পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
ডিমের ডেভিল
উপকরণ: কিমা ১৫০ গ্রাম, সেদ্ধ করা ডিম ২টো, পেঁয়াজ ১টা, রসুন ২ কোয়া, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, নুন প্রয়োজন মতো, বিস্কুটের গুঁড়ো প্রয়োজন মতো, ডিম ফেটিয়ে নেওয়া ১টা, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ। শুকনো খোলায় ভাজা মশলা: শুকনো লঙ্কা ১টা, গোটা জিরে ১ চা চামচ, গরম মশলা, তেজপাতা ১টা (সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া), তেল ও ঘি আন্দাজ অনুযায়ী।
পদ্ধতি: প্রথমে কিমা গরম জলে ধুয়ে নিন। এবার একটা কড়াইতে তেল ও ঘি মিশিয়ে গরম করে নিন। তাতে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন। তারপর রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একে একে মেশান। মশলা থেকে তেল ছেড়ে এলে কিমা দিয়ে কষতে থাকুন। নুন যোগ করে কিমা রান্না করে নিন। একেবারে শুকনো করে রান্না করতে হবে। ইতিমধ্যে ২টো ডিম সেদ্ধ করে নিন। রান্না করা কিমা একটু ঠান্ডা হলে তার সঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলা মাখিয়ে নিন। তারপর মিক্সিতে দিয়ে এই কিমা একবার মিহি করে বেটে নিন। সেদ্ধ ডিমের খোলা ছাড়িয়ে নিন। তার উপর কিমার মোটা লেয়ার তৈরি করুন। ইতিমধ্যে একটা ডিম ফেটিয়ে নিন নুন ও গোলমরিচ মিশিয়ে। তারপর কিমার লেয়ার দেওয়া ডিম ফেটানো ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে ভেজে নিন। ডিমের ডেভিল তৈরি।
এগ স্যান্ডউইচ
উপকরণ: ডিম সেদ্ধ ২টো, ক্যাপসিকাম লাল ও হলুদ টুকরো করে কাটা টা করে, মেয়োনিজ ও টম্যাটো কেচাপ একসঙ্গে মেশানো ১ কাপ, মাখন প্রয়োজন অনুযায়ী, নুন স্বাদ মতো, স্যান্ডউইচ ব্রেড।
পদ্ধতি: সেদ্ধ করা ডিম মেখে নিন। তার সঙ্গে নুন, ক্যাপসিকাম মিশিয়ে মেখে নিন। এবার সবটা মেয়োনিজ ও কেচাপের মিশ্রণে মেখে নিন। স্যান্ডউইচের পুর রেডি। এবার স্যান্ডউইচ ব্রেড কোনাকুনি কেটে নিন। তার একদিকে এই পুর সমানভাবে ছড়িয়ে দিন। অন্য ভাগটা দিয়ে চাপা দিয়ে দিন। এবার পাউরুটিগুলো ওপরের দিকে মাখন মাখিয়ে নিন। তারপর তা স্যান্ডউইচ মেকারে দিয়ে গ্রিল করে নিন। পাউরুটির বাইরের দিকে মাখন মাখিয়ে নিলে স্যান্ডউইচ পুড়ে যাবে না।