মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
২০২০ আসছে। বছর শেষের রাতে সকলেই মাতবেন আনন্দে। পার্টিতে সাজ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলে কেমন হয়? ইংলিশ স্টাইলে ভারতীয় পোশাক পরলে একটু নতুনত্ব আসে। সেই একঘেয়ে ওয়েস্টার্নের দিকে না গিয়ে বরং একটু ফিউশন করুন।
কোট উইথ শাড়ি
শাড়ির সঙ্গে রংমিলান্তি করে শাল স্টোল তো নিয়েই থাকি আমরা, কিন্তু ব্লাউজটাই যদি হয় কোট স্টাইলে তৈরি তাহলে কিন্তু লুকটাই সম্পূর্ণ বদলে যায়। উপরের ছবিতে সোনালি পরেছে স্কার্ট টেম্পল বর্ডার গোল্ডেন হ্যান্ডলুমের সঙ্গে কনট্রাস্ট ম্যাচিংয়ে কটন কোট। ডিজাইনার ডালিয়া বি মিত্রর ‘দশভুজা’ বুটিকে এবারের উইন্টার স্পেশাল এই ফিউশন কালেকশন।
উলেন কুর্তি উইথ স্কার্ফ
শীতের রাতের পার্টি মানেই ব্ল্যাক ড্রেস। লং উলেন কুর্তির সঙ্গে ইয়ালো ব্ল্যাক উইভিং স্কার্ফের সেটটি খুব স্টাইলিশ। নিউ ইয়ার’স ইভের পার্টিতে এমন একটি পোশাক আপনাকে দেবে আলাদা আইডেন্টিটি। শুধু ব্ল্যাকই নয়, নানান রঙের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে কুর্তি-স্কার্ফ সেট এনেছে প্যান্টালুনস।
জিনস উইথ হুডি জ্যাকেট
বেড়াতে যাওয়ার জন্য অবশ্য পিওর ওয়েস্টার্নই পছন্দ আজকের মেয়েদের। কাছেপিঠে আউটিংয়ে যেতে জিনস টপের সঙ্গে একটা ভাইব্রান্ট কালারের হুডি জ্যাকেট চাপিয়ে নিলেই কেল্লা ফতে। তাই বুলবুলি বেছে নিয়েছে ব্লু ডেনিমের সঙ্গে ডিপ পিঙ্ক শোয়েট হুডি। পোশাকটি নিউ মার্কেটের ‘স্মিতা স্টোরস’ থেকে নেওয়া।