বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনের অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেছিলেন, নিজেদের ভবিষ্যত্ বেছে নেওয়ার অধিকার তরুণ প্রজন্মকে দেওয়া উচিত। এর জন্য ভোটারদের ন্যূনতম বয়স ১৭ বছর করা হলে ভালো হয়। শনিবার সেই বিষয়টি নিয়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে মুখ খোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। প্রধান উপদেষ্টা ইউনুসের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি প্রধান উপদেষ্টা হয়ে যখন বলেন ভোটারদের বয়স কমানো উচিত, তখন তা স্বাভাবিকভাবেই কমিশনের উপর চাপ তৈরি করবে। ফলে সাধারণ মানুষের মনে হওয়া স্বাভাবিক যে, এসব করে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করা হচ্ছে, আর এতে ফলে নির্বাচন আরও পিছিয়ে যাবে।’
তিনি বলেন, ‘এখন বাংলাদেশে ভোটারদের ন্যূনতম বয়স ১৮ বছর, তাতে কারও কোনও সমস্যা নেই। যদি এই বয়স কমাতেই হয়, তাহলে কমিশন নিজে প্রস্তাব দিক। তাদেরকেই সিদ্ধান্ত নিতে দিন। তারপর রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’ এদিন ফের একবার দ্রুত নির্বাচন আয়োজনের জন্য ইউনুসের কাছে আবেদন জানিয়েছেন ফখরুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশে আরও দু-তিনটি নতুন রাজনৈতিক দল তৈরি হবে। রাষ্ট্রীয় গোয়েন্দাদের মদতে ইউনুসই নতুন দল খুলতে চাইছেন বলে আগেই অভিযোগ করেছে বিএনপি। সেই প্রসঙ্গে এদিন ফখরুল বলেন, ‘একশো-দুশো দল হলেও আমাদের আপত্তি নেই। কিন্তু তাতে জাতির কতটুকু উপকার হবে, সবাই সেই চিন্তাই করছে।’