সন্তানের কর্ম সাফল্যে মানসিক প্রফুল্লতা ও সাংসারিক সুখ বৃদ্ধি। আয়ের ক্ষেত্রটি শুভ। সামাজিক কর্মে সাফল্য ... বিশদ
শুধু তাই নয়, অত্যধিক ভিড় হলে কন্ট্রোলরুমে সঙ্কেত দেবে এই ক্যামেরা। তখন ভিড় নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে প্রশাসনের। জানা গিয়েছে, কচুবেড়িয়া, লট ৮, বাবুঘাট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের ক্যামেরা বসানো হবে। আধিকারিকদের মতে, যেসব স্থান দিয়ে পুণ্যার্থীদের আনাগোনা বেশি হয় সেগুলিকেই বাড়তি নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে মেলা চত্বরে এক হাজারের বেশি ক্যামেরা বসছে। তার মধ্যে অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন পিটিজেড ক্যামেরার সংখ্যা রয়েছে ৪০টি। এছাড়াও মেলা প্রাঙ্গণে থার্মাল ইমেজ ক্যামেরা বসানো যায় কি না, সে ব্যাপারে কথাবার্তা চলছে। রাতে অত্যধিক কুয়াশায় সঠিক নজরদারি চালানোর জন্য এই ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। তাই আগামী মেলায় তীর্থযাত্রীদের সুরক্ষা ও নজরদারি চালাতে এই ক্যামেরা নিয়ে প্রাথমিক চিন্তাভাবনা শুরু হয়েছে।