সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়ায় বাঘের আতঙ্কের মাঝে শনিবার রঘুনাথপুর বন দপ্তরের কর্মীরা একটি হায়নাকে উদ্ধার করেছে। এদিন রঘুনাথপুর থানার বেড়োচণ্ডী মেলা প্রাঙ্গণের ধান জমিতে ইঁদুর ধরা ফাঁদে আটকে পড়া ওই হায়নাটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, বেড়ো পাহাড়ের জঙ্গলে প্রায়শই হায়নার দেখা মেলে। অভিযোগ, পাহাড়ের পশ্চিম দিকের একটি অংশে পাথর কাটার কাজ শুরু হয়েছে। তাই পাহাড়ের জঙ্গলে থাকা পশুরা লোকালয়ে চলে আসছে। এদিন ইঁদুর মারার একটি ফাঁদে হায়নাটির পা আটকে যায়। যার জন্য হয়নাটি চিৎকার করতে শুরু করে। স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিস বনদপ্তরের কর্মীদের নিয়ে চণ্ডীমেলা প্রাঙ্গণে যায়। আহত হয়নাটিকে উদ্ধার করে রঘুনাথপুর বনদপ্তরে নিয়ে আসে।
এদিন নিতুড়িয়া বিটের অন্তর্গত নতুনডি-পাহাড়িগোড়া রাস্তায় একটি বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিন তথা বনরুই উদ্ধার করা হয়। প্যাঙ্গোলিনটি রাস্তার ধারে রোদ পোহাচ্ছিল। বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে সেটিকে উদ্ধার করে।