উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
তার কোচ সৌরভ ঘোষ (ক্যারাটে) ও রাজদীপ কারক (দৌড়) সদা সর্বদা বৃষ্টিকে ঐকান্তিক প্রেরণা জুগিয়ে তার সাফল্যের বিজয় রথকে উত্তরোত্তর শিখরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে খেলাধুলোর সঙ্গে পড়াশুনোটাও সমানতালে চালিয়ে যাচ্ছে বৃষ্টি। বর্তমানে সে হরিপাল ব্লকের পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী। বৃষ্টির বাবা শিশির মণ্ডল লরি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মা শুক্লা মণ্ডল গৃহবধূ। তাঁরা সবসময়ই মেয়েকে জীবনে আরও এগিয়ে যেতে উৎসাহ দেন। কিন্তু সংসারে আর্থিক অনটন তাঁদের ভাবিয়ে তুলেছে। তবুও তাঁরা মেয়ের আশাপূরণ করার সংকল্পে অনড়। মেয়ের সাফল্যে তাঁরা যেন সবকিছু কবেই ভুলে গেছেন। তারকেশ্বরের গর্ব বৃষ্টির মধ্যে জেতার খিদে প্রবল। সেই জেতার খিদেকে পাথেয় করে বৃষ্টিকে আরও অনেক দূর স্থির সংকল্পে এগিয়ে যেতে হবে। তার ক্রীড়া নৈপুণ্যে বাংলার ক্রীড়াজগৎ উজ্জ্বল ও বর্ণময় হবে এমনই আশা করছে ক্রীড়ামহল।