গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও মানসিক উদ্বেগ। কাজকর্মে বড় কোনও পরিবর্তন নেই। বয়স্কদের স্বাস্থ্য সমস্যা ... বিশদ
মালাদেবী এদিন বিকেলে মাঝেরহাট কলোনিতে প্রচারের পর রাতে সতীশ মুখার্জি রোড ও লেক গার্ডেন্সে সভা করেন। বিজেপি প্রার্থী দেবশ্রীদেবী এর আগেও আবাসনে প্রচার করেছিলেন। এদিন তিনি গেলেন যাদবপুরের একটি আবাসনে। বিকেলে বেহালা পূর্ব বিধানসভায় মহাবীরতলা থেকে বুড়োশিবতলা পর্যন্ত জমসংযোগ করেন। সন্ধ্যায় বন্দর এলাকায় একটি রেল কোয়ার্টারের বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা সারেন। সন্ধ্যায় তিনি পৌঁছে যান বেহালা পশ্চিম বিধানসভায়।
সিপিএমের সায়রা শাহ হালিমের এদিন দম ফেলার ফুরসৎ ছিল না। সকালে তিনি যোধপুর পার্ক ও প্রিন্স আনোয়ার শাহ রোডে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন। তারপর কিড স্ট্রিটে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ ও গুজরাতের সাহিত্যিক মেহুল দেবকালা। মেহুল তাঁর বক্তব্যে বলেন, ‘গুজরাত মডেল মুখ থুবড়ে পড়েছে। গুজরাতের গ্রামগুলিতে জাতি বৈষম্য চূড়ান্ত মাত্রায় পৌঁছে গিয়েছে।’ বিকেলে সায়রা বেহালায় জনসংযোগ করেন। সন্ধ্যা থেকে শকুন্তলা পার্ক, বোস মোড় ও বটতলায় জনসভায় যোগ দেন তিনি। বটতলায় সায়রার সমর্থনে বক্তব্য রাখেন কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লা। নিজস্ব চিত্র