সন্তানের কর্ম সাফল্যে মানসিক প্রফুল্লতা ও সাংসারিক সুখ বৃদ্ধি। আয়ের ক্ষেত্রটি শুভ। সামাজিক কর্মে সাফল্য ... বিশদ
ঘটনা হল, কেন্দ্র মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি করে রেপো রেট কমানোর জন্য চাপ দিলেও তাদের সরকারই তথ্য দিয়ে জানিয়েছে, শহর ও গ্রামীণ ভারতে মানুষের ভোগব্যয় কমেছে, যার প্রভাব পড়েছে জিডিপিতে। এই ভোগব্যয় কমার মূল কারণই হল চড়া হারে মূল্যবৃদ্ধি, যার জেরে মানুষের সঞ্চয় কমে গিয়েছে। এই কারণে চলতি অর্থবর্ষের শেষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশ থেকে কমিয়ে ধরা হয়েছে ৬.৬ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিকে এই বৃদ্ধির হার নেমেছিল ৫.৪ শতাংশে। একইভাবে অর্থবর্ষের শেষে মূল্যবৃদ্ধির পূর্বাভাস ৪.৫ শতাংশ থেকে বাড়িয়ে দেখানো হয়েছে ৪.৮ শতাংশ। গত অক্টোবরে মূল্যবৃদ্ধির হার ৬.২১ শতাংশে পৌঁছেছিল। তার মানে মোদি সরকার যে কাল্পনিক ছবিই তুলে ধরুক জিডিপি ও মূল্যবৃদ্ধির কোনও পূর্বাভাসই যে মিলবে না তা জলের মতো পরিষ্কার। যদিও অর্থবর্ষের শেষের দিকে মূল্যবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার (৪ শতাংশ) ধারে কাছে থাকতে পারে বলে ফের আষাঢ়ে গল্প শোনানো হচ্ছে কেন্দ্রের তরফে। কিন্তু তা হতে গেলে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশের উপরে হতে হবে, যা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একাংশের মতে, ব্যাঙ্কের সুদের হার সামান্য কমিয়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যায় না। এ জন্য খাদ্যপণ্যের জোগান বাড়াতে হবে। জোগান বাড়লে বাজারে সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লে দামও কমবে। এটা রিজার্ভ ব্যাঙ্কের কাজ নয়, এটা কেন্দ্রেরই দেখার দায়িত্ব। কিন্তু কে শোনে এই সদুপদেশ? ফলে সাধারণ মানুষ সেই আতান্তরেই রয়েছে। একদিকে উচ্চহারে মূল্যবৃদ্ধি, জিডিপির হার কমে যাওয়া, অন্যদিকে ব্যাঙ্কে সুদের হার অপরিবর্তিত থাকায় গোটা অর্থনীতিটাই থমকে গিয়েছে। এর অবশ্যম্ভাবী প্রভাবে কর্মসংস্থানের সুযোগ কমবে, নেতিবাচক প্রভাব পড়বে বেতন ও মজুরিতে। সব মিলিয়ে পরিস্থিতি যে আরও সঙ্গীন হয়ে উঠতে পারে, রিজার্ভ ব্যাঙ্ক তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
তবু এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার জন্য খানিক আশার ছবি উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে। তাতে দেখা যাচ্ছে, বঙ্গে মূল্যবৃদ্ধির হার অন্তত এক ডজন রাজ্যের তুলনায় কম। এর মধ্যে বিজেপি শাসিত রাজ্যের সংখ্যাই দশটি। চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে মূল্যবৃদ্ধির হারের জাতীয় গড় ছিল ৪.৬ শতাংশ। একে ছাপিয়ে গিয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, অসম, বিহার, হরিয়ানা, ছত্তিশগড়, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। এর বাইরে দুটি রাজ্য হল কংগ্রেস শাসিত কর্ণাটক এবং বাম শাসিত কেরল। কিন্তু পশ্চিমবঙ্গে মূল্যবৃদ্ধির হার ৩.৬ শতাংশে বেঁধে রাখা সম্ভব হয়েছে, যা আশার কথা। অর্থমন্ত্রকের মতে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে মূলত যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্যের মজুদ, প্রয়োজন মতো তা বাজারে সরবরাহের ব্যবস্থা করা, জোগান অব্যাহত রাখতে আমদানি-রপ্তানি নীতি নেওয়া, কালোবাজারি ও বেআইনি মজুদদারি রুখতে সরকারি পদক্ষেপের উপর। সন্দেহ নেই, এসব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা দৃষ্টান্ত স্থাপন করেছে। তবু আত্মতুষ্টির যে কোনও জায়গা নেই তা বলাই বাহুল্য।