কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
কমলকুমারের গল্প ‘মতিলাল পাদরী’-র নাট্য রূপান্তর নিয়ে হাজির হয়েছে মাঙ্গলিক। এক প্রত্যন্ত গ্রামের আদিবাসী ক্রিশ্চান পাদরি মতিলাল। সে সারাজীবন ধরে ভালো ক্রিশ্চান হওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে। গ্রামের মানুষকেও করে তুলতে চেয়েছে ভালো ক্রিশ্চান। কিন্তু এক অদ্ভুত ঘটনার জেরে যখন তার ক্রিশ্চান সত্তা ও মানবিক মুখের মধ্যে দ্বন্দ্ব বাধল তখন সেই দ্বন্দ্বে দীর্ণ হতে হতে শেষ পর্যন্ত মানবিক মুখেরই জয় হল। এক অদ্ভুত ভাষ্যে এ গল্প শুনিয়েছেন কমলকুমার। গল্পের শেষে কাঁদতে কাঁদতে মতিলাল বলে ওঠে, বাবা, আমি ভালো ক্রিশ্চান হতে পারলাম না। সমীরবাবু নাটকের স্বার্থে সামান্য বদলেছেন শেষটা। তবে মানবতার জয়গানে মুখরিত হয়েছেন।
আজ যখন দেশজুড়ে ধর্মের নামে হানাহানি চলছে তখন এই নাটক উপযুক্ত বার্তাই দেবে দর্শককে।
কাহিনী থেকে নাটক লিখছেন শেখর সমাদ্দার। আবহ সঙ্গীতে মুরারী রায় চৌধুরী। আলোয় বাবলু সমাদ্দার। মতিলাল পাদরির ভূমিকায় অভিনয় ও পরিচালনায় সমীর বিশ্বাস স্বয়ং। এছাড়া অন্যান্য ভূমিকায় দেখা যাবে দেবযানী, শতাব্দী, সঞ্চয়িতা, আঁখি, দেবাশিস, অসীম, উজ্জ্বল, প্রিয়তোষ, ননীগোপাল, ঋষভ, শুভ, সোমনাথ, খোকন, সিদ্ধার্থ ও পার্থকে। আগামী ৩১ ডিসেম্বর সুকান্ত মঞ্চে নাটকটির প্রথম শো।