কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
নিমতা-পাইকপাড়া মিনিবাস স্ট্যান্ডের পাশ থেকে শুরু হয়েছে কাজী নজরুল ইসলাম সরণি। এই রাস্তা ফতুল্লাপুর হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশেছে। এ পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ২০২৩ সালের দুর্গাপুজোর আগে জলের পাইপ লাইনের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। পাইপ বসানোর পর রাস্তা ভেঙে যায়। তা সংস্কারের আগে ফের একটি পাইপ লাইন মাস দেড়েক আগে বসানো হয়। বর্তমানে রাস্তার মাঝ বরাবর মাটি উঁচু ঢিপির মতো হয়ে পড়ে রয়েছে। ফতুল্লাপুর মাঝের পাড়ায় এই রাস্তার উপর ছিল কালভার্ট। সেটি ভেঙে যাওয়ায় নতুন করে তা তৈরি করা হয়। তবে এখনও কালভার্টের উপর স্ল্যাব দেওয়ার কাজ হয়নি। স্থানীয়রা কোনওমতে একটি স্ল্যাব ফেলে বিপজ্জনকভাবে বাইক ও সাইকেল নিয়ে পারাপার করছেন। কিন্তু বাকি অংশে জেসিবি ছাড়া স্ল্যাব ফেলা সম্ভব নয়। তাই চাঁদা তুলছেন স্থানীয়রা। এই রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে ও এমবি রোডের সংযোগকারী।
লুতফর আলি, মইদুল আলি, ছোট্টু মল্লিক নামে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তা এক বছর ধরে বেহাল। এর পাশাপশি সবথেকে বড় সমস্যা কালভার্ট। রাস্তা আড়াআড়ি কাটা থাকায় গাড়ি ঢুকতে পারছে না। বাচ্চাদের স্কুলের গাড়ি, ডেলিভারির গাড়িও ঢুকছে না। কয়েক কিলোমিটার ঘুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সবাইকে। কাউন্সিলার সহ সমস্ত জায়গায় জানিয়েও কোনও লাভ হয়নি। কালভার্টের উপর স্ল্যাব ফেলার জন্য জেসিবি ভাড়া করে আনতে টাকা লাগবে। তাই আমরা চাঁদা তোলা শুরু করেছি।’ ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ নাজিমুদ্দিন বলেন, ‘জলের পাইপ লাইনের কাজ হওয়ায় এই রাস্তার মতো আশপাশের বিভিন্ন রাস্তা বেহাল হয়ে গিয়েছে। দ্রুত রাস্তা সারাইয়ের জন্য পুরসভাকে চিঠি দিয়েছি।’ উত্তর দমদম পুরসভার সিআইসি বিন্দুমাধব দাস বলেন, ‘কেএমডিএ জলের পাইপ লাইনের কাজ করছে। রাস্তা দ্রুত সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। কালভার্ট সমস্যারও দ্রুত সমাধান হবে।’