মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
ক্রিসমাস মানেই সান্টা ক্লজ আর উপহারের ঝুলি। ক্রিসমাস মানেই শীত রোদ গায়ে মেখে হুটোপাটি। ক্রিসমাস মানেই হইহই। ক্রিসমাস মানেই পিকনিক, কমলালেবু আর কেক। আর ক্রিসমাস মানেই জাঁকালো শীত আর ফ্যাশনদার সোয়েটার। রঙিন গরমজামা গায়ে চড়িয়ে ছুটির মেজাজে এদিক সেদিক ঘোরাঘুরি। ক্রিসমাসের এই ঘোরাঘুরি কিন্তু ফ্যাশনদার শীত পোশাক ছাড়া অসম্পূর্ণ।
ফ্যাশনে শ্রাগ
কলকাতার হালকা শীতের জন্য উপযুক্ত শ্রাগ এবছর টিনটুইনদের ক্রিসমাস মার্কেট মাত করেছে। শ্রাগের নানা রকম ডিজাইন চোখে পড়ল ক্রিসমাসের ফ্যাশনে। চেরা উলের শ্রাগের রংগুলো খুব সফট। হালকা গোলাপি, হানি ইয়েলো, সুইট মভ এমন বিভিন্ন রঙে পাবেন এইসব শ্রাগ।
জ্যাকেটের বাহুল্য
একটু ভারী শীতের জন্য রয়েছে নানা স্টাইলের ফ্যাশনেবল জ্যাকেট। ডাউন জ্যাকেট বা ফেদার জ্যাকেটের চাহিদা প্রচণ্ড। এছাড়াও একটু স্টাইলিশ জ্যাকেটের মধ্যে ভি নেক, ডিট্যাচেবল হুড বাচ্চা থেকে টিনটুইন ছেলে থেকে মেয়ে সকলেরই মনে ধরছে। মেয়েদের জ্যাকেটে আবার কোমরে ইলাস্টিক ফিটিং রয়েছে। এইসব জ্যাকেটে কখনও ফ্রক স্টাইল কখনও বা ফ্লেয়ার চোখে পড়বে। ছেলেদের জ্যাকেটে পাবেন হলুদ, নীল ও কালো রংয়ের বাহুল্য। মেয়েলি জ্যাকেটে আবার রঙের ছটা। কখনও কম্বিনেশন কালার, কখনও বা সলিড কালারের ওপর কনট্রাস্ট ব্লাস্ট প্রিন্ট। এছাড়াও প্রিন্ট, পোলকা ডট ইত্যাদি তো আছেই। মেয়েদের জ্যাকেটের স্টাইল বাড়াতে মুক্তোর বোতাম, ফ্ল্যাশ চেন ইত্যাদি ব্যবহার করা হয়েছে। একদম ছোটদের জন্য জ্যাকেটে রয়েছে সফট ভেলভেট টাচ। মোলায়েম এই জ্যাকেট বাচ্চাদের জন্য আরামদায়ক।
ট্র্যাক প্যান্টের নানারূপ
অল্প শীতের জন্য ট্র্যাক প্যান্ট আর সোয়েট শার্ট খুবই উপযুক্ত। এবছর বাচ্চা থেকে বড় সবার জন্যই ট্র্যাক প্যান্টের নানারকম ডিজাইন এসেছে বাজারে। মেয়েদের ট্র্যাক প্যান্টে সিলভার স্ট্রাইপ, সিকুইন, গোল্ড ডাস্ট প্যাচ ইত্যাদি উল্লেখযোগ্য। রঙেরও বাহার রয়েছে। গ্রে, সিলভার, সাদা, গোল্ডেন, আইস ব্লু ইত্যাদি পাবেন।
কুট্টি সোনার ডাকি ট্রাউজার
ট্রাউজার এখন আবার মোজা সমেত পাবেন। এক্কেবারে কুট্টিসোনার পায়ের মাপে মোজা যদি না পান তাহলেও চিন্তা নেই। ডাকি ফুটেড বা ফ্রগি ফুটেড ট্রাউজার এখন মোজা ও ফুল প্যান্ট দুইয়ের কাজই করবে। এমন ট্রাউজারে পাবেন নীল, গোলাপি ও হলুদ রঙ।
উলের কুর্তিতে নানান নকশা
এবছর টিনএজার কন্যের বিশেষ পছন্দ হবে উলেন কুর্তি। এইধরনের কুর্তিতে প্রিন্ট ও স্ট্রাইপ পাবেন। কাফতান স্টাইল পাবেন। আবার কিছু উলের কুর্তিতে সেলাই করা স্কার্ফও পাবেন। দোপাট্টার কাজ করবে। লং কার্ডিগানেও নানা রকম নকশা করা হয়েছে। সাইড পকেট, কোট স্টাইল, বড় কলার সবই রয়েছে। ছেলেদের পুলওভারে নিট ডিজাইন বা প্রিন্টের পাশাপাশি এসেছে টি-শার্ট স্টাইল। ডাবল নিট ডিজাইন বয়েজ পুলওভারে জনপ্রিয় হয়ে উঠেছে। এমন রূপে সাজুগুজু করে বড়দিনের মজা নিতে কচিকাঁচারা আগ্রহে অপেক্ষমান।