সন্তানের কর্ম সাফল্যে মানসিক প্রফুল্লতা ও সাংসারিক সুখ বৃদ্ধি। আয়ের ক্ষেত্রটি শুভ। সামাজিক কর্মে সাফল্য ... বিশদ
মঙ্গলবার নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির উত্তরবঙ্গের এক সাংসদ বলেন, ‘দিল্লি থেকে তাড়াহুড়ো করলে তো হবে না। সাংগঠনিক নির্বাচন না হলে যে কাজ ঠিকমতো হয় না, সেটি তারাও জানে। নতুন কমিটি যদি তৈরিই না হয়, তাহলে নির্বাচনের প্রস্তুতি কীসের উপর ভিত্তি করে হবে? যদি মকর সংক্রান্তির পরেই সব চূড়ান্ত হয়ে যায়, তাহলেও বাংলায় পুরোদমে নির্বাচনী প্রস্তুতি হয়তো মার্চ বা এপ্রিলের আগে শুরুই হবে না।’ সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠক করে এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। শীর্ষ নেতৃত্বের বৈঠক শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকেই।