পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
এসিপি সুমন জয়সওয়াল বলেন, রাজদেও শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা সাতদিনের পুলিস হেফাজতের আর্জি জানিয়েছিলাম বিচারক চারদিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে পানাগড় বাজারের জিটি রোড যেন রেসিং ট্র্যাক হয়ে উঠেছিল প্রথমে একটি সাদা ক্রেটা গাড়ি দ্রুত গতিতে জিটি রোড ধরে এসে রাইসমিল গলিতে ঢোকার চেষ্টা করে। সেই সময় পিছন থেকে অন্য গাড়িটি ঝড়ের গতিতে এসে তাঁদের গাড়িতে ধাক্কা মেরে পাল্টি খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দ্বিতীয় গাড়িতে থাকা যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। প্রথমে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা দাবি করেছিল, ম্যাডামকে কটুক্তি করছিল ক্রেটা গাড়ির লোকজন। তাঁরা জাতীয় সড়কে একাধিক বার আমাদের গাড়িতে ধাক্কা দিয়েছে। যদিও পরবর্তী সময়ে বয়ান বদল করে রাজদেও। সে জানায়, সুতন্দ্রাই ক্রেটা গাড়িটির পিছনে ধাওয়া করতে বলেছিল। পুলিস আগেই দ্বিতীয় গাড়ির চালক তথা মালিক বাবলু যাদবকে গ্রেপ্তার করেছে। এরপর দ্বিতীয় গাড়ির চালককেও গ্রেপ্তার করল। পুলিস দুই গাড়ির চালককে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করার পরিকল্পনা করেছে।