পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
বায়ুসেনার কাছে এখন অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান থাকলেও, তা সংখ্যায় অনেক কম। বায়ুসেনাকে এখনও ভরসা করতে হয় সোভিয়েত আমলের যুদ্ধবিমানের উপর। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছে চীন ও পাকিস্তান। তাই আকাশপথকে মজবুত করতে বায়ুসেনার স্কোয়াড্রনের সংখ্যা ৩১ তেকে বাড়িয়ে ৪২-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। এর আগে এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেছিলেন, যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি করতে বেসরকারি সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া উচিত। তিনি জানিয়েছিলেন, ঘাটতি পূরণ করতে প্রতি বছর ৩৫ থেকে ৪০টি যুদ্ধবিমান বায়ুসেনায় যুক্ত করতে হবে। সেখানে হ্যাল প্রতি বছর ২৪টির বেশি বিমান তৈরি করতে পারে না। হ্যাল ৮৩টি বিমান তৈরির বরাত পেলেও চলতি আর্থিক বছরে তারা একটি বিমানও তৈরি করতে পারেনি।