গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও মানসিক উদ্বেগ। কাজকর্মে বড় কোনও পরিবর্তন নেই। বয়স্কদের স্বাস্থ্য সমস্যা ... বিশদ
এবার বানিয়েছেন দলীয় প্রতীক। ৫০ গ্রাম ওজনের ক্ষীরের সঙ্গে ছানা এবং চিনি মিশিয়ে তৈরি করেছেন মিষ্টিগুলি। রাজনৈতিক দলের প্রতীকের ছাঁচ আগেই বানিয়ে রেখেছিলেন। ক্ষীরের মিশ্রণ সেই ছাঁচে ঢেলে তৈরি করেছেন প্রতীক। মিশ্রণের সঙ্গে মিশিয়েছেন ফুড কালার। তা দিয়ে তৈরি হয়েছে সবুজ ঘাসের উপর জোড়া ফুল, লালের উপর কাস্তে-হাতুড়ি, হাত ও পদ্মফুল। প্রতিটি মিষ্টির দাম ২০ টাকা। কমল বলেন, ‘নতুন রকমারি মিষ্টি তৈরি করার দিকে আমার ঝোঁক। আগেও করেছি। এবার রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দিয়ে মিষ্টি বানিয়েছি। অনেকেই কিনছেন। রাজনৈতিক দলের তরফেও কয়েকজন অর্ডার দিয়েছেন।’ নিজস্ব চিত্র