বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
আবগারি দপ্তর সূত্রে খবর, বছরের শেষে উৎসবের মরশুমে চোলাই কারবারিরা লুকিয়ে চোলাই সরবরাহ করছে বলে খবর আসছিল। তাই আবগারি দপ্তরের পক্ষ থেকে বছরের শেষের দিনগুলিতে বিশেষ রাত পাহারার ব্যবস্থা করা হয়। সেইরকম শুক্রবার রাতে জগৎবল্লভপুরের পিএইচসি এলাকায় জেলার আবগারি সুপারিন্টেডেন্ট দিনা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাত পাহারায় ছিলেন আবগারি দপ্তরের কর্মীরা।
ভোর ৩টে নাগাদ হুগলির দিক থেকে ‘পিকনিক পার্টি’ স্টিকার সাঁটা একটি সাদা গাড়ি তারস্বরে গান বাজিয়ে আমতার দিকে আসছিল। যদিও রাস্তায় আবগারি কর্মীদের পাহারা দেখে মাঝপথেই গাড়ি থামিয়ে নেমে চার যুবক পালাতে যায়। তবে আবগারি কর্মীরা তাড়া করে বাগনানের বাসিন্দা গোপাল বাগ এবং শ্যামপুরের বাসিন্দা বিশ্বজিৎ মান্না নামে দুই যুবককে ধরে ফেলেন। ওই গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করে আবগারি দপ্তর। হুগলির সিঙ্গুর থেকে এই চোলাই মদ আনা হচ্ছিল। পলাতক আরও দুই যুবকের খোঁজ চালাচ্ছে আবগারি দপ্তর।