সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
গরমে এবারে কী ধরনের কালেকশন আপনি লঞ্চ করেছেন?
হাঁসফাঁস গরমকে মাথায় রেখে বডি হাগিং নয় অ্যান্টি ফিট ড্রেস এবারে এনেছি। লং এ-লাইন ব্যাগিস কাটের ড্রেস বেশিরভাগ তৈরি করেছি। সামার কটনের এই ধরনের ড্রেসের রয়েছে ‘ব্রড’ নেক লাইন, ফ্লেয়ার স্লিভ, কোনও ক্ষেত্রে কোল্ড শোল্ডার স্লিভও আছে। কখনও আবার নেকলাইনেও হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে যা খুবই সূক্ষ্ম। এছাড়াও, বেলুন প্যাটার্নেরও ড্রেস আছে যা লেয়ারিং করে একটা সাইডে স্টিচ করা। লুজ প্যান্টের সঙ্গে অ্যাসিমেট্রিক কুর্তা যার মধ্যে কোনও ক্ষেত্রে আবার মোটিফও রয়েছে। এই ধরনের ভিন্ন কাটসের কুর্তায় ফ্লোরাল, বার্ড, বাটার ফ্রাই ইত্যাদি ফিগারের হালকা হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে।
এ তো গেল পোশাকের কথা। আপনার শাড়িতে একটা বিশেষত্ব রয়েছে। সেক্ষেত্রে গরমে এবারে শাড়ির কী ধরনের বৈচিত্র্য রয়েছে?
দিনের বেলায় কোনও অনুষ্ঠানে পরার জন্য আছে কটনের সারা জমিতে ফ্লোরাল বুটির সঙ্গে ফ্রিল দেওয়া শাড়ি। কোনও ক্ষেত্রে আবার হ্যান্ড এমব্রয়ডারির সরু বর্ডার আছে। এছাড়াও, রাতে পরার জন্য আছে কম্বিনেশনে করা লেয়ারিং করে ফ্রিল দেওয়া শাড়ি। কখনও শাড়ির আঁচলে দশ-বারোটা লেয়ারিং করে ফ্রিল দেওয়া থাকে। এছাড়াও, প্রতিদিন ব্যবহারের জন্য আছে হ্যান্ডলুম, লিনেন কটনের সঙ্গে মোটিফ দেওয়া শাড়ি। আবার কখনও শাড়িতে চেকসও থাকে। এছাড়া ডিজিটাল প্রিন্টেড অরগেঞ্জা শাড়িও এনেছি।
ফ্রিল দেওয়া শাড়ি তো এখন ফ্যাশন ইন। সেই ধরনের শাড়ি এখন বাজারেও বিকোচ্ছে, সেক্ষেত্রে ডিজাইনার হিসেবে আপনার বিশেষত্ব কোথায়?
বাজারে শাড়িতে একটা লেয়ারিং থাকে। কিন্তু আমার শাড়ির কালেকশনে অন্য স্টাইল রয়েছে, একটা নিজস্বতা রয়েছে। আমি একই শাড়িতে অরগেঞ্জা এবং সাটিন ব্যবহার করেছি। এছাড়াও, কালার কম্বিনেশন রয়েছে। সঙ্গে হ্যান্ড এমব্রয়ডারি এবং কারদানার ঝালর আছে। ব্লাউজেও ড্র্যামাটিক ফ্রিল রয়েছে। এটি লাইট ওয়্যার ককটেল শাড়ি যা গরমে পার্টি থেকে যে কোনও রাতের অনুষ্ঠানে পরা যায়।
মূলত এই সময়ের জন্য কী ধরেনর ফ্যাব্রিক নিয়ে খেলা করেছেন?
সামার কটন লিনেন, হ্যান্ডলুম অ্যান্টি রিংকল মেটিরিয়াল পোশাক ও শাড়িতে ব্যবহার করেছি।
এ বছরে গরমে মেয়েদের ফ্যাশন
ট্রেন্ড কী?
শর্ট অ্যাসিমেট্রিক কুর্তার সঙ্গে পালাজো প্যান্ট। কোনও ক্ষেত্রে ট্রেন্ডি মোটিফ থাকে। এখন টিনএজাররা শাড়ি পরছেন। যাতে শাড়ির আঁচল সামলাতে অসুবিধা না হয় সে জন্য প্যাবলো শার্টের সঙ্গে কটনের ফ্রিল দেওয়া শাড়ি আর কোমরে থাকবে বেল্ট। শাড়িকে একটু অন্যরকম লুক দিতে এখন কোমরে বেল্ট পরা ফ্যাশনে ভীষণ ইন। ডিজাইনাররা যে শাড়ির বর্ডার তৈরি করেন কখনও আমরা সে ধরনের বর্ডার তৈরি করি। কোমরে বেল্ট হিসেবে ব্যবহারের জন্য ক্লায়েন্টকে পরামর্শ দিই। এই ধরনের ফ্যাশন খুবই চলবে।
গরমে পোশাকের কী কী কালার এবারে ইন?
প্যাস্টেল শেড তো কয়েক বছর ধরে ইন। এ বছরে লাইম গ্রিন পেস্তা কালার ইন। দিনের বেলায় এই শেড লাইটার হয়ে রাতের দিকে তা ক্রমশ ডার্ক হবে।
আপনার কাজের বিশেষত্ব কী?
হ্যান্ড জরি ওয়ার্কের সঙ্গে এমবেলিশড বর্ডার দেওয়া ককটেল শাড়ি।
পুজোয় এবারে নতুন কী কালেকশন নিয়ে আসছেন?
অবশ্যই শাড়ি। বাঙালি হিসেবে পুজোতে শাড়ি ছাড়া কিছু ভাবতে পারি না। শাড়ি হলেও তার মধ্যে কাটস থাকবে যা পরলে দেখতে একটু অন্যরকম লাগবে।