গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও মানসিক উদ্বেগ। কাজকর্মে বড় কোনও পরিবর্তন নেই। বয়স্কদের স্বাস্থ্য সমস্যা ... বিশদ
“ব্রহ্ম চতুষ্পাৎ”
প্রকাশবান্ নামক ব্রহ্মের চতুষ্কল পাদ।
“প্রাচী দিক্ কলা, প্রতীচী দিক্ কলা, দক্ষিণ দিক্ কলা, উদীচী দিক্ কলা।।” এই চারটি দিক্ হল তোমার প্রকাশবান্ নামের চতুষ্কল পাদ। বুঝা গেল চতুর্দিক্ তোমার কলা। আচ্ছা, তারপর তোমার অনন্তবান্ নামের চতুষ্কল পাদ।
“পৃথিবী কলা, অন্তরিক্ষং কলা, দ্যৌঃ কলা, সমুদ্রঃ কলা।”
পৃথিবী, আন্তরিক্ষ, দ্যৌ, সমুদ্র এ ত’ তোমার কলা। তোমার জ্যোতিষ্মান্ নামের চতুষ্কল পাদ।
“অগ্নিঃ কলা, সূর্য্যঃ কলা, চন্দ্রঃ কলা, বিদ্যুৎ কলা।”/ অগ্নি, সূর্য্য, চন্দ্র, বিদ্যুৎ তোমার কলা।/ তোমার আয়তনবান্ নামের চতুষ্কল পাদ।/ “প্রাণঃ কলা, চক্ষুঃ কলা, শ্রোত্রং কলা, মনঃ কলা।”/ তাহলে প্রাণ, চক্ষু, কর্ণ, মন সব তোমার কলা। চতুর্দিক্ই তোমার কলা।
পৃথিবী, আন্তরিক্ষ, দ্যৌ, সমুদ্র তোমার কলা। অগ্নি, সূর্য্য, চন্দ্র, বিদ্যুৎ তোমার কলা। প্রাণ, চক্ষু, শ্রোত্র, মন তোমার কলা। দেখ, তোমার এই অগ্নি-সূর্য্য-চন্দ্র-বিদ্যুৎ কলাযুক্ত জ্যোতিষ্মান্ পাদের কথায় গৌতমীয় তন্ত্রের ত্রিবিধ কুণ্ডলিনীর কথা মনে প’ড়ল। মূলাধার হতে হৃদয় পর্য্যন্ত ওঁকারময়ী বহ্নিকুণ্ডলিনী, হৃদয় হ’তে কামবীজময়ী সূর্য্য-কুণ্ডলিনী ভ্রূমধ্য পর্য্যন্ত এবং ভ্রূমধ্য হতে মায়াবীজময়ী চন্দ্র-কুণ্ডলিনী ব্রহ্মরন্ধ্র পর্য্যন্ত। তারপর বিন্দু-নাদময় বাসুদেব তুরীয়। ভিতরেও যেমন অগ্নি, সূর্য, চন্দ্র, বাইরেও সেরূপ। কালাতীতা প্রকৃতি ষোলকলার অতীত।