সন্তানের কর্ম সাফল্যে মানসিক প্রফুল্লতা ও সাংসারিক সুখ বৃদ্ধি। আয়ের ক্ষেত্রটি শুভ। সামাজিক কর্মে সাফল্য ... বিশদ
গত রবিবার প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে বিচারপতি বলেছিলেন, ‘এটা হিন্দুস্তান। হিন্দুস্তানে বসবাসকারী সংখ্যাগুরু সম্প্রদায়ের ইচ্ছা অনুযায়ী চলবে দেশ। এমনকী অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করতে গিয়ে সংখ্যালঘুদের বিভিন্ন আইনের প্রসঙ্গ তোলেন তিনি। বিষয়টি নজরে আসার পরে পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এব্যাপারে বিবৃতিতে বলা হয়েছে, ‘এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদবের ভাষণ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর আমাদের নজরে এসেছে। এই সম্পর্কে বিশদ ও সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে বিবেচনাধীন।’
এদিকে, অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতিকে আমন্ত্রণ জানানো নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে বিশ্ব হিন্দু পরিষদও। যদিও সংগঠনের প্রধান অলোক কুমারের সাফ কথা, এই ধরনের ‘সচেতনতামূলক অনুষ্ঠান’ আরও করা হবে। তিনি এও জানিয়েছেন যে, প্রয়াগরাজের অনুষ্ঠানটিতে উপস্থিত না থাকলেও ভাষণের বিষয়টি জানেন। অভিন্ন দেওয়া বিধির মতো বিষয়গুলিতে স্বচ্ছ ধারণার তৈরির জন্য কখনও কখনও বর্তমান বিচারপতিদেরও বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয় বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।