উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
২২ বছর বয়সি সুমন রাও পড়াশোনায় অত্যন্ত মেধাবী। বর্তমানে তিনি চার্টার্ড অ্যাকাউনটেন্সি পড়ছেন। পাশাপাশি মডেল হিসেবেও তিনি বেশ পরিচিত। সুমন রাওয়ের আর একটা পরিচয় হল তিনি সমাজসেবী। কাজের বাইরে যখনই সময় পান, সমাজসেবায় তখনই নেমে পড়েন। সঙ্গীদের নিয়ে রাস্তা সাফাইয়ের কাজে লেগে যান। এছাড়াও তিনি শিশুস্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন। এ দিকে আবার নিজের স্বাস্থ্যের ব্যাপারেও তিনি খুব সচেতন। নিয়মিত যোগাসন করেন এবং জিমে যান। ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ খেতাব জয়ের পর সুমন রাও জানান, ‘যখন কেউ কোনও লক্ষ্য স্থির করেন, তখনই তিনি সব প্রতিকূলতাকে ছাপিয়ে নিজেকে প্রমাণ করেন।’
‘ফেমিনা মিস ইন্ডিয়া’র গ্র্যান্ড ফিনালের তারকাখচিত অনুষ্ঠান উপস্থাপনা করেন চিত্র পরিচালক ও প্রযোজক করন জোহর ও অভিনেতা মনীশ পল। বিভিন্ন পরিবেশনায় অংশ নেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও মৌনি রায়। এবার বিচারকের আসনে ছিলেন বলিউড তারকা হুমা কুরেশি ও চিত্রাঙ্গদা সিং, কোরিওগ্রাফার রেমো ডিসুজা, ফ্যাশন ডিজাইনার ফাল্গুনী সেন পিকক এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
সুমন রাওকে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ খেতাব দেওয়ার ব্যাপারে বিচারকেরা তাঁর সৌন্দর্য ছাড়াও আত্মবিশ্বাস ও মেধার দিকেও নজর দিয়েছেন।
দিল্লির ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস ইন্ডিয়াতে পড়াশোনারত সুমন নাচতেও পছন্দ করেন। বললেন নাচ একটা নেশা। পরিবার প্রিয় সুমনের পছন্দের খেলা বাস্কেটবল।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, এনডি টিভি