বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
গত বছরের মে মাসে গোষ্ঠী হিংসা শুরু হয়েছিল উত্তর-পূর্বের এই রাজ্যে। তারপর থেকেই হিংসার আগুনে পুড়ছে মণিপুর। রাজ্যের নানা প্রান্ত থেকেই অপ্রীতিকর ঘটনার খবর মিলেছে। পুরো ঘটনায় রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ উঠেছে। এরইমধ্যে ইম্ফল পূর্ব জেলায় হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে দুষ্কৃতীদের সঙ্গে গুলি বিনিময়ে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ও সাধারণ মানুষ জখম হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
এরইমধ্যে পাঁচ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার ও গুলি বিনিময়ে তাদের একজনের মৃত্যুর প্রতিবাদে ডাকা বন্ধে শনিবার বিপর্যস্ত হয়ে পড়ে ইম্ফল উপত্যকার জনজীবন। মেইতেইদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ছ’টা থেকে এই বন্ধের ডাক দিয়েছিল।