মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
লিনেন বাই লিনেন
বাংলার তাঁতশিল্পীরা এখন বেশ অন্যরকম ডিজাইনে পার্টিওয়্যার শাড়ি বুনছেন। লিনেন বাই লিনেনে বোনা স্কার্ট জরি বর্ডার শাড়িটি এক্কেবারে এক্সক্লুসিভ ডিজাইনে তৈরি। টিস্যু জরিতে বোনা হয়েছে নকশা পাড় ও আঁচল। শাড়িটি ‘ফাগুন’ বুটিকের। ডিজাইনার চৈতালি ঘোষ জানালেন, এবার পার্টি সিজন ও বিয়েবাড়ির কথা মাথায় রেখে অনেকরকম ডিজাইনে বুনিয়েছেন লিনেন বাই লিনেন, টিস্যু লিনেন ও সিল্ক লিনেন শাড়ি।
চান্দেরি বেনারসি ও স্টোল
বিয়েবাড়ি যেতে বা কোনও পার্টি অ্যাটেন্ড করতে এখন নিত্যনতুন শাড়ি চাই আধুনিকাদের। তাই কম বাজেটে নতুন ডিজাইন চান তাঁরা। এই সিজনে বেনারসের শিল্পীদের নতুন সংযোজন চান্দেরি বেনারসি। সঙ্গে বেনারসি স্টোলের মিক্স অ্যান্ড ম্যাচে সবার দৃষ্টি আকর্ষণ করবেন আপনিই। ‘বেনারসি টেক্সটোরিয়াম’-থেকে নেওয়া শাড়ি ও স্টোল। এদের নতুন সম্ভারে আছে লিনেন বেনারসি, ন্যানো সিল্ক ও রেশম কলমকারি সিল্ক।
বেনারস হ্যান্ডলুম
পার্টির মধ্যমণি হতে সবসময় বলমলে শাড়ির দরকার হয় না। উজ্জ্বল অথচ সোবার বেনারসের হ্যান্ডলুম হতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট। ম্যাট জরি বর্ডার ও আচলের বেনারসের হ্যান্ডলুমটি ‘ডেকোর্যান্ড ডিজাইনস’-এর। ডিজাইনার রঞ্জিত সেন জানালেন, স্টিল গ্রে, সি গ্রিন, পিঙ্ক, গেরুয়া, মেরুন, ম্যাজেন্টা ইত্যাদি কালার শেডেই সিলভার ও গোল্ড জরিতে এই শাড়ি করিয়েছেন।