নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিজ্ঞাসাবাদের জন্য আইনি নোটিস পাঠানো হলেও তা অগ্রাহ্য করলেন শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত রাজভবনের তিন কর্মী। গত শনিবার লালবাজারের তরফে সিআরপিসির ৪১এ ধারায় রাজ্যপালের ওএসডি সন্দীপ সিং রাজপুত, কুসুম ছেত্রী ও সন্ত লালকে নোটিস পাঠায় লালবাজার। ররিবার দুপুর ৩টের মধ্যে তাঁদের হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। লালবাজার সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের কেউই এদিন পুলিসের সঙ্গে দেখা করেননি। উল্লেখ্য, রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে সেখানকার তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে লালবাজার। ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ও ৩৪১ নম্বর ধারায় কেস রুজু করে ওই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, রাজ্যপালের ঘর থেকে বেরিয়েই কাঁদতে কাঁদতে অভিযোগকারিণী যখন পুলিসের কাছে যেতে চান, তখন তাঁকে বাধা দেন ওই সরকারি কর্মীরা। সিসি ক্যামেরার ফুটেজে গোটা বিষয়টি দেখেছেন তদন্তকারীরা।
এই ঘটনায় ইতিমধ্যেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। উল্লেখ্য, প্রথমবারের নোটিসে সাড়া না-দেওয়ায় অভিযুক্তদের ফের তলব করছে পুলিস। আজ, সোমবার নতুন করে নোটিস পাঠানো হচ্ছে তাঁদের নামে। পরদিন, অর্থাৎ আগামী কাল মঙ্গলবারই তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হতে পারে।