Bartaman Patrika
খেলা
 

কোচের ভুলে খেতাবের লড়াইয়ে পিছিয়ে পড়ছে ইস্ট বেঙ্গল
দুরন্ত লড়লেন পিয়ারলেসের স্টপার কার্লন

পিয়ারলেস- ১                    ইস্ট বেঙ্গল- ০
(ক্রোমা-পেনাল্টি)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর অবোধ গোঁয়ার্তুমিতে স্পর্ধার শতবর্ষে কলকাতা লিগে ক্রমশ পিছিয়ে পড়ছে ইস্ট বেঙ্গল। কিবু ভিকুনার দল পিয়ারলেসের কাছে লিগের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় লিগের লড়াইয়ে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু অবোধ গোঁয়ার্তুমির জন্য লিগের কোনও ম্যাচেই ঠিকমতো দল নামাচ্ছেন না আলেজান্দ্রো। যার ফলে শতবর্ষে লিগের প্রথম ছ’টি ম্যাচের মধ্যে দুটিতে হেরে এবং একটি ড্র করে খেতাবি লড়াই কঠিন করে তুললেন আলেজান্দ্রো।
দুই প্রধানের পর পিয়ারলেসই এবারের লিগের সবথেকে শক্তিশালী দল। পেমেন্ট সংক্রান্ত কোনও সমস্যা না থাকায় দলটি দারুণ ছন্দে রয়েছে। সোমবারের ম্যাচের আগে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট পেয়েছিল তারা। মোহন বাগান ম্যাচের পর এমন একটি দলের বিরুদ্ধে উল্টো- পাল্টা প্রথম একাদশ নামিয়ে পিয়ারলেসের কাজটি আলেজান্দ্রো অনেক সহজ করে দেন। সোমবার তিনি প্রথম একাদশে রাখেননি সামাদ আলি, বিদ্যাসাগর সিং, কোলাডোকে। বিদ্যাসাগর ও কোলাডো সাদার্নের বিরুদ্ধে শেষ ম্যাচে গোলও করেন। ডার্বিতে দু’জনকে না খেলানো নিয়ে তীব্র সমালোচনা হয়। সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে পিয়ারলেসের বিরুদ্ধে এই তিনজনকে প্রথম একাদশে রাখেননি। দ্বিতীয়ার্ধে তিনি এই তিনজনকে পরিবর্ত হিসাবে নামান। তখন ম্যাচ পিয়ারলেসের নিয়ন্ত্রণে ছিল। ৭২ মিনিটে সামাদ নামার পরে ইস্ট বেঙ্গলের চাপ বাড়ে। ওই চাপের মোকাবিলায় পিয়ারলেস কোচ জহর দাস বিদেশি স্টপার কার্লন, ডিফেন্সিভ ব্লকার এডমন্ড, মনোতোষ চাকলাদার, দীপঙ্কর দাসদের নিয়ে বক্সের সামনে চক্রব্যূহ তৈরি করেন। ব্র্যান্ডন, লালরিনডিকা, কোলাডো, মার্কোস প্রতিপক্ষ খেলোয়াড়দের পায়ের জঙ্গলে হারিয়ে গিয়ে গোলে শট নেওয়ার সময় ওপেন স্পেস পায়নি। সামাদ, কোলাডো, বিদ্যাসাগররা প্রথম থেকে মাঠে থাকলে ইস্ট বেঙ্গলকে এতটা নির্বিষ মনে হতো না। ওই তিনজনের বদলে যাঁরা প্রথম একাদশে ছিলেন তাঁরা পুরোপুরি ব্যর্থ। এফসিআইয়ে অলোক মুখার্জির হাত ধরে উঠে আসা ফুলচাঁদ হেমব্রম বোতলবন্দি করে রাখেন পিন্টু মাহাতোকে। প্রথমার্ধে মাত্র একবার পিন্টুর দৌড় দেখা যায়। তাঁর বাড়ানো বল থেকে রোনাল্ডো অলিভিয়েরা যে শট নেন তা অরূপ দেবনাথ রুখে দেন। গোটা ম্যাচে দারুণ কিপিং করেছেন অরূপ। পিয়ারলেসের ডিফেন্ডাররা ম্যাচের শেষ ১৪ মিনিটে প্রতিপক্ষকে পাঁচটি কর্ণার উপহার দিয়েছেন। সেটপিসে কোলাডো, লালরিনডিকা রালতের কম্বিনেশন ক্লিক করেনি অরূপের কিপিংয়ের জন্য। সেইসঙ্গে বক্সে ভেসে আসার বল ক্লিয়ার করতে বড় ভূমিকা নেন নেরোকা থেকে পিয়ারলেসে আসা কার্লন। এবং তাঁকে যথাসম্ভব সহায়তা করেছেন এডমন্ড। গোটা ম্যাচে ইস্ট বেঙ্গল ওপেন করেছে দুই বার। ৩৪ মিনিটে লালরিনডিকার কর্ণারে মার্কোসের হেড কার্লন ও অরূপকে পরাস্ত করে পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের টার্নিং পয়েন্ট এই ঘটনাটি। পেনাল্টি থেকে গোল করে ক্রোমা নায়ক হলেও ২৪ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেন ক্রোমাই। প্রদীপ মোহনরাজ ইস্ট বেঙ্গল স্টপার মেহতাব সিংকে কাটিয়ে দারুণ বল দিয়েছিলেন ক্রোমাকে। পিয়ারলেসের বিদেশি স্ট্রাইকারটি বলটি গোলে ঠেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পেনাল্টি থেকে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন ক্রোমা। পেনাল্টি পাওয়ার আগে পিয়ারলেস কোচ লক্ষ্মীকান্ত মান্ডি ও পঙ্কজ মউলাকে নামিয়ে আক্রমণে জোর বাড়ান। পঙ্কজ মউলাকে জায়গা ছেড়ে দিয়ে ক্রোমা সরে আসেন বাঁ-দিকে। কখনও পঙ্কজ, কখনও ক্রোমা বাঁ-প্রান্ত দিয়ে দৌড়ানোয় চাপে পড়ে যান কমলপ্রীত। এর মধ্যে ক্রোমা দু’বার দেহের দোলায় এবং গতিতে বোরহাকে মাটিতে ফেলে দিয়ে ইস্ট বেঙ্গল রক্ষণে নাভিঃশ্বাস তুলে দেন। এই চাপেই কমলপ্রীত বক্সে পঙ্কজ মউলাকে ফেলে দিলে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ক্রোমা (১-০)। এরপর লক্ষ্ণীকান্ত মান্ডির শট ক্রসপিসে লেগে ফিরে আসে। ১৯৮৯ সালে মোহন বাগানের শতবর্ষে পিছন থেকে এসে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল। এবার যেন উল্টো চিত্র দেখা যাওয়ার সম্ভাবনা।

10th  September, 2019
 খড়গপুরে খেপ খেলে রবিবার রাত দুটোয় বাড়ি ফেরেন ক্রোমা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার খড়গপুরে খেপ খেলে রাত প্রায় দুটো নাগাদ কলকাতায় ফিরেছিলেন ক্রোমা। তিনি এটা করেছেন পিয়ারলেসের কোচ জহর দাস ও ম্যানেজার অশোক দাশগুপ্তকে জানিয়েই। তাই ম্যাচের আগের দিন হলেও রবিবার জহর দাস অন্য দিনের মতো মাকড়দহে প্র্যাকটিস ডাকেননি।
বিশদ

10th  September, 2019
 বাগানের পাহাড়ি ঝর্ণা নাওরেম

অভিজিৎ সরকার: ইডেন হ্যাজার্ড তাঁর স্বপ্নের ফুটবলার। রিয়াল মাদ্রিদের এই বেলজিয়ান উইং হাফ আক্রমণে ঝড় তোলেন। সময়-সুযোগ পেলেই হ্যাজার্ডের খেলা দু’চোখ ভরে দেখেন মোহন বাগানের উদীয়মান লেফট উইং হাফ নংডাম্বা নাওরেম। চুলের একপ্রান্তে সোনালি রং করা এই পাহাড়ি ফুটবলারকে নিয়ে এবার স্বপ্ন দেখছেন মোহন বাগান প্রেমীরা।
বিশদ

10th  September, 2019
 রবি শাস্ত্রীর বেতন বেড়ে বছরে প্রায় ১০ কোটি

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর বেতন কুড়ি শতাংশ বেড়ে বছরে প্রায় ১০ কোটি টাকা হচ্ছে। শাস্ত্রী এতদিন বছরে আট কোটি টাকা পেতেন। বোলিং কোচ ভরত অরুণ পাবেন প্রায় সাড়ে তিন কোটি টাকা। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও সমপরিমাণ অর্থ পাবেন বলে জানা গিয়েছে।
বিশদ

10th  September, 2019
দারুণ আবেগে ভাসছেন রাফা

 নিউ ইয়র্ক, ৯ সেপ্টেম্বর: ফ্লাশিং মিডোয় চতুর্থবারের জন্য সেরার মুকুট দখল করে আবেগে ভাসলেন রাফায়েল নাদাল। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারিয়ে উঠে শিশুর উল্লাসে মাতলেন স্প্যানিশ মহাতারকা। জানালেন, এই জয় তাঁর কেরিয়ারের অন্যতম আবেগঘন এক মুহূর্ত হয়ে থাকবে।
বিশদ

10th  September, 2019
 রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন নাদাল

নিউ ইয়র্ক, ৯ সেপ্টেম্বর: ফারাকটা এখন উনিশ-বিশ! রজার ফেডেরারের সর্বাধিক ২০টি গ্র্যান্ডস্ল্যামের বিপরীতে ১৯টি গ্র্যান্ডস্ল্যাম হয়ে গেল রাফায়েল নাদালের। সুইস কিংবদন্তির রেকর্ডে ভাগ বসানো থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে স্প্যানিশ মহাতারকা। 
বিশদ

10th  September, 2019
 দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অমল মুজুমদার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর: এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার পরিকল্পনা। যা অতীতে করে দেখিয়েছে অস্ট্রেলিয়া। এবার সেই পথে হাঁটল দক্ষিণ আফ্রিকাও। ভারতের মাটিতে টেস্ট সিরিজকে পাখির চোখ করেছে প্রোটিয়া বাহিনী। কিন্তু গতবারের অভিজ্ঞতা তাদের মোটেও ভালো নয়।
বিশদ

10th  September, 2019
 স্মিথই ফারাক গড়ে দিচ্ছে: রুট

ম্যাঞ্চেস্টার, ৯ সেপ্টেম্বর: চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়ে অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া। টিম পেইনরা সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে। পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। এই ম্যাচের গুরুত্বও কম নয়। ২০০১ সালের পর থেকে আজ পর্যন্ত ঘরের মাঠে অ্যাসেজ সিরিজ হারেনি ইংল্যান্ড।
বিশদ

10th  September, 2019
 কাতারের বিরুদ্ধে আজ কঠিন লড়াই সুনীলদের

দোহা, ৯ সেপ্টেম্বর: ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে কাতারের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামছে ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ভারতের ম্যাচটি মঙ্গলবার দোহাতে অনুষ্ঠিত হবে। গত ৫ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওমানের বিরুদ্ধে ম্যাচে শেষ আট মিনিটে দু’গোল হজম করেছে ভারত।
বিশদ

10th  September, 2019
 সিএবির বর্ষসেরা ক্রিকেট খেলোয়াড়ের সম্মান পেলেন নবদ্বীপের অরূপ সাহা

সংবাদদাতা, নবদ্বীপ: কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবছর সিএবি-র জেলার বর্ষসেরা ক্রিকেট খেলোয়াড়ের সম্মান পেলেন নবদ্বীপের কপালিপাড়া আমবাগানের বাসিন্দা অরূপ সাহা। তিনি নদীয়া জেলার সেরা খেলোয়াড় হিসেবে সম্মান পেয়েছেন। তাঁর বাবা কাকা দু’জনেই খবরের কাগজ বিক্রি করেন। ছোট থেকেই ক্রিকেট খেলার নেশা অরূপের।
বিশদ

10th  September, 2019
 হেরে মাঠকে দুষছেন আলেজান্দ্রো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গল কোচ হারের জন্য সংবাদ মাধ্যমের সামনে এসে দোষ দিলেন নিজেদের খারাপ মাঠকে। সেই সঙ্গে তাঁর টার্গেট রেফারি দীপু রায়। আলেজান্দ্রো জানান,‘ওটি কোনওভাবেই পেনাল্টি ছিল না। আর এই মাঠে এর চেয়ে ভালো ফুটবল খেলা যায় না। যতক্ষণ বৃষ্টি হয়নি ততক্ষণ মাঠটি কিছুটা ভালো ছিল।
বিশদ

10th  September, 2019
জিতে গ্রুপ শীর্ষেই রইল স্পেন ও ইতালি

রোম, ৯ সেপ্টেম্বর: ইউরো কাপের বাছাই পর্বে স্পেন ও ইতালির বিজয়রথের গতি অব্যাহত। রডরিগো ও পাকো আলকাসেরের জোড়া গোলে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। বাছাই পর্বে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। অপর ম্যাচে ইতালি ২-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে। 
বিশদ

10th  September, 2019
সাইয়ের সাত গোল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সুব্রত কাপে কলকাতা সাই ৭-০ গোলে হারিয়ে দিল আর্মি ট্রেনিং স্কুলকে। নিশা জামতিয়া ও দিগন্ত মণ্ডল দুটি করে গোল করে। বিশদ

10th  September, 2019
পাক সফরে নারাজ শ্রীলঙ্কান ক্রিকেটাররা

কলম্বো, ৯ সেপ্টেম্বর: পাকিস্তান সফর থেকে শ্রীলঙ্কার দশ ক্রিকেটার নিজেদের সরিয়ে নিলেন। এরমধ্যে রয়েছেন টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গা, প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ, তিসারা পেরেরা। পাকিস্তানে নিরাপত্তাজনিত কারণেই তাঁদের এই সিদ্ধান্ত।
বিশদ

10th  September, 2019
  ক্লার্কের ক্যান্সারের অস্ত্রোপচার

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের মুখে স্ক্রিন ক্যান্সার কেটে বাদ দেওয়া হল। ২০০৬ সালে ক্লার্কের নন-মেলানোমো লেসিয়নস ধরা পড়েছিল। তাই নিয়েই খেলা চালিয়েছেন।
বিশদ

10th  September, 2019

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো ও কালীপুজোর সময়ে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে সাপ্তাহিক ১৩ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। তারা জানিয়েছে, সাঁতরাগাছি-চেন্নাই-সাঁতরাগাছি রুটে ট্রেনগুলি চালানো হবে। ...

সংবাদদাতা, মালবাজার: মাত্র দেড় মাসের মধ্যে একটি অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল মাল থানার পুলিস। গোপন সূত্রে পাওয়া খবরের ওপর ভিত্তি করে মাল পুলিসের একটি দল সুদূর পাঞ্জাব থেকে উদ্ধার করল অপহৃত নাবালিকাকে।  ...

ইসলামাবাদ, ১০ সেপ্টেম্বর (পিটিআই): আল-আজিজিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আবেদনের শুনানির জন্য দুই সদস্যের বেঞ্চ গঠন করল ইসলামাবাদ হাইকোর্ট। পাক সংবাদপত্র ‘ডন’-এর দাবি, বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মহসিন আখতার কিয়ানির ওই বেঞ্চে ১৮ সেপ্টেম্বর থেকে শুনানি শুরু ...

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বাঙালি মেতে উঠবে দুর্গোৎসবের আনন্দে। বাঙালিদের এই আনন্দ পরিপূর্ণ করতে ইতিমধ্যে সাজসাজ রব কুমোরটুলিতে। শুধু প্রতিমা তৈরি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬২- মার্কিন ছোট গল্পকার ও হেনরির জন্ম
১৮৯৩- শিকাগোর ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক বক্তৃতা করেন
১৯০৮- বিপ্লবী বিনয় বসুর জন্ম
১৯১১- ক্রিকেটার লালা অমরনাথের জন্ম
২০০১- নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এবং পেন্টাগনে বিমান হানায় অন্তত ৩ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৮৪ টাকা ৭২.৫৪ টাকা
পাউন্ড ৮৬.৪২ টাকা ৮৯.৫৯ টাকা
ইউরো ৭৭.৫৭ টাকা ৮০.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
10th  September, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,২৬৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ ভাদ্র ১৪২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ত্রয়োদশী ৫৯/১৩ শেষ রাত্রি ৫/৭। শ্রবণা ২১/২৫ দিবা ১/৫৯। সূ উ ৫/২৫/৩১, অ ৫/৪১/৩৮, অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ৯/৩০ গতে ১১/৮ মধ্যে পুনঃ ৩/১৩ গতে ৪/৫১ মধ্যে। রাত্রি ৬/২৮ মধ্যে পুনঃ ৮/৪৯ মধ্যে পুনঃ ১/৩১ গতে উদয়াবধি, বারবেলা ৮/২৯ গতে ১০/১ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/৫ মধ্যে, কালরাত্রি ২/৩০ গতে ৩/৫৮ মধ্যে।
২৪ ভাদ্র ১৪২৬, ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ত্রয়োদশী ৫৮/৩৭/১১শেষরাত্রি ৪/৫১/৫৭। শ্রবণা নক্ষত্র ২৪/৫৬/২৬ দিবা ৩/২৩/৩৯, সূ উ ৫/২৫/৫, অ ৫/৪৩/৪৫, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৯/৩১ গতে ১১/১০ মধ্যে ও ৩/১৮ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ৬/৩৩ গতে ৮/৫৩ মধ্যে ও ১/৩১ গতে ৫/২৫ মধ্যে, বারবেলা ১১/৩৪/২৫ গতে ১/৬/৪৫ মধ্যে, কালবেলা ৮/২৯/৪৫ গতে ১০/২/৫ মধ্যে, কালরাত্রি ২/২৯/৪৫ গতে ৩/৫৭/২৫ মধ্যে। 
 ১১ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। বৃষ: পারিবারিক অশান্তির ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৬২- মার্কিন ছোট গল্পকার ও হেনরির জন্ম১৮৯৩- শিকাগোর ধর্ম সম্মেলনে ...বিশদ

07:03:20 PM

রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া মোটর ভেইকেলস আইন 
রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া মোটর ভেইকেলস আইন। আজ ...বিশদ

06:41:55 PM

এবার রেল স্টেশনেও নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক
এবার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে আর প্রবেশ করা যাবে না ...বিশদ

04:56:20 PM

কৈখালিতে গাড়ির ধাক্কায় মৃত যুবক 

04:17:00 PM

কলেজে ভর্তিতে দুর্নীতি রুখতে জেলায় সাহায্য কেন্দ্র খুলবে সরকার 
ভর্তি প্রক্রিয়া বেশ কিছু বছর ধরে অনলাইনেই চলছে। তবুও দুর্নীতি ...বিশদ

03:56:24 PM