মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
পৌষের দিনগুলো সত্যিই আনন্দে ভরপুর। গরমে ঘেমেনেয়ে একসা হওয়া নেই। কোথাও হাওয়ার আগে কোন পোশাকটা পরলে আরাম পাওয়া যাবে তাও ভাবতে হয় না। মুড অনুযায়ী শীতের পোশাক বেছে নিলেও হল। নানা ধরনের শীত পোশাক এবার রাজ করছে ফ্যাশন দুনিয়ায়। যেমন তার রঙের বাহার, তেমন তার কাটের কেতা।
মাল্টি কালারড লং উলেন শ্রাগ
কলকাতার শীতে খুব ভারী পুলওভার বা মোটাসোটা কার্ডিগান কাজে লাগে না। বছর কয়েক হল বাজারে এসেছে শ্রাগ নামক ড্রেসটি। শুধু হাত গলিয়ে পরে নিলে হল। কোনও বোতাম আটকানোর বালাই নেই। প্রথম ছবিতে সোহিনী পরেছে এমনই একটি স্টাইলিশ শ্রাগ। নীচটা আনইভেন, একটু লং ঝুলের। এটি ‘প্যান্টালুনস’ থেকে নেওয়া। এখানে নানান শেপের শ্রাগের অফুরন্ত আয়োজন। শর্ট লেন্থ, মিড লেন্থ, কার্ডিগান স্টাইল, কোট স্টাইল, একরঙা, নিটেড ডিজাইনের উলেন ও অ্যাক্রেলিক ফ্যাব্রিকের শ্রাগ পাবেন। লং ড্রেস হোক বা শাড়ি, কুর্তি হোক বা জিনস শ্রাগ ফিট ফর অল।
কটন গুজরাতি প্রিন্টেড কোট
শীতের দুপুর হোক বা সন্ধে একটু এদিক সেদিক বেড়াতে যেতে হাত বাড়াতে পারেন কটন ক্যুইল্টেড কোটে। হালকা ফোমের আস্তরণ দিয়ে তৈরি কটন প্রিন্টেড কোট এবার উইন্টার ফ্যাশনে ইন। বেশিরভাগই তৈরি হচ্ছে গুজরাতি ও রাজস্থানি কটন ফ্যাব্রিক দিয়ে। উজ্জ্বল রঙের প্রিন্টেড কোট টিম আপ করা যায় যে কোনও পোশাকের সঙ্গে। এমনকী শাড়িরও জুড়িদার হতে বাধা নেই এই কটন ক্যুইন্টেড কোটের। দ্বিতীয় ছবিতে খাদির লং ড্রেসের সঙ্গে সোহিনী পরেছে গুজরাতি প্রিন্টের কোট। এটি দক্ষিণাপণের ‘রাই’ থেকে নেওয়া। এখানে শুধু ফুলস্লিভ কোটই নয়, হাফস্লিভ, রিভারসিবল কোটও পাবেন।
নিটেড উলেন টপ
তৃতীয় ছবিতে ব্ল্যাক জিনসের সঙ্গে সৌরসেনী পরেছে স্টিল গ্রে রঙের নিকেটড উলেন টপ। খুব সফট হালকা চেরা উলে তৈরি এই টপ। নিটিংয়ে নানান রঙের বুনুন রয়েছে মিলেমিশে। এটি ‘টুবিমি’ ফ্যাশন ব্র্যান্ডের। স্পেনসার’স-এর প্রত্যেকটি স্টোরে টুবিমি’র ফ্যাশন সেকশন রয়েছে।
ঝলমলে সিল্ক জহরকোট
জহরকোট বললেই যে একটা রাশভারী গুরুগম্ভীর পোশাকের কথা মনে পড়ত সেই ধারণা এখন বদলে গিয়েছে। এখন শুধুই খাদির ঝরনা ফ্যাব্রিক বা উলেন টুইড ফ্যাব্রিকের নয়, নানান ধরনের ড্রেস মেটিরিয়ালে তৈরি হচ্ছে জহরকোট। আর জহরকোট মানেই পাঞ্জাবি বা কোনও ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে পরতে হবে সেই ধারণাও এখন অবসোলিট। ইয়াং জেনারেশন জিনস টিশার্টের সঙ্গে দিব্যি পরছে রংবাহারি জহরকোট। শীতের পার্টি ড্রেস হিসেবে রৌণক বেছে নিয়েছে সিল্ক ফিনিশড কালারফুল জহরকোটটি। এটি নিউমার্কেটের ‘স্মিতা স্টোরস’ থেকে নেওয়া। এখানে নানারকম জহরকোট ও মোদি জ্যাকেটের কালারফুল কালেকশন পাবেন। বিয়েবাড়ি থেকে ক্যাজুয়াল আউটিং যেকোনও জায়গায় পরতে পারেন।
অফিসওয়্যারে পুলওভার
হালকা নিটেড মেটিরিয়ালে তৈরি টিশার্ট স্টাইলের পুলওভার অফিসওয়্যার হিসেবে পছন্দ করছেন ছেলেরা। পাশের ছবিতে রবি বেছে নিয়েছে এমনই একটি পোশাক। উজ্জ্বল লালের সঙ্গে সাদা কালো গ্রে-র কম্বিনেশন বেশ নজর কাড়া। এটি ‘টুবিমি’র উইন্টার কালেকশন থেকে নেওয়া। সব স্পেনসার’স স্টোরে এই ধরনের অফিসওয়্যার উইন্টার ড্রেস পাবেন। নেক লাইন কখনও রাউন্ড, কখনও ভি, কখনও কলার দেওয়া। কিছু হাইনেকও রয়েছে, যা বেশি ঠান্ডায় পরার উপযোগী। এই পুলওভার সিঙ্গল কালারেও পাওয়া যাচ্ছে।
বেড়াতে যেতে উলেন পঞ্চু
পিকনিক হোক বা শীতের আউটিং মাঝেমাঝে একটু ভারী উলেন ড্রেস দরকার হয়। তবে সেই একঘেয়ে মোটাসোটা কার্ডিগান আর পছন্দ নয় ইয়াং জেনারেশনের। আবার কাশ্মীরের ট্র্যাডিশনাল কারুকাজ করা শালের পঞ্চুও সবসময় সব পোশাকের সঙ্গে মানায় না। তাহলে? প্যান্টালুনস এবার উইন্টার কালেকশনে এনেছে একটু ভারী উলেন ফ্যাব্রিকে তৈরি স্মার্ট পঞ্চু। একটু অফবিট কালার কনসেপ্টে চেকস, স্ট্রাইপস ডিজাইনে তৈরি পঞ্চুগুলো যে কোনও ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে মানাবে ভালো। কাটও একটু ভিন্ন। কিছুটা স্কোয়্যারিশ। আবার কিছু রাউন্ড শেপের পঞ্চু আছে, যা শাড়ির সঙ্গেও অনায়াসে পরা যায়।
অল পারপাস স্টাইলিশ ব্যাগ
নানান শেপের নানান রঙের ব্যাগ আপনার উইন্টার ফ্যাশনে যোগ করবে অন্য মাত্রা। শোল্ডার ব্যাগের থেকে ছোট্ট হাতল দেওয়া লেডিজ হ্যান্ডব্যাগ এখন ফ্যাশনের শীর্ষে। একটু চৌকোনা শেপের ব্যাগে চেন ও ফ্ল্যাপের কারিকুরি এনেছে স্মার্ট লুক। ছেলেদের অফিস ব্যাগও এখন বেশ কেতাদুরস্ত। ল্যাপটপ ব্যাগের ক্ষেত্রেও শোল্ডার নয়, হ্যান্ডব্যাগই এগিয়ে রয়েছে। আজ সোহিনী, সৌরসেনী ও রবি নিয়েছে ‘হাউস অব এস এল’-এর ব্যাগ। এখানে লেডিজ ব্যাগ, অফিস ব্যাগ, ট্রাভেল ট্রলি ইত্যাদির ফ্যাশনেবল কালেকশন পাবেন।