বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
এদিন বিচারপতি চক্রবর্তী পর্যবেক্ষণে আরও বলেন, ‘সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে রাজ্য চুপ। তাই বুঝতে হবে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের এখনও সম্পর্ক রয়েছে।’
এর আগে পার্থদের জামিন নিয়ে দুই বিচারপতির দ্বিখণ্ডিত রায় আসায় তৃতীয় বিচারপতি হিসাবে মামলাটি আসে বিচারপতি চক্রবর্তীর এজলাসে। এদিন বিচারপতি সিংহ রায়ের সঙ্গে সহমত পোষন করে পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি চক্রবর্তী।
এদিকে, এদিন নিয়োগ দুর্নীতির মামলায় নিম্ন আদালতে ধমক খেতে হল ইডিকে। এই মামলায় ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করার কথা বলেছে শীর্ষ আদালত। কিন্তু চার্জ গঠনের আগে বেশ কয়েকজন অভিযুক্তের আইনজীবী মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাচ্ছেন না বলে অভিযোগ। তা শুনেই ইডিকে বিচারক বলেন, ‘আপনাদের জন্যই দেরি হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নথি দিয়ে আসবেন।’ বিচারকের নির্দেশ, আজ বুধবার দুপুর আড়াইটার মধ্যে মোট ৫৪ জন অভিযুক্তকে নথি দিয়ে দিতে হবে। এছাড়াও বিচারক জানিয়েছেন, ছুটির মধ্যেই এই মামলার শুনানি চলবে। বড়দিন এবং রবিবার ছাড়া অন্য দিন শুনানি হবে।