কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের তলায় আগুন লাগার ঘটনায় দমকলের গাড়ি সরু গলিতে ঢোকাতে সমস্যা হয়েছিল। বউবাজার, পোদ্দার কোর্ট, বড়বাজার, পোস্তার মতো এলাকায় অপ্রশস্ত গলিতে দমকলের বড় গাড়ি ঢোকাতে সমস্যা হয়। তখন দূর থেকে বড় রাস্তায় গাড়ি রেখে একের পর এক পাইপ যুক্ত করে অকুস্থলে জল দেওয়ার ব্যবস্থা করেন দমকল কর্মীরা। এতে কালঘাম ছোটে কর্মীদের। এই পরিস্থিতিতে শহরের ছোট গলিতে দমকলের গাড়ি যাতে ঢুকতে পারে, তাই ২৫টি ছোট গাড়ি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে ১৬৪টি দমকল কেন্দ্র রয়েছে রাজ্যে। জঙ্গিপুর ও পূর্ব বর্ধমানে আরও দু’টি ফায়ার স্টেশন খোলা হচ্ছে। রাজ্যে দমকল কেন্দ্রের সংখ্যা ২০০টি পর্যন্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দমকলের আধুনিকীকরণের জন্য আরও নানা সরঞ্জাম কেনা হচ্ছে বলেও জানা গিয়েছে।