পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
শহরের পুরনো কিছু পথবাতিতে ঠিকমতো আলো জ্বলত না। সেজন্য চৈতালি মোড় থেকে মসজিদ মোড়, পুলিস লাইন থেকে জলপান মোড়, সিউড়ি-সাঁইথিয়া বাইপাস রাস্তায়, সার্কিট হাউস মোড় সহ বেশিরভাগ ওয়ার্ডে নতুন পথবাতি বসায় পুরসভা। শহরের কিছু গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে হাইমাস্ট বাতিস্তম্ভও বসানো হয়। কিন্তু বেশিরভাগ পথবাতির এমসিপি বক্স ভেঙে বিদ্যুতের তার বিপজ্জনকভাবে বেরিয়ে রয়েছে। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
মূলত শহরের প্রধান কিছু রাস্তায় এই পথবাতি বসানো হয়েছিল। এসপির মোড় থেকে তিলপাড়া, সার্কিট হাউস থেকে হুসনাবাদ সহ কয়েকটি রাস্তায় পথবাতির ভাঙা এমপিসি বক্স থেকে তার বেরিয়ে থাকতে দেখা গেল। সিউড়ির লালদিঘিপাড়ার কাছে একটি খেলার মাঠের পাশেই এরকম একটি পথবাতি রয়েছে। এলাকার বাসিন্দারা জানান, এই মাঠে বিকেলে বাচ্চারা খেলতে আসে। তারা কেউ অসাবধানবশত সেই তারে হাত দিলেই দুর্ঘটনা ঘটতে পারে। জেলাশাসকের বাংলোর অদূরেই এই এমপিসি বক্স ভাঙা থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শহরের বাসিন্দা চন্দনা মণ্ডল বলেন, পুরসভার উদ্যোগে কয়েকবছর আগে ত্রিফলা বাতিস্তম্ভ বসানো হয়েছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে সেগুলি অকেজো হয়ে পড়ে। কয়েকমাস আগে পুরসভা নীল-সাদা পথবাতি বসিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি বিপজ্জনক হয়ে পড়েছে। পুরসভার কাছে একটাই অনুরোধ, তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হোক। • এভাবেই ঝুলছে বিদ্যুতের তার। -নিজস্ব চিত্র