পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
গত সপ্তাহেই এই বাণিজ্য চুক্তি নিয়ে ১৫তম দফার আলোচনার জন্য ভারতে এসেছিলেন রেনল্ডস। বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেন তিনি। জয়শঙ্কর এদিন ব্রিটেনে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গেও বৈঠক করেন। তাঁদের মধ্যে প্রতিভার আদানপ্রদান, দুই দেশের নাগরিকদের মধ্যে বিনিময় এবং মানব পাচার ও জঙ্গি কার্যকলাপ রুখতে যৌথ প্রয়াস নিয়ে আলোচনা হয়। ভারতের বিদেশমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছেন। তিনি ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে মঙ্গলবারের পর বুধবারও বৈঠকে বসবেন। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে দুই বিদেশমন্ত্রীর আলোচনা হবে। আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহায়তার প্রসার, প্রযুক্তিগত উদ্ভাবন ও জলবায়ু পরিবর্তন সহ আন্তর্জাতিক চ্যালেঞ্জের বিষয়গুলি তাঁদের আলোচনায় গুরুত্ব পাবে। ব্রিটেনের বিদেশমন্ত্রী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আর্থিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করেছেন। সরকারের ঘোষিত লক্ষ্য পূরণে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের কথাও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে, চিভিনিং হাউসে চিভিনিং স্কলারদের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর।