কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
রবিবার তৃণমূলের তরফে ওই ওয়ার্ডে চাল বিলি করা হয়। স্থানীয় বাসিন্দারা চাল বিলিতে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। এই নিয়ে এলাকায় বাসিন্দারা বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিস গিয়ে কয়েকজনকে আটক করে। সোমবার সেই ঘটনার প্রেক্ষিতে এলাকার বাসিন্দারা বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। তখন পুলিসের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, থানা থেকে এলাকায় ফিরে যাওয়ার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। ওই ঘটনায় বহিরাগত দুষ্কৃতীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। এলাকায় উত্তেজনা ছড়ায়। এব্যাপারে ডেপুটি পুলিস সুপার ধীমান মিত্র বলেন, এলাকায় একটা ঝামেলা হয়েছিল। কোনও গ্রেপ্তার নেই।
এব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, আমরা চাল, আলু বিলি করছি, তা বিরোধীদের সহ্য হচ্ছে না। তাই নোংরা রাজনীতি করতে নেমেছে তারা। এদিকে বালুরঘাটের সংসদ সদস্য বিজেপির সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলই অন্যায় রাজনীতি করছে।