মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
কনের সাজে, বিশেষ করে বিয়ের দিনটিতে বেনারসির কোনও বিকল্প থাকতে পারে না। বালুচরি, কাঞ্চিপুরম বা ধর্মাভরম যত গর্জাসই হোক না কেন, বেনারসির যে আভিজাত্যমাখা লাবণ্য আছে তা অন্য কোনও শাড়িতে নেই। ট্র্যাডিশন বজায় রেখেই বেনারসির ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বেনারসের শিল্পীরা। গত কয়েকবছর ধরেই পাটলিপাল্লু স্টাইলের বেনারসির খুব ডিমান্ড। তবে তা সেলফ্ কালারেই সীমাবদ্ধ ছিল। লাল, মেরুন বা ম্যাজেন্টা জমিতে গোল্ডেন বর্ডার বুটি আর কুঁচি আঁচলে জরিরই জংলা কাজ এই ছিল ম্যারেজ স্পেশাল ডিজাইন। কিন্তু এবারের বিয়ের মরশুমে স্পেশাল আইটেম মেরুন, রেড, ম্যাজেন্টা, রয়াল ব্লু, টারকোয়াইজ ব্লু, রাস্ট বা ব্রাইট গ্রিনের সঙ্গে কনট্রাস্ট।
বেনারসি কিনে ঠকেছেন এমন মানুষের সংখ্যা বিস্তর। সিন্থেটিক সুতোয় বোনা বেনারসির গেট আপ আজকাল এত ভালো হচ্ছে যে অনেকেই বুঝতে পারছেন না মেটিরিয়ালটা কী। এই সিন্থেটিক বেনারসির জরিটাও ঠিক জরি নয়। ফাইন কোয়ালিটির গোল্ডেন রঙের প্লাস্টিক সুতোয় বোনা হচ্ছে শাড়িগুলো। এতে নকশা বোনা যাচ্ছে আসল বেনারসির মতোই। যাঁরা কম বাজেটে কিনতে চান তাঁরা নির্দ্বিধায় কিনতে পারেন এই বেনারসি।
পরের স্টেজে রয়েছে পিওর সিল্ক সুতোর ‘টানা’ ও পলিসিল্ক সুতোর ‘বানা’য় তৈরি ডাবল কাতান বেনারসি। এই বেনারসিরও গেট আপ যথেষ্ট ভালো। এর জরিটি তামার থ্রেডের সঙ্গে সিন্থেটিক গোল্ডের মিলমিশে তৈরি। এই বেনারসির জরির রংটা একটু কালচে (তামাটে) হয়। পিওর জরির একটি বেনারসি পাশে না রাখলে অবশ্য কোনও তফাৎ বোঝা যাবে না। এতেও প্রচুর সুন্দর সুন্দর নকশা হচ্ছে। পাটলিপাল্লু, তেরছা কাজ, স্কার্ট বর্ডার সবই পাবেন। পিওর টুইস্টেড সিল্ক সুতোর টানা’ ও ‘বানা’য় তৈরি বেনারসির কোয়ালিটি সবথেকে ভালো। এর রঙের গ্লেজই অন্য রকম। গোল্ডেন জরিতেও হলদেটে সোনা রং। এতে সিলভার জরির কাজও পাবেন। গোল্ডেন সিলভার মিক্স ম্যাচ করেও খুব সুন্দর সুন্দর নকশা হয়েছে বেনারসিতে। আবার রেশম সুতোর সঙ্গে জরির মিনাকারি নকশাও এই জমিতেই করা যায়। জমিতে হাত দিলেই বুঝবেন, অত্যন্ত নরম অথচ টানটান। এই টুইস্টেড সিল্ক সুতো শুধু আমাদের দেশেরই নয়, কোরিয়া থেকেও আমদানি করা হয়। খুব দামি বেনারসির তৈরির সময় নিচে একটা লাইনিং বেস দেওয়া হচ্ছে। এতে শাড়ির ঔজ্জ্বল্য যেমন বাড়ছে, তেমনই টেঁকসইও হচ্ছে বেশি।