বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক ব্লক কুশমণ্ডি। রেলপথহীন কুশমণ্ডি মানুষ বাস পরিবহণের উপর নির্ভরশীল। দীর্ঘদিনের দাবি একটি আধুনিক মানের বাসস্ট্যান্ড। কিন্তু আজও তা তৈরি হয়নি। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুশমণ্ডি সদরে পূর্তদপ্তরের জায়গায় বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্তদপ্তর পঞ্চায়েত দপ্তরকে ওই জায়গা হস্তান্তর করেছে। ব্লক প্রশাসন জেলার মাধ্যমে রাজ্যের পরিবহণ দপ্তরকে বাসস্ট্যান্ড তৈরির প্রস্তাব দিয়েছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।
কুশমণ্ডির বিডিও নয়না দে বলেন, কুশমণ্ডি সদরে পূর্তদপ্তরের জায়গায় বাসস্ট্যান্ড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে পরিবহণ দপ্তরকে। সেইমতো পূর্তদপ্তর তাদের জায়গা হস্তান্তর করেছে। সেই ফাইল জেলা প্রশাসনের কাছে জমা আছে। এখন পরিবহণ দপ্তর অর্থ বরাদ্দ করলেই বাসস্ট্যান্ড তৈরি হবে। কুশমণ্ডির বিধায়ক তৃণমূল কংগ্রেসের রেখা রায় বলেন, কুশমণ্ডি ব্লক বাম আমল থেকে অবহেলিত। আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছি। বাসস্ট্যান্ডের বিষয়টি নিয়ে আমি পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে প্রস্তাব দিয়েছি। জেলা ও ব্লক থেকেও দপ্তরে ফাইল গিয়েছে। এই মুহূর্তে বাংলা আবাসের কাজ চলছে। রাজ্য সরকারকে এতে বড় অর্থ খরচ করতে হচ্ছে। এই মুহূর্তে সম্ভব না হলেও আগামীতে বাসস্ট্যান্ডের বিষয়টি নিয়ে আমি ফের সরব হব।
কুশমণ্ডির স্থানীয় বাসিন্দা হরিপদ রায় বলেন, বাম আমল থেকে আমাদের কুশমণ্ডি সদরে কোনও বাসস্ট্যান্ড নেই। রাস্তার উপর দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে নিত্যদিন যাত্রী পরিবহণ করে যাত্রীরা। বর্ষায় দুর্ভোগে পড়তে হয়। কোনও যাত্রী শেড পর্যন্ত নেই। ছোট বড় যাত্রীবাহী যানবাহন রাজ্য সড়কের ফুটপাত দখল করে থাকায় নিত্যদিন যানজট বাড়ছে। প্রশাসনিক আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিদের বিষয়টি দেখা উচিত।