Bartaman Patrika
সম্পাদকীয়
 

বজ্র আঁটুনি ফসকা গেরো

পিস্তলটা একঝলক দেখামাত্রই চকিতে ঝাঁপিয়ে পড়েছিলেন পুলিসকর্মী যশবীর সিং। সিদ্ধান্ত নিতে বিশেষ সময়ও নেননি তিনি। আর একটু দেরি হলেই শিরোমণি অকালি দল প্রধান এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের শরীর ঝাঁঝরাই হয়ে যেত খালিস্তানি বুলেটে—আর তাও একেবারে স্বর্ণমন্দিরের ভিতরে। আগ্নেয়াস্ত্র ধরা হাতটা ঠেলে উপরের দিকে তুলে দেন যশবীর। তাতেই ব্যর্থ হয় একজন ভিভিআইপিকে হত্যার চক্রান্ত। তারপর খালিস্তানি জঙ্গি নারায়ণ সিং চৌরাকে কাবু করতে বেশি সময় লাগেনি সদাসতর্ক খাকি উর্দিধারীটির। সেখানে উপস্থিত ছিলেন আরও দুই পুলিসকর্মী। এছাড়া ছিলেন ‘সেবাদার’ এবং অকালি দলের কিছু কর্মী-সমর্থকও। সকলে একসঙ্গেই ঝাঁপিয়ে পড়েন ওই আততায়ীর উপর। পাকড়াও করার পর গ্রেপ্তারও করা হয় দুর্বৃত্তটিকে। স্বাধীন ‘খালিস্তান’ গঠনের ষড়যন্ত্রের সূচনা থেকে অমৃতসরের জগৎবিখ্যাত স্বর্ণমন্দির বহু ঝড়ঝাপটা সয়েছে। একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী পাঞ্জাবের এই পবিত্র ধর্মস্থান। এদিন যে-কাণ্ড ঘটাবার প্ল্যান হয়েছিল, তাতে ফিরতে পারত কংগ্রেসি মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং হত্যাকাণ্ডের দুঃস্বপ্ন। তিনদশক আগে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ গিয়েছিল বিয়ন্তের। ওই নৃশংসতার নিখুঁত প্ল্যান ছিল খালিস্তানি জঙ্গিদের। স্বভাবতই তখন প্রশ্ন উঠেছিল গোয়েন্দা ‘ইনপুট’ নিয়ে।
ফিরে এল এতকাল পরে সেই পুরনো প্রশ্নটাই। তখন দায় চেপেছিল বব্বর খালসার উপর। অভিযোগের তির এবারও তাদের দিকে। কারণ, বুধবারের কাণ্ডে বন্দুকবাজটি খালিস্তানি জঙ্গি এবং সে একাধিক গুরুতর অভিযোগে জেলবন্দি ছিল। মুক্তি পাওয়ার পরও সে এতটুকু বদলায়নি। নারায়ণ এখনও উগ্র খালিস্তানি নষ্টামির খুল্লাম খুল্লা সাপোর্টার! খালিস্তানি জঙ্গিদের বেলাগাম সন্ত্রাসকে কেন্দ্র করে কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব, প্রকাশ্য সংঘাতের পর্যায়ে চলে গিয়েছে। কোনও পশ্চিমা রাষ্ট্রের সঙ্গে বৎসরাধিককাল যাবৎ ভারতের এমন দ্বৈরথ স্মরণকালের ভিতরে অভূতপূর্ব। স্বভাবতই বিস্ময় জেগেছে, খালিস্তানি জঙ্গিবাদের এপিসেন্টার যে পাঞ্জাব, সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের বুদ্ধি-বিবেচনা, তৎপরতা এত নিম্নমানের! একজন চেনা জঙ্গি আগ্নেয়াস্ত্র নিয়ে সটান ঢুকে পড়ল স্বর্ণমন্দিরের মতো অত্যন্ত সুরক্ষিত স্থানে। এমনকী ওই দুর্বৃত্ত পৌঁছেও যেতে পারল সুখবীর সিং বাদলের কাছে পর্যন্ত, যাঁর বিশেষ নিরাপত্তা (জেড প্লাস ক্যাটিগরি) রয়েছে! কিন্তু ওই কেন্দ্রীয় বজ্র আঁটুনি কতটা পলকা তা নিমেষে প্রমাণ করে দিল খালিস্তানি জঙ্গি চৌরা।
কানাডা এবং আমেরিকা থেকে বব্বর খালসার তরফে যখন ভারতে হামলার হুমকি চলছে লাগাতার, তখন সেই সংগঠনের প্রাক্তন সক্রিয় সদস্য চৌরার গতিবিধি কেন্দ্রীয় গোয়েন্দাদের র‍্যাডারের বাইরে গেল কী করে? স্বরাষ্ট্র মন্ত্রক পাঞ্জাব পুলিসকে প্রতিমাসেই নাকি নির্দেশিকা এবং ইনপুট পাঠিয়েছে, ‘খালিস্তানি জঙ্গিরা স্লিপার সেলের মাধ্যমে ফের চাঙ্গা। তাদের মদত করছে সেই আদি ও অকৃত্রিম আইএসআই।’ শুধুমাত্র এই কথা মাথায় রেখেই গুরুদাসপুরে সীমান্ত সুরক্ষা অনেকখানি বাড়ানো হয়েছে। অতএব প্রশ্ন, তার সঙ্গে নজরদারির সংগতও যে সমান জরুরি সেটা কে মনে করিয়ে দেবে, পাকিস্তান! সত্যিই বিস্মিত করেছে বুধবারের ঘটনা। সীমান্তে নজরদারি ব্যবস্থা যে অতিশয় দুর্বল, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চৌরার হিম্মত। কেননা, লোকটি ২০০৪ সালের জেল ভাঙা আসামি। পরবর্তীকালে আরডিএক্স রাখার মতো গুরুতর অপরাধেও জড়িয়েছে তার নাম। এহেন ভয়ঙ্কর জঙ্গি অন্তত পাঞ্জাবের মাটিতে বুক চিতিয়ে ঘুরে বেড়াতে পারে কোন ভরসায়? ২০১৫ সালে ক্ষমতার অপব্যবহার করে ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে ‘সুবিধা’ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাদলের বিরুদ্ধে। সেজন্য ‘অকাল তখত’ তৎকালীন উপ মুখ্যমন্ত্রীকে স্বর্ণমন্দির সাফাই করার সাজা দেয়। ‘সেবাদার’ ওই উপলক্ষ্যেই পর পর দু’দিন স্বর্ণমন্দিরে যান। কুখ্যাত জঙ্গিটি তখনই বাদলকে তাক করে। শ্যেনদৃষ্টির অধিকারী পুলিসকর্মী যশবীর সিংয়ের মাধ্যমে বাদল দৈবক্রমেই প্রাণ বাঁচাতে পেরেছেন। বিপদটি ঘটে গেলে অশান্তির আগুন কী আকার নিতে পারত, ভাবতেই শিউরে উঠেছেন সবাই। অকাল তখতসহ শান্তিকামী সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। এ কোনও বাড়তি চাহিদা নয়। মোদ্দা দাবি হল, নিরাপত্তার ক্ষেত্রে যাবতীয় গলদ দূর করতে হবে। বিশেষ নিরাপত্তার অধিকারী এক নেতার অবস্থা যদি এই হয়, তবে অনুমান করা শক্ত নয় যে—নাগরিক সুরক্ষা কোন তলানিতে এদেশে! কেন কাশ্মীরি, খালিস্তানি, মাওবাদী এবং উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে মোদি সরকার পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। গোটা ব্যবস্থার সঙ্গে মোদি-শাহের আস্ফালনের কোনও মিল নেই।
06th  December, 2024
অর্বাচীনের আস্ফালন

হুমকির পর হুমকি! বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই সীমান্তের ওপার থেকে শোনানো হল, তারা ভারতের ‘সেভেন স্টারস’ ছিনিয়ে নেবে। তার মানে, উত্তর-পূর্বাঞ্চলের অসমসহ সাতটি রাজ্য জুড়ে দেবে বাংলাদেশের মানচিত্রে। বিশদ

উজ্জ্বল নয় উজ্জ্বলা

গত প্রায় এগারো বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আশ্বস্ত করতে গিয়ে কখনও বলেছেন, ‘মানুষ মোদির গ্যারান্টিতে আস্থা রাখে, কারণ অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা প্রতিশ্রুতি দেয়।’ নিজের ঢাক পেটাতে গিয়ে কখনও বলেছেন, ‘আমার গ্যারান্টি হল আমার কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যাবসায়ের প্রতিফলন।’ বিশদ

10th  December, 2024
নিকৃষ্টতম জুমলা

২০১৪ সালে ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং ইপিএফ গ্রাহকদের জন্য ন্যূনতম পেনশন ঘোষণা করেছিলেন এক হাজার টাকা।
বিশদ

09th  December, 2024
কঠিন পরীক্ষা

প্রত্যাশার চাপ ছিল সব মহলে। মধ্যবিত্ত ভেবেছিল, ব্যাঙ্ক ঋণে সুদের হার কমলে মাসিক কিস্তির টাকা কম দিতে হবে। তাতে সংসার চালানোর খরচে কিছুটা সুরাহা মিলবে। শিল্প-বাণিজ্য মহল মনে করেছিল, সুদ কমলে উৎপাদন খরচে কিছুটা হলেও সুবিধা মিলবে। বিশদ

08th  December, 2024
মধ্যযুগীয় ভাবনা!

কোনওটার বয়স ৪০০ বছর, কোনটা ৫০০, কোনও-টার হয়তো তারও বেশি। কারও গায়ে ‘ন্যাশনাল মনুমেন্ট’-এর তকমা, কেউ ‘জাতীয় সম্পদ’ হিসেবে পরিচিত, অনেকেই প্রাচীন প্রত্নতত্ত্ব ও চোখ ধাঁধানো স্থাপত্য নিদর্শনের গুণে যুগ যুগ ধরে দেশি-বিদেশি পর্যটকদের কাছে টানছে চুম্বকের মতো। বিশদ

07th  December, 2024
হায় বিচারব্যবস্থা!

চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেয়নি বাংলাদেশের আদালত। গত ২৫ নভেম্বর সে-দেশের পুলিস তাঁকে গ্রেপ্তার করে। তার আগেও তাঁর জামিনের আর্জি নাকচ হয়েছে। ফের শুনানি ছিল মঙ্গলবার। তাই চট্টগ্রাম আদালতের দিকে নজর ছিল সারা পৃথিবীর হিন্দুসহ সমস্ত ধরনের গণতন্ত্র প্রিয় মানুষের। বিশদ

05th  December, 2024
ফের খেলা বেকারদের নিয়ে

ক্ষমতার কারবারিদের সবচেয়ে প্রিয় খেলার নাম রাজনীতি। আর ভারতীয় রাজনীতির খেলায় সবচেয়ে প্রিয় ইভেন্ট হল চাকরি। তাই রাজনীতি ও ক্ষমতার কারবারিদের মজার খেলায় সহজ বোড়ে হয়ে উঠেছে বেকার, বরং বলা ভালো বেকার বাহিনী, সাধারণভাবে তারা দুর্বল অসহায়।
বিশদ

04th  December, 2024
সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক

টোকিও থেকে লস অ্যাঞ্জেলেস, রাশিয়া থেকে নিউজিল্যান্ড— ইসকনের কোটি কোটি ভক্ত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য প্রার্থনা শুরু করেছেন। তাঁদের আশা, প্রার্থনার মধ্যে দিয়ে বাংলাদেশে শান্তি ফিরবে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেছেন সংখ্যালঘুরা।
বিশদ

03rd  December, 2024
বঞ্চনার অহিংস প্রতিবাদ

পশ্চিমবঙ্গে মনরেগার (১০০ দিনের কাজের প্রকল্প) টাকা আসছে না  তিনবছর যাবৎ। মোদি সরকার নানা অজুহাতে আটকে রেখেছে গরিব মানুষের জন্য পাকাবাড়ি তৈরির প্রকল্পের (আবাস) অর্থ বরাদ্দও। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার সঙ্গে আর্থিক বঞ্চনা চরম আকার ধারণ করেছে মোদি-যুগে।
বিশদ

02nd  December, 2024
দৈন্যদশা

আর শাক দিয়ে মাছ ঢাকা গেল না। একদিকে জিনিসপত্রের চড়া দাম, যার জেরে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়েছে, কমেছে কলকারখানার উৎপাদন। অন্যদিকে, বেকারত্বের গ্রাফ ঊর্ধ্বমুখী, তলানিতে ঠেকেছে টাকার দাম। বিশদ

01st  December, 2024
‘রাজার’ তন্ত্র!

দু’বছর আগে ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ডাক দিয়েছিল মোদি সরকার। এবার সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উপলক্ষে বছর ব্যাপী উদযাপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিঃসন্দেহে যে কোনও ভারতবাসীর কাছে স্মরণীয় এই দুটি দিনই। বিশদ

30th  November, 2024
করের টাকায় কর্পোরেট সেবা

গত জুলাই মাসের শেষার্ধে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ রিপোর্ট পেশ করেন। তাতে কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স (সিএফপিআইI) ভিত্তিক খাদ্য মূল্যস্ফীতির তথ্য ছিল। দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে তা ছিল ৩.৮ শতাংশ। বিশদ

29th  November, 2024
আন্তর্জাতিক চাপ জরুরি

সোমবার হঠাৎই গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তাঁর জামিন পর্যন্ত মঞ্জুর করেনি চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর মুক্তির দাবিতে ওইদিন রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। বিশদ

28th  November, 2024
মোদির নয়া গ্যারান্টি

পিএফের আওতাভুক্ত কয়েক লক্ষ প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মী বর্ধিত হারে পেনশন গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। এজন্য ইপিএফও’র দাবিমতো মোটা অঙ্কের টাকাও যথাস্থানে জমা করেছেন তাঁরা। অথচ ঘোষিত পেনশন প্রদানের প্রক্রিয়া বন্ধ হয়েছে কোনোরকম ঘোষণা ছাড়াই। বিশদ

27th  November, 2024
সময়ের দাবি

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর তাদের সম্পর্কে বোধহয় আসল কথাটা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীর দলকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তাঁর টিপ্পনি, কংগ্রেস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আঞ্চলিক দলগুলিকে ব্যবহার করছে। বিশদ

26th  November, 2024
নির্ণায়ক যখন নারী

নরেন্দ্র মোদি, অমিত শাহদের পার্টি শুধু ভাঙেনি, মচকেছেও। অন্যভাবে বলতে গেলে, ঘোমটা শুধু সরায়নি, নেচেছেও এবং জনসমক্ষে। তাদের নীতি বদলের শুরু মধ্যপ্রদেশ থেকে। সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে দেখা গেল, তারা বদলে ফেলা নীতি আঁকড়ে ধরেছে আরও মরিয়া হয়ে।
বিশদ

25th  November, 2024
একনজরে
তাপমাত্রা কমতে থাকার সঙ্গে সঙ্গে বেশকিছু রোগের প্রাদুর্ভাব। ফলে অনেকেই ছুটছেন চিকিৎসকদের কাছে। আবার কেউ কেউ চিকিৎসকের চেম্বার এড়িয়ে দোকানে গিয়ে ওষুধ কিনে খেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। ...

চোটে জেরবার ইস্ট বেঙ্গল। সাউল ক্রেসপো, দিয়ামানতাকোসের পর চিন্তা বাড়ছে হেক্টর ইউস্তেকে নিয়ে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেননি স্প্যানিশ ডিফেন্ডার। ফিজিওর কাছে রিহ্যাব করেন তিনি। ...

রাজ্য সরকারের ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলির কর্মীদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকটি আগামী কাল, বৃহস্পতিবার নবান্নে হবে। ...

মঙ্গলবার দুপুরে আগরপাড়ার বিটি রোডে পথ দুর্ঘটনায় জখম হলেন ১৮ জন। তারমধ্যে ১৫ জন কলকাতা পুলিসের কর্মী। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের কর্ম সাফল্যে মানসিক প্রফুল্লতা ও সাংসারিক সুখ বৃদ্ধি। আয়ের ক্ষেত্রটি শুভ। সামাজিক কর্মে সাফল্য ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক পাহাড় দিবস
১৬৮৭: ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম তৎকালিন মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়
১৮১০: ঊনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড দুমুসের জন্ম
১৮২৩: ইংরেজি শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন
১৮৫১: স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত
১৮৬২: আর্থার লুকাস নামক ব্যক্তিকে ফাঁসি দেওয়ার মাধ্যমে কানাডায় সর্বশেষ ফাঁসির আদেশ কার্যকর হয়
১৮৬৮: বাঙালি অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষের (দানীবাবু) জন্ম
১৮৮৩: শ্রীঅরবিন্দের ঘনিষ্ঠ সহযোগী মাস্টারমশাই নামে পরিচিত জ্যোতিষ ঘোষের জন্ম
১৯০১: মার্কনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন
১৯০৭: নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়
১৯২২: মুহাম্মদ ইউসুফ খান ওরফে অভিনেতা দিলীপকুমারের জন্ম
১৯২৪: কথা সাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) জন্ম
১৯৩৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্ম
১৯৪২: সঙ্গীত পরিচালক তথা ফিউশন মিউজিকের গুরু আনন্দ শংকরের জন্ম
১৯৬১: অভিনেতা তুলসী চক্রবর্তীর মৃত্যু
১৯৬৯: ভারতীয় দাবাড়ু গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের জন্ম
২০০৪: সঙ্গীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর মৃত্যু
২০১২: কিংবদন্তী সেতারশিল্পী রবিশঙ্করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৯৬ টাকা ৮৫.৭০ টাকা
পাউন্ড ১০৬.২০ টাকা ১০৯.৯৫ টাকা
ইউরো ৮৭.৮৩ টাকা ৯১.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৭,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯২,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯২,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ অগ্রহায়ণ, ১৪৩১, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪। একাদশী ৪৭/২৮ রাত্রি ১/১০। রেবতী নক্ষত্র ১৪/৩ দিবা ১১/৪৮। সূর্যোদয় ৬/১০/৩৭, সূর্যাস্ত ৪/৪৯/১০। অমৃতযোগ প্রাতঃ ৬/৫২ মধ্যে পুনঃ ৭/৩৫ গতে ৮/১৮ মধ্যে পুনঃ ১০/২৫ গতে ১২/৩০ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৬/৩৫ মধ্যে পুনঃ ৮/২২ গতে ৩/৩০ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫২ মধ্যে ৭/৩৫ ম঩ধ্যে পুনঃ ১/১৬ গতে ৩/২৩ মধ্যে। বারবেলা ৮/৫০ গতে ১০/১০ মধ্যে। পুনঃ ১১/৩০ গতে ১২/৫০ মধ্যে। কালরাত্রি ২/৪৯ গতে ৪/৩০ মধ্যে। 
২৫ অগ্রহায়ণ, ১৪৩১, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪। একাদশী রাত্রি ১০/৩৭। রেবতী নক্ষত্র দিবা ৯/৫৮। সূর্যোদয় ৬/১২, সূর্যাস্ত ৪/৪৯। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৪৭ গতে ৮/৩০ মধ্যে ও ১০/৩৭ গতে ১২/৪৫ মধ্যে এবং রাত্রি ৫/৫৩ গতে ৬/৪৭ মধ্যে ও ৮/৩৪ গতে ৩/৪২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৫ গতে ৭/৪৭ মধ্যে ও ১/২৭ গতে ৩/৩৫ মধ্যে। কালবেলা ৮/৫১ গতে ১০/১১ মধ্যে ও ১১/৩১ গতে ১২/৫০ মধ্যে। কালরাত্রি ২/৫১ গতে ৪/৩২ মধ্যে। 
৮ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
২০৩৪ ও ২০৩০-এ কোথায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ? ঘোষণা করল ফিফা
২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে ঘোষণা করে দিল ফিফা। ...বিশদ

11:55:13 PM

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবা ব্যাহত

11:53:00 PM

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

11:06:00 PM

উত্তরপ্রদেশের সম্ভলে বেআইনি নির্মাণ ভাঙছে পুলিস ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা

10:32:00 PM

আইএসএল: হায়দরাবাদকে ১-০ গোলে হারাল চেন্নাই

09:33:00 PM

ঠাকুরপুকুরে ময়লার ঢিপির উপর মৃতদেহ উদ্ধার
ঠাকুরপুকুরে ময়লার ঢিপির উপরে প্লাস্টিক চাপা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ ...বিশদ

09:21:00 PM