Bartaman Patrika
আমরা মেয়েরা
 

নারীর বৈশিষ্ট্য রূপে না গুণে? 

সংসার সুখের হয় রমণীর গুণে। একথা সত্যি যে একজন নারী তার স্বভাব, বুদ্ধি, বিদ্যা, সাহস, দৃঢ়তা ও কর্মশক্তি দিয়ে নিজের সংসার তো বটেই সমাজকেও সমৃদ্ধ করে। নম্র ও মাধুর্যময়ী, সুকথক, উপস্থিতবুদ্ধি, যে কোনও পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস, ভালোবাসা ও সকলকে নিয়ে চলার শক্তি নারীর গুণের বহিঃপ্রকাশ। আর নারীর এই সমস্ত গুণ তখনই সার্থকভাবে প্রকাশিত হয় যখন সে সুশিক্ষিতা হয়ে ওঠে। শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষাই নয়, তার সঙ্গে সঙ্গে চাই যে কোনওরকমের হস্তশিল্প, কলাবিদ্যা, কারিগরী বিদ্যা ইত্যাদিরও শিক্ষা। কোনও কাজই ছোট নয়, সংসারের নানা কাজ, রান্নাবান্না, কাপড়কাচা, বাসনমাজা, ঘর পরিষ্কার ও সাজানো, বাচ্চা মানুষ করা, বয়স্কদের দেখাশোনা, পরিবারের কেউ অসুস্থ হলে তাকে সেবা করা-পথ্য দেওয়া, অতিথি আপ্যায়ন এই সব কিছুই কিন্তু একজন নারীর গুণ বা কর্ম। আমাদের সমাজে এখনও এইসব সাংসারিক কাজকে ঠিকমতো স্বীকৃতি দেওয়া হয় না। একে নারীর দুর্ভাগ্য ছাড়া আর কী বলব? তবুও বর্তমানে শিক্ষার বিস্তার, পড়াশোনা ও নানা কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় নারী এখন অনেকাংশেই ‘অবলা’ থেকে ‘সবলা’ হয়ে উঠছে।
সমাজতত্ত্বের দিক থেকে আলোচনা করলে দেখা যায় যে, বৈদিক যুগের আদিপর্বে মেয়েরা ছিল জ্ঞানী। তাদের বাক্‌স্বাধীনতা ছিল। যে কোনও বিষয় মতামত দান থেকে শুরু করে বিদ্যাদান সব কিছুই করেছে সে যুগের বিদুষী নারী। তারপর থেকে সমাজে ক্রমেই নারীর অবমূল্যায়ন শুরু হয়। নারী হয়ে ওঠে পুরুষের আজ্ঞাবাহী হাতের পুতুল। তাই ‘শ্রীশ্রীচণ্ডীর’ দেবীস্তুতিতেও রূপ, যশ, অর্থ প্রভৃতির সঙ্গে ‘পুত্রং দেহী’ অর্থাৎ পুত্র কামনা করা হয়েছে কন্যা নয়। বংশকে এগিয়ে নিয়ে যেতে পুত্রের প্রয়োজন, তাই ‘পুত্রার্থে ক্রিয়তে ভার্যা’। অর্থাৎ পুত্রের জন্ম দিতেই স্ত্রীর প্রয়োজন। অথচ পুত্রকে যে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখাবে সেই নারীরই সমাজে মূল্য নেই! আমাদের পুরুষতান্ত্রিক সমাজে কয়েক প্রজন্ম আগেও বলা হত ‘পড়াশোনা শিখলে নারী বিধবা হবে’। অর্থাৎ তাদের ভয় দেখিয়ে, নানাভাবে নিয়মের বেড়াজালে আবদ্ধ করে সমাজপতিরা নারীদের করে তুলেছিল পরাধীন, অসহায়।
ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষায় আলোকপ্রাপ্ত কিছু মানুষ ও কয়েকজন বিদেশি নারী-পুরুষের প্রচেষ্টায় নারী শিক্ষার প্রচলন শুরু হয়। রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহপ্রথা বন্ধ হয়। বিদ্যাসাগরের অক্লান্ত পরিশ্রমে বিধবা বিবাহের প্রচলন, নারী শিক্ষার নব সূচনা শুরু হয়। নারীর ম্লান মুখে ভাষা ফোটে। ধীরে ধীরে শিক্ষিতা নারী কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করে, অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। নিজেকে কর্মের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করে আজ নারী বহুলাংশেই সার্থক একথা স্বীকার করতেই হবে।
সমাজের এই বিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানের সবলা, প্রতিষ্ঠিতা নারীদের আচার-আচরণে, স্বভাবে-ব্যবহারে নাকি অনেক পরিবর্তন এসেছে বলে অনেকেই সমালোচনা করেন। অর্থ উপার্জনের জন্য ঘরে বাইরে অক্লান্ত কাজ করতে করতে নারী অনেকাংশে অধৈর্য, আত্মকেন্দ্রিক, রূঢ়ভাষী হয়ে পড়ছে। এর ফলে নাকি ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। অর্থাৎ বর্তমান সমাজ প্রগতিশীল হলেও আঙুলটা উঠছে নারীদের দিকেই।
বর্তমানে শিক্ষার আলোকপ্রাপ্ত প্রগতিশীল সমাজ ব্যবস্থায় অনেক কিছুই পাল্টে গিয়েছে। একান্নবর্তী পরিবার ভেঙে অণুপরিবারে পরিণত হয়েছে। মা-বাবার কাজের চাপে একাকিত্ব আবার বাবা-মায়ের থেকে অনেক দামি দামি জিনিস চাইলেই পেয়ে যাওয়া, বাবা মায়ের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে শৈশবেই ইঁদুর দৌড়ে শামিল হয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়া পুত্র ও কন্যারা অনেক ক্ষেত্রেই স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে উঠছে।
কিন্তু মেয়েদের আর্থিক সচ্ছলতা তাকে অনেকটাই সাহস জোগায় নিজের মতামত প্রতিষ্ঠা করতে। আগের মতো নারী এখন আর পড়ে পড়ে মার খায় না। নিজের সম্মান রক্ষার্থে তারা লড়াইও করে। সমাজ ও সংসারে কাজেরও সমবণ্টন হয়েছে। সংসারে স্বামী ও স্ত্রী ভাগ করে নিেচ্ছ সব কাজ। তাই আমাদের সমাজের নারীরা এখন ঘরে বাইরে দশভূজা। এমন অবস্থায় নারীমনের কোমল দিকগুলি একটু হলেও পাল্টাচ্ছে তা বলাই বাহুল্য।
মনোবিদ তনিমা বন্দ্যোপাধ্যায়ের মতে, পরিবর্তনশীল সমাজের সঙ্গে তাল রেখে নারী পুরুষ উভয়েই একটু একটু করে পাল্টে যাচ্ছে। আগের মানসিকতা নিয়ে চলতে গেলে পরিবর্তিত সমাজের সঙ্গে তাল রাখা দুষ্কর। তাই নারীর বৈশিষ্ট্যগুলোরও বেশ কিছু পরিবর্তন হয়েছে একথা মানতেই হবে। সুন্দরী নারীকে দেখতে, কথা বলতে, তার সঙ্গে সময় কাটাতে সকলেই ভালোবাসে। একজন সুন্দরী মহিলার সৌন্দর্যে মোহিত হয়ে অনেকেই খুব সহজে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু সম্পর্ক স্থায়ী হয় সেই নারীর ব্যক্তিত্ব, বুদ্ধি এবং সুন্দর স্বভাবের ভিত্তিতে। সমাজ তথা পুরুষের চোখে বিদুষি নারী হয়ে উঠেছে মহীয়সী।
একজন নারীর সুন্দর হয়ে ওঠার মূল রহস্য লুকিয়ে আছে তার শিক্ষায়-বিচক্ষণতায়, আত্মনির্ভরতায় ও আত্মপ্রত্যয়ে। আর্থিকভাবে স্বনির্ভর নারী যখন সবলা হয়ে ওঠে তখন সে অনেক বেশি সাবলীল হয়। আর্থিকভাবে স্বনির্ভর নারী তার পেশা বা কর্মক্ষেত্রে কাজ করতে করতে দক্ষ হয়। অনেক বেশি বিচক্ষণ হয় যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আবেগতাড়িত হয়ে লক্ষ্যহীন গন্তব্যের দিকে ধাবিত হয় না। অনেক বেশি স্বচ্ছ, নিরপেক্ষ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে নিজেকে তথা সমাজকে সুন্দর করে তোলে। শিক্ষিত-স্বনির্ভর নারী জানে কোথায় কতটা তাকে কঠোর বা নরম হতে হবে। কোনও অন্যায়ের প্রতিবাদ কীভাবে করতে হবে। তাই আধুনিক নারীর স্বভাব-চরিত্র, বিচক্ষণতা, শিক্ষা, রুচি, স্বাধীনতাবোধ ও কর্মক্ষমতা বিকশিত হয় পরিবেশ-পরিস্থিতি ও তার আর্থিক সামর্থের ওপর নির্ভর করে।
অর্থনীতিবিদ ড্যানিয়েল এস হ্যামারমেশ তাঁর ‘বিউটি পেজ’ (Beauty Pays) গ্রন্থে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্কৃতি থেকে তথ্য সংগ্রহ করে প্রমাণ করেছেন একজন নারীর সৌন্দর্য সাফল্যের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তার অর্থনৈতিক সাফল্য।
সবশেষে বলব, নারীর সৌন্দর্য তার সুন্দর স্বভাবকে বাদ দিয়ে নয়। সব কিছু গুণ (কিছু কম বেশি থাকতেই পারে) ও আর্থিক সাফল্যই একজন নারীকে করে তোলে মহীয়সী। তবে এইসব গুণমান নারী ও পুরুষ উভয়ক্ষেত্রে প্রযোজ্য হলে এবং সমাজ নারীদের কাজকর্মকে আরও উদার চোখে দেখলে সমাজ পাবে এক একটি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী নারী।
দূর্বা বাগচী  
23rd  February, 2019
মদ বন্ধের দাবিতে ১২ দিন হাঁটলেন মেয়েরা 

মদ নিষিদ্ধ করার দাবিতে আমাদের দেশের কর্ণাটক রাজ্যে ১২ দিন ধরে চলা ২০০ কিলোমিটার পদযাত্রার শেষে বেঙ্গালুরুতে সম্প্রতি সমাবেশ করেছেন মহিলারা। সে রাজ্যের প্রায় চার হাজার নারী এই পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়েছেন। তাঁরা দাবি করেছেন, রাজ্যে কোনও প্রকার মদ তৈরি এবং বিক্রি করা যাবে না। 
বিশদ

23rd  February, 2019
ব্রিটিশ রাজবধূর ভালোবাসা 

যৌনকর্মীদের প্রতি ভালোবাসা জানিয়েছেন ব্রিটিশ রাজবধূ মেগান মেরকেল। যৌনকর্মীদের প্রতি সমর্থনসূচক বার্তা লিখেছেন তিনি। সম্প্রতি এক বেসরকারি সংস্থায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মেগান। 
বিশদ

23rd  February, 2019
বর্ণবাদের শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা 

হলিউডে ইতিমধ্যে অভিনয় গুণে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এক সময় তাঁকেও বর্ণ বিদ্বেষের শিকার হতে হয়েছিল। কোয়ান্টিকোর পর ‘পিগি চপস’ ২০১৭ সালে অভিনয় করেছেন ‘বে ওয়াচ’-এ। তাঁর হাতে রয়েছে বেশ কিছু হলিউডি ছবি।  
বিশদ

23rd  February, 2019
টাইম ম্যানেজমেন্ট খুব জরুরী: রিচা আগরওয়াল 

কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি, সংক্ষেপে কেসিসি (KCC) সৃষ্টিশীলতার অন্য নাম। কলকাতার ই এম বাইপাসের কাছেই সত্তর হাজার বর্গফুট জমির উপর গড়ে তোলা হয়েছে এই সেন্টার। যেখানে শিল্পের আলাদা আলাদা বিষয় নিয়ে কাজ করা হবে।  
বিশদ

23rd  February, 2019
আলোয় ফেরা’র গণবিবাহ 

আলোয় ফেরা’র গণবিবাহ এবার অষ্টম বছরে পড়ল। কলকাতা কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোয় ফেরা’র সম্পাদক গৌতম হালদারের উদ্যোগে পাইকপাড়ায় বিগত বছরগুলির মতো এবারও জমজমাট গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 
বিশদ

23rd  February, 2019
দৈনন্দিন জীবন থেকেই গল্পের রসদ পাই: রুনা চৌধুরী 

স্বল্পদৈর্ঘ্যের ছবির পরিচালক হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন রুনা চৌধুরী। তাঁর বেশ কয়েকটি বাংলা ছবি কলকাতা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। বিষয়বস্তু, অভিনয় ও পরিচালনার গুণে ছবিগুলি উচ্চ প্রশংসিত। পুরস্কৃতও বটে। পরিচালনার পাশাপাশি গান ও অভিনয়েও পারদর্শিনী রুনা। তাঁর সঙ্গে কথা বলেছেন সুমন গুপ্ত।
বিশদ

16th  February, 2019
স্বাধীন ভারতে প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী 

একদিন বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায় মেয়েকে অঙ্ক কষতে দিয়েছিলেন। কিন্তু মেয়েটি বারবার চেষ্টা করেও অঙ্কটি কষতে পারছিলেন না। বিরক্ত হয়ে অঙ্কের খাতা বন্ধ করে দিয়ে দাঁড়ালেন জানালার ধারে। বাইরে আকাশের মেঘ রোদ্দুর, দূরের গাছপালা, সবুজ ঘাস এমন নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ মেয়েটি একেবারে তন্ময় হয়ে গেলেন।  বিশদ

16th  February, 2019
বিয়ের লৌকিকতা 

‘শঙ্খ বাজা তোরা উলুধ্বনি দে, অধিবাসে সখীর মুখে ফুটলো হাসি যে’— বিয়ে নিয়ে সমস্ত ছেলেমেয়ের মনে একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্ন বাস্তব হয় বৈদিক মন্ত্র উচ্চারণে আর লৌকিক আচারের মাধ্যমে।  বিশদ

16th  February, 2019
ভালোবাসার সেকাল একাল

একটা সময়ে ভালোবাসা প্রকাশের মাধ্যম ছিল চিঠি। এক বুক অনিশ্চয়তা নিয়ে দু’ছত্র লিখে পাঠানো। আর দুরু-দুরু বুকে উত্তরের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করা। বিশদ

09th  February, 2019
এবারের ভ্যালেন্টাইনস ডে-তে সেলেবদের কার কী প্ল্যান?

সামনেই ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার দিন। নতুন প্রজন্মের কাছে দিনটি এতই জনপ্রিয় যে তার বহু আগে থেকেই রাস্তায় ঘাটে হৃদয়ের ছড়াছড়ি লক্ষ করা যায়। কোথাও হার্ট শেপড বেলুন, কোথাও বা কুশনে হৃদয়ের ছোঁয়া। যাক সে কথা, নব্যযুগের ধারক ও বাহকদের ছেড়ে বরং একটু সেলেব মহলে ঢুঁ দিয়ে দেখি ভ্যালেন্টাইনস ডে-কে চির স্মরণীয় করে রাখতে তাঁরা কেমন পদক্ষেপ নিয়েছেন।
বিশদ

09th  February, 2019
রূপে গুণে সরস্বতী

দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তাঁর সাধনা করলে জ্ঞানালোকে আলোকিত মানুষ পায় জীবন পথে সঠিক লক্ষ্যবস্তুর সন্ধান। জ্ঞান আর গুণ প্রায় সমার্থক। জ্ঞান না থাকলে কোনও গুণের প্রকাশ হতে পারে না।
বিশদ

09th  February, 2019
স্বপ্ন দেখার প্রবণতা মেয়েদের বেশি

মেয়েদের স্বপ্নগুলো ইচ্ছেডানা হয়ে উড়ে বেড়ায় গোপনে মনের গভীরে। মেয়েরা স্বপ্ন দেখে সংসার করার, সুখে ঘর করার। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নারী মনে অনেক পিছনের সারিতে স্থান পায়। বিশদ

02nd  February, 2019
সম্পর্কে কিছুটা স্বার্থপর
হওয়া প্রয়োজন নারীদের

স্বার্থপর শব্দটা সব সময়ই নেতিবাচক অর্থ বহন করে। কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের একটু-আধটু স্বার্থপর হওয়া ভালো। এমনিতেই মেয়েরা অনেক বেশি মায়াবতী এবং অন্যদের খেয়াল রাখতে পটু।
বিশদ

02nd  February, 2019
শ্বশুরবাড়ির সহযোগিতা থাকলে
অনেক কিছু করা যায়: অপ্সরা

 গ্ল্যামার কুইন হতে গেলে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও সমান পরিমাণে দরকার হয়। না হলে সৌন্দর্যের শিরোপা মাথায় তোলা যায় না— বললেন ২০১৮-এর মিসেস ইন্ডিয়া ইউনিভার্স অপ্সরা গুহঠাকুরতা। এই সৌন্দর্য প্রতিযোগিতায় অপ্সরাকে প্রশ্ন-উত্তর রাউন্ডে জিজ্ঞাসা করা হয়েছিল— ‘যদি তোমার কাছে একটা শক্তি থাকে, তবে তুমি কী করতে চাইবে? অপ্সরার উত্তর ছিল, পৃথিবীতে শান্তি আর মনুষ্যত্ব আনাব। কারণ এই মুহূর্তে এই দুটো জিনিসই পৃথিবীতে কম।’ আর অন্যান্য সব ইভেন্টের সঙ্গে এই উত্তরটাও তাকে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিতে সাহায্য করেছে।
বিশদ

02nd  February, 2019
একনজরে
বিএনএ, সিউড়ি: গ্রামের মধ্যে মদের দোকান খোলার আবেদনের বিরোধিতা করে ফের রাস্তায় নামলেন এলাকার বাসিন্দারা। রবিবার মুরারই থানার কনকপুর সারদুয়ারি গ্রামের বাসিন্দারা হাতে প্লাকার্ড নিয়ে এলাকায় মিছিল করেন।  ...

 দীপ্তিমান মুখোপাধ্যায়, হাওড়া: আমতা ব্রিজ থেকে ঝিকিরা পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা সংস্কারে উদ্যোগ নিল পূর্ত দপ্তর। এখন এই রাস্তাটি অত্যন্ত অপরিসর ও খারাপ অবস্থায় আছে। ফলে লোকজনের যথেষ্ট ভোগান্তি হচ্ছে। এই অবস্থায় এই রাস্তাটি সংস্কার করার জন্য পূর্ত দপ্তরের কাছে ...

সুকান্ত বসু, কলকাতা: জেলে অসাধু উপায়ে মোবাইল এবং সিম কার্ডের অনুপ্রবেশ রুখতে এবার কারারক্ষীদেরই একটি বিশেষ টিমকে সংশোধনাগারের বাইরে তিনটি শিফটে নজরদারি চালানোর কাজে নিযুক্ত করা হয়েছে। কারা দপ্তর সূত্রের খবর, রাজ্যের প্রতিটি সংশোধনাগারে একই ব্যবস্থা চালু হয়েছে। প্রয়োজনে স্থানীয় ...

 কানেস, ২৫ ফেব্রুয়ারি: গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তা কানে ইন্টারন্যাশনাল ওপেন দাবায় চ্যাম্পিয়ন হলেন। সোমবার প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ইতালির পিয়ের লুইগি বাসোর সঙ্গে ড্র করেন অভিজিৎ। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮০২: ফরাসি লেখক ভিক্টর হুগোর জন্ম
১৯০৮: লেখিকা লীলা মজুমদারের জন্ম
১৯৩৬: চিত্র পরিচালক মনমোহন দেশাইয়ের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৯ টাকা ৭১.৮৯ টাকা
পাউন্ড ৯১.২৫ টাকা ৯৪.৫৪ টাকা
ইউরো ৭৯.১৪ টাকা ৮২.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৮৯০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩২,১৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,৬৩৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ ফাল্গুন ১৪২৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, অষ্টমী ৫৮/১০ শেষ রাত্রি ৫/২১। অনুরাধা নক্ষত্র ৪২/২৬ রাত্রি ১১/৩। সূ উ ৬/৪/৫০, অ ৫/৩৪/৪০, অমৃতযোগ দিবা ৮/২২ গতে ১০/৪২ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৩/১৫ গতে ৪/৪৭ মধ্যে। রাত্রি ৬/২৩ মধ্যে পুনঃ ৮/৫৪ গতে ১১/২৫ মধ্যে পুনঃ ১/৫৫ গতে ৩/৩৫ মধ্যে, বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১/১৬ গতে ২/৪২ মধ্যে, কালরাত্রি ৭/৮ গতে ৮/৪২ মধ্যে।
১৩ ফাল্গুন ১৪২৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ১০/১৪/২৯। অনুরাধানক্ষত্র রাত্রি ৩/৫৪/২৩, সূ উ ৬/৬/৫, অ ৫/৩৩/১, অমৃতযোগ দিবা ৮/২৩/৫৮ থেকে ১০/৪০/৫১ মধ্যে ও ১২/৫৪/১৫ থেকে ২/২৯/৫০ মধ্যে ও ৩/১৫/৩৮ থেকে ৪/৪৭/১ মধ্যে এবং রাত্রি ৬/২৩/১৩ মধ্যে ও ৮/৫৩/৫০ থেকে ১১/২৪/২৭ মধ্যে ও ১/৪৫/৪ থেকে ৩/৩৫/২৮ মধ্যে, বারবেলা ৭/৩১/৫৭ থেকে ৮/৫৭/৪৯ মধ্যে, কালবেলা ১/১৫/২৫ থেকে ২/৪১/১৭ মধ্যে, কালরাত্রি ৭/৭/৯ থেকে ৮/৪১/১৭ মধ্যে। 
২০ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বৃষ: মামলা-মোকদ্দমায় জয় লাভ। মিথুন: বয়স্ক ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিন  
১৮০২: ফরাসি লেখক ভিক্টর হুগোর জন্ম১৯০৮: লেখিকা লীলা মজুমদারের জন্ম১৯৩৬: ...বিশদ

07:03:20 PM

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের  
আজ বিকাল ৫.৩০টা নাগাদ জম্মু ও কাশ্মীরের নৌসেরা, কৃষ্ণঘাঁটি ও ...বিশদ

06:26:29 PM

উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই মোবাইল সহ ধরা পড়ল ৫ জন, বাতিল রেজিস্ট্রেশন 

05:04:13 PM

২৪০ পয়েন্ট পড়ল সেনসেক্স 

03:51:20 PM

যে কোনও পরিস্থিতির জন্য সেনা এবং দেশবাসীকে তৈরি থাকতে বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান  

03:45:06 PM