বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ বিধানসভার অধ্যক্ষ থেকে কর্মীরা। বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার তরফে প্রকাশিত একটি বই তিনি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। বিমানবাবু বলেন, ‘ডঃ মনমোহন সিং কাজে বিশ্বাস করতেন, বক্তৃতায় নয়। তাঁর সঙ্গে সাক্ষাতে পরিষদীয় রাজনীতি সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা হয়েছিল। দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার যে প্রচেষ্টা তিনি করেছিলেন, চিরকাল তা দেশের মানুষ মনে রাখবে। পশ্চিমবঙ্গের সঙ্গেও তাঁর অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল খুব ভালো। পশ্চিমবঙ্গের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন। মনমোহন সিংয়ের মতো বিদগ্ধ মানুষকে হারিয়ে দেশের বড় ক্ষতি হল।’