প্যান্ট। আসলে এই ছবিতে আমির একজন পাঞ্জাবির চরিত্রে অভিনয় করছেন। তাই এহেন লুক। হুড খোলা জিপে ক্যামেরা তাঁকে ট্র্যাক করার জন্য প্রস্তুত। দৌড়তে শুরু করলেন আমির ওরফে লাল সিং চাড্ডা। বেশ কয়েকবার এই দৃশ্যের টেক করলেন পরিচালক অদ্বৈত চন্দন। ততক্ষণে আশপাশের মানুষ একটু হলেও আন্দাজ করেছেন যে এ আর কেউ নন, স্বয়ং আমির খান। আমিরকে কাছ থেকে দেখার জন্য হাওড়া ব্রিজে তখন বেশ ভিড়। কিন্তু সুপারস্টার কাজে মনোনিবেশ করেছেন। এক মনে শ্যুটিং করলেন। শট শেষ হতেই সোজা গিয়ে উঠে পড়লেন সাদা এসইউভি গাড়িতে। মাত্র এক ঘণ্টার মধ্যেই এদিন হাওড়া ব্রিজের শ্যুটিং পর্ব সারে ইউনিট। তারপর তারা সোজা হাজির হয় মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিটে। সেখানে পোস্ট অফিসের পাশের রাস্তা ডাঃ কার্তিক বসু স্ট্রিটে পুলিসি প্রহরায় প্রায় এক ঘণ্টার মতো শ্যুটিং চলে। কিন্তু আমিরের ফ্যানরা ততক্ষণে খবর পেয়ে লোকেশনে হাজির। মহিলারা তাঁদের পছন্দের সুপারস্টারের নাম ধরে গলাও ফাটাতে শুরু করেন।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস এর ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক ‘লাল সিং চাড্ডা’। ছবিতে একটু বোকা স্বভাবের লাল সিংয়ের চরিত্রে অভিনয় করছেন আমির। আমিরের চোখ দিয়েই উঠে আসবে ক্রমশ পাল্টে যাওয়া ভারতের ছবি। বাবরি মসজিদ ধ্বংস থেকে বর্তমান সময়— বাদ যাবে না কিছুই। দেশের প্রায় ১০০টি রিয়েল লোকেশনে এই ছবির শ্যুটিং হওয়ার কথা। ইতিমধ্যেই চণ্ডীগড়, অমৃতসর ও জয়সলমিরে শ্যুটিং করেছেন আমির। তারপর একদিনের শ্যুটিংয়ে সোজা কলকাতায় এসে হাজির হলেন তিনি। সূত্রের খবর, আমির চাইলেই এই লোকেশনের জন্য ক্রোমা বা ভিএফএক্স ব্যবহার করতে পারতেন। কিন্তু তিনি তো পারফেকশনিস্ট। তাই কোনও রকম ফাঁকি না রেখে একদম রিয়েল লোকেশনেই শ্যুটিং করছেন। ‘থ্রি ইডিয়টস’ ছবির প্রচারে ছদ্মবেশে কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন আমির। তারপর দীর্ঘ সময় পর আবার তিনি কলকাতায় এবং শ্যুটিংও করলেন। কলকাতায় সবেমাত্র ‘ময়দান’ ছবির শ্যুটিং সারলেন অজয় দেবগণ। তারপরেই তিলোত্তমায় আমিরের আগমনে খুশি সিনেপ্রেমী মানুষজন।
রবিবার শহরের বিভিন্ন লোকেশনে শ্যুটিং সারলেন আমির খান। তার মধ্যেই খুদে ফ্যানদের আবদারও মেটালেন। ছবিগুলি ক্যামেরাবন্দি করেছেন ভাস্কর মুখোপাধ্যায় ও দীপেশ মুখোপাধ্যায়।